ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৭ পৃষ্ঠা ৪
  • সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এমন পত্রিকাগুলো অর্পণ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এমন পত্রিকাগুলো অর্পণ করুন
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যেভাবে একটা পত্রিকা উপস্থাপনা তৈরি করবেন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক বাইবেল অধ্যয়ন—খ্রীষ্টানদের জন্য এক মুখ্য বিষয়
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৭ পৃষ্ঠা ৪

সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এমন পত্রিকাগুলো অর্পণ করুন

১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে পত্রিকাটি রাজ্য প্রচার ও শিষ্য তৈরির কাজের অগ্রভাগে রয়েছে। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) রাজ্য সেবার বিভিন্ন দিকে অংশ নেওয়ার সময় সময়োপযোগী এই পত্রিকাটি নিয়মিতভাবে উপস্থাপন করে আমরা আনন্দিত হই।

২ বছরের পর বছর ধরে, আমরা পত্রিকাটির আকার এবং বিষয়বস্তু ও সেইসঙ্গে এটিকে বিতরণ করার জন্য আমরা যে-পদ্ধতি ব্যবহার করি, তাতে অনেক পরিবর্তন দেখেছি। পত্রিকাটিকে আরও আকর্ষণীয় ও কার্যকারী করে তোলার লক্ষ্য নিয়ে এই পরিবর্তনগুলো করা হয়েছিল, যাতে করে রাজ্যের বার্তা ‘সমুদয় মনুষ্যের’ হৃদয়ে পৌঁছায় ‘যেন তাহারা পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।’—১ তীম. ২:৪.

৩ আমরা সচেতন থাক! পত্রিকার ত্রৈমাসিক সংখ্যাটির জন্য বিভিন্ন উপস্থাপনা ব্যবহার করার ক্ষেত্রে দক্ষ হয়ে উঠেছি। এখন আমরা আমাদের জনসাধারণ্যের পরিচর্যায় প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে পত্রিকার মাত্র একটা ত্রৈমাসিক সংখ্যা অর্পণ করার জন্যও একই উপস্থাপনা ব্যবহার করব। প্রতিটি পত্রিকার জন্য নমুনারূপে দেওয়া একটি উপস্থাপনা আমাদের রাজ্যের পরিচর্যা-র পিছনের পৃষ্ঠায় প্রকাশিত হয়। এটি সাধারণত পত্রিকাটির প্রারম্ভিক প্রবন্ধগুলোর একটা প্রবন্ধকে তুলে ধরে কিন্তু মাঝে মাঝে অন্যান্য নির্দিষ্ট প্রবন্ধও তুলে ধরা হয়, যেগুলোকে অনেক লোকই আগ্রহজনক বলে মনে করে। এই ছাপানো উপস্থাপনাকে তখনই সবচেয়ে বেশি কার্যকারীভাবে ব্যবহার করা যেতে পারে, যখন আমরা উপস্থাপিত প্রবন্ধটির সঙ্গে ভালভাবে পরিচিত থাকি এবং আমাদের এলাকাতে উপস্থাপনাকে উপযোগী করে তোলার জন্য নিজের ভাষায় তা তুলে ধরি।

৪ যদিও আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রতিটি পত্রিকার জন্য বিভিন্ন উপস্থাপনা অন্তর্ভুক্ত করা হয় কিন্তু তবুও সেগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটা উপস্থাপনা স্বচ্ছন্দে ব্যবহার করুন। তা করার একটা কারণ হতে পারে যে, অন্যান্য প্রবন্ধের মধ্যে কোনো একটা প্রবন্ধ আপনার এলাকার লোকেদের কাছে হয়তো বেশি আগ্রহজনক। অথবা এইরকম হতে পারে যে, আপনার কাছে সবচেয়ে বেশি আগ্রহজনক বলে মনে হয়েছে এমন একটা প্রবন্ধ ব্যবহার করে আপনি আরও কার্যকারী একটা উপস্থাপনা তুলে ধরতে পারেন।

৫ যেভাবে আপনার উপস্থাপনা প্রস্তুত করবেন: প্রথমত, আপনি তুলে ধরার জন্য বাছাই করেছেন এমন কোনো প্রবন্ধের সঙ্গে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচিত হতে হবে। ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে শুরু করার আগে আপনি হয়তো পত্রিকার প্রত্যেকটা প্রবন্ধের সঙ্গে সবসময় পরিচিত না-ও থাকতে পারেন। কিন্তু, যে-প্রবন্ধগুলো তুলে ধরার জন্য আপনি বাছাই করেছেন, সেগুলোর বিষয়ে আপনাকে অবশ্যই উদ্যম ও আন্তরিকতা দেখাতে হবে। আপনি একমাত্র তখনই তা করতে পারেন, যখন আপনি যে-তথ্যটা তুলে ধরেন সেটার সঙ্গে ভালভাবে পরিচিত থাকেন।

