নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়
১ আমাদের পত্রিকা ও অন্যান্য প্রকাশনা অর্পণ করার জন্য নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলো নিয়মিতভাবে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত হয়। পরিচর্যায় অংশ নেওয়ার সময়, প্রস্তাবিত এই উপস্থাপনাগুলো যেমন লেখা রয়েছে ঠিক সেভাবেই পুনরাবৃত্তি করার দরকার নেই। সেগুলো আমরা হয়তো যা বলতে পারি সেই বিষয়ে এক সাধারণ ধারণা দেয়। আমরা যদি উপস্থাপনাগুলোকে আমাদের নিজেদের ভাষায় তুলে ধরি, তা হলে সাধারণত আমরা আরও বেশি কার্যকারী হব। স্বাভাবিকভাবে নিজেদের কথা প্রকাশ করা গৃহকর্তাকে স্বচ্ছন্দবোধ করতে সাহায্য করে এবং আন্তরিকতা ও দৃঢ়প্রত্যয়কে প্রতিফলিত করে।—২ করি. ২:১৭; ১ থিষল. ১:৫.
২ আপনার উপস্থাপনাকে উপযোগী করে নিন: সুসমাচার সম্বন্ধীয় আমাদের উপস্থাপনা স্থানীয় রীতিনীতিগুলোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। আপনি কি গৃহকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ও এরপর আলোচনায় আপনার উপস্থাপনাকে তুলে ধরতে পারেন, নাকি আপনার এলাকায় লোকেরা সরাসরি আসল বিষয়টা আশা করে? সেটা স্থান বিশেষে এবং কখনও কখনও এমনকি ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে। এ ছাড়া, বিভিন্ন প্রশ্ন ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণতা প্রয়োজন। কিছু কিছু জায়গায় যে-প্রশ্নগুলো উপযুক্ত সেগুলো হয়তো অন্যান্য জায়গার লোকেদের অস্বস্তিতে ফেলতে পারে। তাই, আমাদের অবশ্যই উত্তম বিচারবুদ্ধি প্রয়োগ করতে হবে এবং আমাদের উপস্থাপনাগুলোকে সেই অনুসারে উপযোগী করে নিতে হবে যা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য।
৩ এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তুত হওয়ার সময় আমাদের লোকেদের পটভূমি ও চিন্তাধারাকে বিবেচনা করা দরকার। উদাহরণস্বরূপ, খুব সম্ভবত আপনি একজন ধর্মপ্রাণ ক্যাথলিক ব্যক্তির সঙ্গে মথি ৬:৯, ১০ পদ যেভাবে আলোচনা করবেন, তার চেয়ে যিনি ‘প্রভুর প্রার্থনার’ সঙ্গে পরিচিত নন সেই ব্যক্তির সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন। আগে থেকে একটু পরিকল্পনা করলে আমরা প্রায়ই আমাদের উপস্থাপনাগুলোকে পরিচর্যায় আমরা যে-লোকেদের দেখা পাই, তাদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপযোগী করে নিতে পারি।—১ করি. ৯:২০-২৩.
৪ এমনকি যখন আমরা নমুনারূপে দেওয়া একটা উপস্থাপনা যেভাবে লেখা আছে প্রায় সেইরকমভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করি, তখনও উত্তম প্রস্তুতির কোনো বিকল্প নেই। যে-প্রবন্ধ অথবা অধ্যায়টি আমরা তুলে ধরার পরিকল্পনা করি এবং আগ্রহ জাগিয়ে তোলার মতো যে-বিষয়গুলো আমরা খুঁজি, সেগুলো আমাদের মনোযোগপূর্বক পড়া উচিত। তারপর আমাদের উপস্থাপনায় এগুলো অন্তর্ভুক্ত করুন। আমাদের প্রকাশনাগুলোতে দেওয়া উত্তম তথ্যের সঙ্গে পরিচিত হওয়ার দ্বারাই একমাত্র আমরা সেগুলোকে উদ্যমের সঙ্গে অর্পণ করতে পারি।
৫ অন্যান্য উপস্থাপনা: আমরা কি শুধুমাত্র নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোতে উল্লেখিত ভূমিকাগুলোই ব্যবহার করব? না। আপনি যদি অন্য কোনো উপস্থাপনা অথবা ভিন্ন একটি শাস্ত্রপদ ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দবোধ করেন, তা হলে সেটি ব্যবহার করুন। বিশেষ করে পত্রিকার ব্যাপারে, প্রচ্ছদ প্রবন্ধগুলো ছাড়া অন্য প্রবন্ধগুলো তুলে ধরার বিভিন্ন সুযোগ খোঁজার জন্য সতর্ক হোন, যা হয়তো আপনার এলাকায় বিশেষভাবে আগ্রহজনক হতে পারে। পরিচর্যা সভায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনাগুলো প্রদর্শন করার সময়, স্থানীয় এলাকায় যেটা কার্যকর সেটা প্রদর্শন করার ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে আমরা সকলে হয়তো কার্যকারীভাবে সুসমাচার উপস্থাপন করার জন্য সাহায্য পেতে পারি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. নমুনারূপে যে-উপস্থাপনাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমাদের কীভাবে দেখা উচিত?
২. উপস্থাপনাগুলো প্রস্তুত করার সময় কেন আমাদের স্থানীয় রীতিনীতিগুলোকে বিবেচনা করা দরকার?
৩. যাদের সঙ্গে আমরা কথা বলি তাদের পটভূমি ও চিন্তাধারা কেন বিবেচনা করবেন?
৪. কেন উত্তম প্রস্তুতি অত্যাবশ্যক?
৫. কেন আমাদের হয়তো এক ভিন্ন উপস্থাপনা প্রস্তুত করার দরকার হতে পারে এবং কীভাবে আমরা তা করতে পারি?