আমরা কি লোকেদের সৃষ্টিকর্তা বইটা দিতে পারি?
গত বছর আমরা সকলে এমন একজন সৃষ্টিকর্তা কি আছেন যিনি আমাদের জন্য চিন্তা করেন? (ইংরাজি) বইটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম। এই বইটা বিশেষ করে তাদের কথা ভেবে তৈরি যারা উচ্চশিক্ষিত অথচ হয়ত ঈশ্বরে বিশ্বাস করেন না। বইটা এইরকম অনেককে তৃপ্ত করবে।
প্রত্যেক মাসে অর্পণের জন্য সেই প্রকাশনাগুলোকেই রাখা হয় যেগুলোকে অনেক বেশি লোকেরা পছন্দ করবে। তাহলে এর মানে কি এই যে আমরা সৃষ্টিকর্তা বইটা নিয়ে লোকেদের কাছে যাব না? কখনই নয়! এই বইটা বছরের যে কোন সময় এমন লোকেদের হাতে দেওয়া যেতে পারে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না আর তারা এটা পড়ে উপকার পেতে পারেন। এটা তাদেরকেও দেওয়া যায় যাদের ঈশ্বরে বিশ্বাস রয়েছে অথচ তিনি কে বা তাঁর কী কী গুণ রয়েছে, ও পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্যই বা কী সে সম্বন্ধে কোন স্পষ্ট ধারণা নেই। তাই আমরা আপনাকে বলি যে সবসময় আপনার প্রচারের ব্যাগে সৃষ্টিকর্তা বইয়ের একটা কপি রাখুন আর যার জন্য আপনার মনে হবে যে তিনি এটা পড়তে ভালবাসবেন তাকেই দেওয়ার জন্য তৈরি থাকুন।