৬ এরপর, প্রারম্ভিক কথাগুলো প্রস্তুত করার সময় নমনীয় হোন। আগ্রহ জাগিয়ে তোলার মতো একটা প্রাসঙ্গিক প্রশ্ন হয়তো কথোপকথন শুরু করার জন্য ব্যবহার করা যেতে পারে, যা প্রবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত। হৃদয়কে স্পর্শ করার জন্য সবসময় ঈশ্বরের বাক্যের ক্ষমতার ওপর নির্ভর করুন। (ইব্রীয় ৪:১২) এমন একটা উপযুক্ত শাস্ত্রপদ বেছে নিন, যেটি আপনি যে-বিষয়টাকে উপস্থাপন করছেন সেটার সঙ্গে সম্পর্কযুক্ত, সম্ভবত এমন একটা শাস্ত্রপদ যেটি যে-প্রবন্ধটি আপনি তুলে ধরছেন, সেই প্রবন্ধে উল্লেখ অথবা উদ্ধৃতি করা হয়েছে। প্রবন্ধের সঙ্গে কীভাবে শাস্ত্রপদটিকে সম্পর্কযুক্ত করা যায়, তা বিবেচনা করুন।

৭ প্রত্যেকটা সুযোগে: একটা উপস্থাপনাকে প্রকৃতই কার্যকারী করতে হলে, সেটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। শনিবারে পত্রিকার দ্বারা সাক্ষ্যদান করার জন্য মণ্ডলীর সঙ্গে যোগ দিন। সেই লোকেদের কাছে পত্রিকাটি অর্পণ করুন, যারা আগে অন্যান্য সাহিত্য নিয়েছে। পত্রিকাটি সবসময় আপনার বাইবেল ছাত্রদের কাছে এবং পুনর্সাক্ষাৎ করার সময় হয়তো যারা উপস্থিত থাকে, তাদের কাছে অর্পণ করুন। আপনি হয়তো সেই লোকেদের কাছে পত্রিকাটি অর্পণ করতে সমর্থ হবেন, যখন আপনি কেনাকাটা করার, ভ্রমণ করার অথবা কোনো ডাক্তারখানায় অপেক্ষা করার সময় তাদের সঙ্গে কথা বলে থাকেন। সারামাস ধরে ব্যবহার করার সময়ে আপনার উপস্থাপনাগুলোকে উন্নত করুন।

৮ প্রহরীদুর্গ হল অদ্বিতীয় পত্রিকা। এটি নিখিলবিশ্বের সার্বভৌম হিসেবে যিহোবাকে মহিমান্বিত করে। (প্রেরিত ৪:২৪) এটি লোকেদেরকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়ে সান্ত্বনা দেয় এবং যিশু খ্রিস্টের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করে। (মথি ২৪:১৪; প্রেরিত ১০:৪৩) অধিকন্তু, এটি জগতের ঘটনাগুলোর ওপর নজর রাখে কারণ সেগুলো বাইবেলের ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করে। (মথি ২৫:১৩) প্রতিটা উপযুক্ত সুযোগে এটিকে অর্পণ করার জন্য প্রস্তুত হওয়ার দ্বারা আপনার এলাকার লোকেদেরকে এই পত্রিকাটি থেকে উপকার লাভ করতে সাহায্য করুন!

৯ আপনি যখন একটা পত্রিকা অর্পণে সফল হন অথবা এমনকি যদি কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আধ্যাত্মিক আলোচনা হয়ে থাকে, তা হলে এমন একটা প্রশ্নসহ কিংবা ভাবিয়ে তোলার মতো মন্তব্যসহ প্রস্তুত থাকুন, যা হয়তো একটা পুনর্সাক্ষাতের এবং আরেকবার আধ্যাত্মিক আলোচনার পথ খুলে দিতে পারে। আমরা যদি সত্যের বীজ বপন করার ক্ষেত্রে উদ্যোগী হই, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা সেই লোকেদের হৃদয় খুলে দেবেন, যারা আন্তরিকভাবে তাঁকে জানতে ও তাঁর সেবা করতে চায়।—১ করি. ৩:৬.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. প্রহরীদুর্গ পত্রিকাটি কোন ভূমিকা পালন করে?

২. প্রহরীদুর্গ পত্রিকায় কোন পরিবর্তনগুলো লক্ষ করা গিয়েছে এবং কেন?

৩. পরিচর্যায় কীভাবে পত্রিকাটিকে ব্যবহার করা হবে?

৪. আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া প্রস্তাবিত উপস্থাপনাটি ছাড়াও অন্যান্য উপস্থাপনা ব্যবহার করা কেন উপকারজনক হতে পারে?

৫. তুলে ধরা পত্রিকার জন্য একটা উপস্থাপনা প্রস্তুত করার আগে, আপনাকে কী করতে হবে?

৬. কীভাবে আমরা আমাদের নিজস্ব উপস্থাপনাগুলো প্রস্তুত করতে পারি?

৭. কীভাবে আমরা আমাদের উপস্থাপনাগুলোকে আরও উন্নত করতে পারি?

৮. কোন কোন দিক দিয়ে প্রহরীদুর্গ হল অদ্বিতীয় পত্রিকা?

৯. কীভাবে আমরা একটা পুনর্সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার