ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৮ পৃষ্ঠা ৮
  • পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারিবারিক বাইবেল অধ্যয়ন—খ্রীষ্টানদের জন্য এক মুখ্য বিষয়
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রহরীদুর্গ এবং আওয়েক!—সত্যের সময়োপযোগী পত্রিকা
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এমন পত্রিকাগুলো অর্পণ করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৮ পৃষ্ঠা ৮

পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে

১ যিহোবার সাক্ষী হিসাবে আমরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে আমাদের উদ্যোগী প্রচারের জন্য সুপরিচিত। প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা যা আমরা বিতরণ করি সেগুলি লক্ষ লক্ষ লোকেদের ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানতে সাহায্য করার ক্ষেত্রে এক শক্তিশালী ভূমিকা পালন করে। যে বার্তা সেগুলিতে থাকে তা প্রকৃতই সুসমাচার কারণ এটি মানবজাতির একমাত্র আশা হিসাবে ঈশ্বরের স্বর্গীয় রাজ্য সম্বন্ধে ঘোষণা করে।

২ পত্রিকাগুলি লোকেদের বাস্তব চাহিদাগুলি নিয়ে আলোচনা করে​—আবেগগত, সামাজিক এবং আধ্যাত্মিক। যখন চতুর্দিকের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ পতনোন্মুখ, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা বাইবেলের নীতিগুলিকে কিভাবে প্রয়োগ করতে হয়, তা দেখিয়ে লোকেদের জীবনযাত্রার গুণগত মানকে উন্নত করতে সাহায্য করে। এপ্রিল ও মে মাসে এই পত্রিকাগুলির গ্রাহকভুক্তি অর্পণ করা আমাদের জন্য আনন্দদায়ক হবে।

৩ সেগুলি প্রকৃতই আবেদনমূলক: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা প্রকৃতপক্ষে পৃথিবীর অধিবাসীদের সমস্ত ভাষাগুলিতে প্রাপ্তিসাধ্য। সেই কারণে আমাদের পত্রিকাগুলি সুপরিচিত। লোকেরা কেন এগুলির প্রতি আকৃষ্ট হন এখানে তার কিছু কারণ দেওয়া হল:

◼ বিশ্বস্ততা ও সত্যের পত্রিকা হিসাবে সেগুলি স্পষ্টভাবে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য দেখিয়ে থাকে।

◼ সেগুলি এক আসন্ন ধার্মিক পরমদেশ সম্বন্ধে আশা প্রদান করে যা পৃথিবীকে তাঁর রাজ্যের শাসনাধীনে নিয়ে আসা সম্বন্ধীয় ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভিত্তিশীল।

◼ ব্যাপকভাবে বিভিন্ন প্রকারের সময়োপযোগী বিষয়বস্তুগুলি উপস্থাপন করা হয়ে থাকে যা সমস্ত পটভূমি ও সংস্কৃতির লোকেদের হৃদয় স্পর্শ করে।

◼ প্রবন্ধগুলি সংক্ষিপ্ত, শিক্ষামূলক, তথ্যনির্ভর এবং কুসংস্কার ও আপোশ করা থেকে মুক্ত।

◼ দৃষ্টি-আকর্ষণকারী চিত্রগুলি তাৎক্ষণিক আগ্রহ উৎপন্ন করে আর স্পষ্ট লিখনশৈলী পত্রিকাগুলিকে সহজপাঠ্য করে তোলে।

৪ সেগুলি ব্যাপকভাবে বিতরণ করুন: কার্যকারীভাবে পত্রিকা বিতরণ অধিকাংশ ক্ষেত্রে উপস্থাপনা প্রস্তুত করার জন্য আমাদের পরিশ্রম, আমাদের সময়ের তালিকাকরণ ও প্রচার কাজকে সংগঠিত করার উপর নির্ভর করে। ১৯৯৬ সালের জানুয়ারি ও অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র সংখ্যাগুলিতে বাস্তবসম্মত পরামর্শগুলি দেওয়া হয়েছিল যেগুলি পুনরালোচনা করা ও প্রয়োগ করা উত্তম হবে।

৫ নিজে পত্রিকাগুলির সাথে পরিচিত হোন: যখন আপনি প্রত্যেকটি সংখ্যা পড়েন, এমন একজন সম্পর্কে চিন্তা করুন, এই প্রতিলিপিটি দ্বারা যার আগ্রহকে জাগানো যেতে পারে। নির্দিষ্ট বিষয়গুলি অথবা শাস্ত্রপদগুলি খুঁজুন যেগুলি আপনি আপনার উপস্থাপনায় উদ্ধৃত করতে পারেন। এমন একটি প্রশ্ন সম্বন্ধে চিন্তা করুন যেটি আপনি কথোপকথন শুরু করা ও বিষয়বস্তুর প্রতি আগ্রহকে উদ্দীপিত করার জন্য জিজ্ঞাসা করতে পারেন।

৬ উপস্থাপনাটিকে ব্যক্তির উপযোগী করে তুলুন: একটি সহজ নমনীয় উপস্থাপনা প্রস্তুত করুন যেন সেটি একজন পুরুষ, স্ত্রী, বয়স্ক ব্যক্তি অথবা যুবক প্রত্যেকের ক্ষেত্রেই সমন্বয়িত করে নেওয়া যেতে পারে তা তিনি একজন পরিচিত অথবা অপরিচিত যাই হোন না কেন।

৭  প্রহরীদুর্গ ও সচেতন থাক! সম্পর্কে সজাগ হোন: যেহেতু পত্রিকাগুলি সহজেই একটি ব্রিফকেস, ব্যাগ অথবা এমনকি কোটের পকেটেও নেওয়া যায়, তাই যখন আমরা ভ্রমণ বা কেনাকাটা করি আমরা আমাদের সাথে প্রতিলিপিগুলি নিতে পারি। আত্মীয়, প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী অথবা শিক্ষকদের সাথে কথা বলার সময়ে সেগুলি নেওয়ার প্রস্তাব দিন। প্রত্যেক সপ্তাহে একটি দিন বিশেষভাবে পত্রিকার দ্বারা সাক্ষ্যদান করার জন্য পৃথক করে রাখুন।

৮ পত্রিকাগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করুন: সেগুলি কখনও তাদের মূল্য হারায় না। সময়ের প্রবাহ কখনও সেগুলিতে যে বার্তা রয়েছে তার গুরুত্বকে হ্রাস করে না। অবশ্যই যদি আমরা আমাদের নেওয়া সমস্ত পত্রিকাগুলিকে অর্পণ করার জন্য বিশেষ প্রচেষ্টা করি, তাহলে পুরনো সংখ্যাগুলি আমাদের তাকে জমা হতে পারবে না।

৯ রাস্তায় সাক্ষ্যদান কার্যকারী: এক বৃহৎ সংখ্যক লোকেদের কাছে পত্রিকাগুলি অর্পণ করার ক্ষেত্রে এটি অন্যতম সর্বোত্তম উপায়। কিছু প্রকাশকেরা কেনাকাটার দিনগুলিতে ব্যস্ততম রাস্তায় কিছুটা দূরত্বের ব্যবধানে দাঁড়িয়ে কাজ করে থাকেন।

১০ ব্যবসায়ী এলাকা উৎপাদনশীল: দোকানে দোকানে সাক্ষ্যদানের সময় খুব কমই আমরা গৃহে নেই এমন পরিস্থিতির সম্মুখীন হই। অধিকাংশ ব্যবসায়ী লোকেরাই সৌজন্যমূলক আর অনেকেই আনন্দের সাথে পত্রিকা ও গ্রাহকভুক্তি গ্রহণ করেন। সেই প্রবন্ধগুলি তুলে ধরুন যেগুলি সাক্ষাৎকৃত ব্যবসায়ীর নির্দিষ্ট ব্যবসার জন্য উপযুক্ত।

১১ পত্রিকা রুটগুলি সম্ভাবনাসূচক: যদি একজন ব্যক্তি গ্রাহকভুক্তি গ্রহণ না করেন কিন্তু পত্রিকাগুলির একক প্রতিলিপিগুলি আগ্রহের সাথে নেন, তাহলে পরবর্তী সংখ্যাটি অর্পণ করার জন্য তার কাছে ফিরে যাওয়াটাই স্বাভাবিক। কেবলমাত্র পত্রিকা অর্পণের জন্যই নয় কিন্তু বাইবেলের প্রতি ব্যক্তির আগ্রহ গড়ে তোলার জন্যও আমাদের নিয়মিত পুনর্সাক্ষাৎ করা উচিত। সম্ভাব্য বাইবেল অধ্যয়নের জন্য পত্রিকা রুটগুলি এক চমৎকার উৎস।

১২ এপ্রিল ও মে মাসের সর্বোত্তম ব্যবহার করুন: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা লক্ষ লক্ষ উপলব্ধিপ্রবণ পাঠকদের আস্থা লাভ করেছে। সেগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণার ক্ষেত্রে এতই কার্যকারী যে আমাদের এগুলিকে সাথে রাখা ও প্রতিটি সুযোগে সেগুলিকে অর্পণ করাকে এক লক্ষ্যে পরিণত করা উচিত। গ্রাহকভুক্তি অর্পণ ও পত্রিকা বিতরণ করার ক্ষেত্রে এপ্রিল ও মে এক উল্লেখযোগ্য মাস হিসাবে প্রমাণিত হোক!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার