মণ্ডলীর সভাগুলোতে—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন
১ খ্রীষ্টীয় পরিবারগুলোর মণ্ডলীর সভায় একত্রে সমবেত হওয়ার আদেশকে কখনও অবহেলা করা উচিত নয়। (ইব্রীয় ১০:২৪, ২৫) আর পরিবারের একজন অন্যকে ভালমতো সহযোগিতা করলে, সভাগুলোর জন্য তৈরি হওয়া, সভাগুলোতে ঠিকমতো আসা ও তাতে অংশ নেওয়ায় সবাই সফল হতে পারেন। প্রত্যেক পরিবারের পরিস্থিতি আলাদা আলাদা কিন্তু তবুও একজন খ্রীষ্টীয় স্বামী, একজন বিশ্বাসী স্ত্রী কিংবা একজন একক বাবা বা মা এমন কিছু করতে পারেন যাতে করে পুরো পরিবার একসঙ্গে আধ্যাত্মিক কাজকর্মগুলো করতে পারেন, তা সে পরিবারে যতজন ছেলেমেয়েই থাকুক বা তাদের বয়স যাই হোক।—হিতো. ১:৮.
২ প্রস্তুত হওয়ার জন্য সময় করে নিন: পরিবারের সব সদস্যদের একজন অন্যজনকে সাহায্য করা দরকার যাতে করে প্রত্যেকে ভালমতো প্রস্তুত হয়ে সভায় আসতে পারেন। অনেক পরিবার একসঙ্গে বসে সপ্তার প্রহরীদুর্গ পাঠ তৈরি করে। কোন কোন পরিবার আবার একসঙ্গে মিলে মণ্ডলীর বুকস্টাডির জন্য প্রস্তুতি করে বা সাপ্তাহিক বাইবেল পাঠটা একসঙ্গে পড়ে। এই সবকিছুর পেছনে উদ্দেশ্য হল যে সভায় যাওয়ার আগে মুখ্য বিষয়গুলোকে মনের মধ্যে নিয়ে সভায় উপস্থিত থাকা। যদি এইরকম করা যায়, তাহলে সভাতে যখন বিষয়টা আলোচনা করা হবে তখন তার থেকে সবাই আরও বেশি করে উপকার পাবে আর সেই সঙ্গে যখন সুযোগ আসবে উত্তর দেওয়ার জন্যও তৈরি থাকা যাবে।—১ তীম. ৪:১৫.
৩ অংশ নেওয়ার জন্য পরিকল্পনা করুন: পরিবারের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত যে সভাগুলোতে মন্তব্য করে অন্যদের সামনে তার নিজের আশাকে ঘোষণা করা। (ইব্রীয় ১০:২৩) এটা করার জন্য কি পরিবারের কোন সদস্যকে সাহায্য করা অথবা সাহস যোগানোর দরকার আছে? ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের পাঠ তৈরির জন্য একজনকে কী করে সাহায্য করা যায়? স্বামীরা যখন আগ্রহ দেখিয়ে এগিয়ে আসেন হয়ত বা কোন মানানসই দৃষ্টান্ত বা কোন ভাল সেটিং সম্বন্ধে ধারণা দেন, তখন স্ত্রীরা সত্যিই খুশি হন। বাবামাদের ধরে নেওয়া উচিত নয় যে তাদের ছেলেমেয়েদের জন্য তাদেরকেই তৈরি করে দিতে হবে। এরকম করলে ছেলেমেয়েরা কোনদিনই নিজে থেকে তৈরি করার তাগিদ অনুভব করবে না। কিন্তু বাবামারা তাদের ছেলেমেয়েদের সাহায্য অবশ্যই করবেন। আর তারা যখন জোরে জোরে পড়ে তাদের পাঠ অভ্যাস করে তা শুনবেন।—ইফি. ৬:৪.
৪ উপস্থিত হওয়ার জন্য ঠিকমতো ব্যবস্থা করুন: ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই শেখানো দরকার যে ঠিক সময়ে সভায় পৌঁছানোর জন্য নিজে নিজে কাপড়জামা পরে তৈরি হয়ে নেওয়া উচিত। আর এইজন্য ঘরের টুকিটাকি কাজ পরিবারের সবাই মিলে হাতে হাতে করে নেওয়া দরকার যাতে কারোরই দেরি হয়ে না যায়।—পারিবারিক সুখ (ইংরাজি) বইয়ের ১১২ পৃষ্ঠায় এবং যুবক-যুবতীদের জিজ্ঞাসা (ইংরাজি) বইয়ের ৩১৬-১৭ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো দেখুন।
৫ বাবামা ও ছেলেমেয়ে সবাই যিহোশূয়ের এই কথাগুলোর বিষয় চিন্তা করতে পারে যিনি বলেছিলেন: “আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।” সুতরাং দৃঢ় সংকল্প করুন যে মণ্ডলীর সভাগুলোতে পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সবাই একজন অন্যজনকে সহযোগিতা করবেন।—যিহো. ২৪:১৫.