সব বয়সের লোকেদের কাছে পারিবারিক সুখ বইটা অর্পণ করুন
১ ক্যালিফোর্নিয়ার এক ১১ বছরের ছেলে পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) বইয়ের প্রতি তার উপলব্ধি প্রকাশ করে। সে লিখেছিল: “আমি এই বইয়ের জন্য খুবই কৃতজ্ঞ আর আমি চাই যে আরও সব পরিবারগুলোও এটা পড়ুক কারণ সত্যিই বইটার কোন তুলনা হয় না। এটা . . . আমার পরিবারের সবাইকে ঘরে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে।” এই ছোট ছেলের অভিজ্ঞতা শুনে আমাদের সকলের পারিবারিক সুখ বইটা সব বয়সের লোকেদের কাছে অর্পণ করা উচিত। এখানে কিছু পরামর্শ দেওয়া হয়েছে যা আপনি ফেব্রুয়ারি মাসে প্রচার করার সময় ব্যবহার করতে পারেন।
২ একজন যুবক বা যুবতীকে পেলে আপনি বলতে পারেন:
▪“তোমার বয়সের অনেকেই বিয়ে করার কথা ভাবে। কিন্তু এই বিষয়ে তুমি কোথায় ঠিক-ঠিক পরামর্শ পেতে পার? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] যুবক-যুবতীরা সচরাচর বলে থাকে যে আমি জানিই না, আমি আদৌ বিয়ে করার যোগ্য কিনা। আমি তোমাকে একটু বলতে চাই যে এই ছোট বইটা এই বিষয়ে কী বলে।” পারিবারিক সুখ বইয়ের ১৪ পৃষ্ঠা খুলুন আর ৩ অনুচ্ছেদটা পড়ুন। এরপর এই অধ্যায়ের প্রতিটা উপশিরোনামের বিষয়বস্তু পড়ুন। বইটা অর্পণ করুন ও ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
৩ একজন বাবা কিংবা মায়ের সাক্ষাৎ পেলে আপনি বলতে পারেন:
▪“আমরা বাবামাদের কিছু বাস্তব পরামর্শ সম্বন্ধে জানাচ্ছিলাম যা ছেলেমেয়েদের ভালোভাবে মানুষ করার জন্য সত্যিই খুব কাজে লাগে। এই পরামর্শগুলো সব পারিবারিক সুখের রহস্য নামের এই ছোট বইটাতে লেখা রয়েছে।” ৫৫ পৃষ্ঠা খুলুন। ১০ অনুচ্ছেদ পড়ার পর ১১ অনুচ্ছেদ থেকে দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭ পদ পড়ুন। এরপর ১২ থেকে ১৬ অনুচ্ছেদে বাঁকা অক্ষরে যে বাক্যগুলো আছে সেগুলো পড়ুন। তারপর বলুন: “এই বইটা অনেককেই সফল বাবামা হতে সাহায্য করেছে। আপনি যদি এটা পড়তে চান, তবে আমি আপনাকে এই বইটা দিতে খুশি হব।”
৪ একজন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনি বলতে পারেন:
▪“আমি আপনাকে কিছু পড়ে শোনাতে চাই আর আপনি এই বিষয়ে কী মনে করেন তা আমাকে বলবেন।” পারিবারিক সুখ বইয়ের ১৬৯ পৃষ্ঠার ১৭ অনুচ্ছেদের প্রথম বাক্য দুটো পড়ুন। তারপর তার মতামত জিজ্ঞাসা করুন। তার উত্তরের উপর ভিত্তি করে, বইটা থেকে আরও কিছু কিছু অংশ পড়ে শুনিয়ে আপনি বইটা অর্পণ করতে পারেন।
৫ যাদের কাছে পারিবারিক সুখ বইটা অর্পণ করেছেন তাদের কাছে ফিরে গিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করার কথাটা মাথায় রাখুন। অধ্যয়ন শুরু করার জন্য চান ব্রোশারের পাঠ ৮ কিংবা জ্ঞান বইয়ের ১৫ অধ্যায়টা হয়তো ঠিক বিষয়বস্তু হবে। এইরকম করার সময় আসুন আমরা সকলে এক সুখী খ্রীষ্টীয় পারিবারিক জীবন গড়ে তোলার জন্য সব বয়সের লোকেদের সাহায্য করতে প্রাণপণ করি।