আপনার কি পত্রিকার নির্দিষ্ট অর্ডার আছে?
১ আপনি কি কখনও প্রচারে গিয়ে এমন অবস্থায় পড়েছেন যে আপনার প্রচারের ব্যাগে একটাও পত্রিকা নেই? তাহলে, ১৯৯৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটার কথা মনে করুন যার শিরোনাম ছিল “আমাদের পত্রিকাগুলো সর্বোত্তমভাবে ব্যবহার করুন।” ইনসার্টটা আমাদেরকে বলেছিল যে “নির্দিষ্টভাবে পত্রিকার অর্ডার দিন,” আর তারপর এটা বলে “প্রত্যেক পত্রিকার একটা নির্দিষ্ট সংখ্যক কপির এক বাস্তবধর্মী অর্ডার যে ভাই পত্রিকা দেখাশোনা করেন তাকে দিন। এইভাবে আপনি ও আপনার পরিবার নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পত্রিকা পেতে পারবেন।” আপনি কি এটা করেছেন?
২ তাই পত্রিকাগুলোর জন্য একটা নির্দিষ্ট অর্ডার রাখুন না কেন? এটা থাকলে আপনি প্রত্যেক সপ্তায় পত্রিকাগুলোকে বিতরণ করার তাগিদ অনুভব করবেন আর তা আপনার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে। কিন্তু আপনার যদি ইতিমধ্যেই নির্দিষ্ট অর্ডার থেকে থাকে, তাহলে আরেকবার পরীক্ষা করে দেখুন যে প্রত্যেক মাসে প্রচারে গড়ে আপনার যতগুলো পত্রিকা দরকার তা আপনি পাচ্ছেন কি না। অবশ্য, প্রত্যেক সপ্তায় আমাদের অর্ডারের পত্রিকাগুলো ঠিক-ঠিক নিয়ে নেওয়া দরকার আর এটাকে আমাদের দায়িত্ব বলে মনে করা উচিত। যদি আপনি অনেক দিনের জন্য মণ্ডলী থেকে দূরে কোথাও যাচ্ছেন, তাহলে পত্রিকা পরিচালককে জানিয়ে দিন যে আপনি ফিরে আসা অবধি সেগুলো তিনি অন্য কাউকে দিতে পারেন কি না।
৩ ওপরে যে ইনসার্টটার কথা বলা হয়েছে সেটা এও বলে যে আমাদের ‘নিয়মিত পত্রিকা দিবসের জন্য একটা তালিকা করা’ দরকার। আপনি কি সাপ্তাহিক পত্রিকা দিবসে উপস্থিত থাকেন? ১৯৯৯ সালের যিহোবার সাক্ষীদের ক্যালেনডারে যেমন দেখানো হয়েছে, এই দিনটা হল বছরের প্রত্যেকটা শনিবার! প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা বিতরণ করার গুরুত্বকে হাল্কাভাবে নেবেন না। যখন আমরা পত্রিকা বিতরণের কাজে পুরোপুরি অংশ নিতে সবরকম চেষ্টা করি, তখন আমরা আমাদের প্রতিবেশীদের কাছে “মঙ্গলের সুসমাচার” নিয়ে যাই।—যিশা. ৫২:৭.