ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ১/১ পৃষ্ঠা ১৬-২১
  • প্রহরীদুর্গ এবং আওয়েক!—সত্যের সময়োপযোগী পত্রিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রহরীদুর্গ এবং আওয়েক!—সত্যের সময়োপযোগী পত্রিকা
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে পত্রিকাগুলি সত্য ঘোষণা করে
  • যে সময়োপযোগী প্রবন্ধগুলি লোকেদের জীবনকে প্রভাবিত করে
  • অন্যদের সাথে সেগুলি ভাগ করে নিন!
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি পত্রিকাগুলি পড়েন?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • লোকেদের নির্দিষ্ট আগ্রহ স্পর্শকারী প্রবন্ধগুলি নির্বাচন করুন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ১/১ পৃষ্ঠা ১৬-২১

প্রহরীদুর্গ এবং আওয়েক!​—⁠সত্যের সময়োপযোগী পত্রিকা

“সদাপ্রভু, সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ।”​—⁠গীতসংহিতা ৩১:⁠৫.

১, ২. (ক) একজন ভগ্নী, প্রহরীদুর্গে যা পড়েছিলেন, সেই সম্বন্ধে কী মনে করেছিলেন? (খ) আমাদের পত্রিকাগুলি সম্বন্ধে কী প্রশ্ন করা হয়?

“অনেক ধন্যবাদ,” একজন খ্রীষ্টীয় ভগ্নী লিখেছিলেন, “প্রহরীদুর্গে দেওয়া ‘সঙ্কটের সময় আপনি সান্ত্বনা পেতে পারেন’ প্রবন্ধটির অপূর্ব বিষয়বস্তুর জন্যa আপনারা যে বিষয়গুলি উল্লেখ করেছেন, তার মধ্যে ঠিক আমার অনুভূতি প্রকাশ করে; এই প্রবন্ধটি যেন সরাসরি আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রথমবার পড়ার সময়ে, আমার চোখে জল এসে গিয়েছিল। আমি কী অনুভব করি তা যে অন্য কেউ বোঝে, তা জানতে পারা কত আনন্দের বিষয়! যিহোবার একজন সাক্ষী হওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ। অদূর ভবিষ্যতে পরমদেশে অনন্ত জীবনের প্রতিজ্ঞা এবং এখন, মনের সান্ত্বনা আর কোথায় পাওয়া যেতে পারে! ধন্যবাদ। সহস্র সহস্র ধন্যবাদ।”

২ আপনি কি কখনও এইরকম বোধ করেছেন? কখনও কি মনে হয়েছে যে প্রহরীদুর্গ অথবা তার সহযোগী পত্রিকা আওয়েক!এর কোন প্রবন্ধ বিশেষত আপনার জন্য লেখা হয়েছে? আমাদের পত্রিকায় কী আছে যা লোকেদের আকর্ষণ করে? পত্রিকাগুলিতে যে জীবনদায়ী বার্তা আছে তা থেকে উপকৃত হতে অন্যদের আমরা কিভাবে সাহায্য করতে পারি?​—⁠১ তীমথিয় ৪:১৫.

যে পত্রিকাগুলি সত্য ঘোষণা করে

৩. উপযুক্তরূপেই, কোন্‌ কারণগুলির জন্য প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকা বহু পাঠক-পাঠিকাদের হৃদয় স্পর্শ করেছে?

৩ যিহোবা হলেন “সত্যের ঈশ্বর।” (গীতসংহিতা ৩১:⁠৫) তাঁর বাক্য, বাইবেল হল সত্যের বই। (যোহন ১৭:১৭) সহৃদয় ব্যক্তিরা সত্যের প্রতি সাড়া দেন। (তুলনা করুন যোহন ৪:​২৩, ২৪.) প্রহরীদুর্গ এবং আওয়েক! যে লক্ষ লক্ষ পাঠক-পাঠিকাদের হৃদয় স্পর্শ করেছে তার একটি কারণ হল যে এই পত্রিকাগুলিতে যথার্থতা এবং সত্য আছে। বস্তুতপক্ষে, বাইবেলের সত্যের প্রতি বিশ্বস্ততা প্রসঙ্গেই প্রহরীদুর্গ প্রকাশিত করা শুরু হয়েছিল।

৪, ৫. (ক) কোন্‌ ঘটনাবলীর জন্য সি. টি. রাসেল প্রহরীদুর্গের প্রকাশনা শুরু করেছিলেন? (খ) “বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাসেদের” দ্বারা কিভাবে প্রহরীদুর্গ পত্রিকা ব্যবহৃত হয়?

৪ আঠারোশো ছিয়াত্তর সালে, চার্লস টি. রাসেল, রোচেস্টার, নিউ ইয়র্কের নেল্‌সন এইচ্‌. বারবারের সংস্পর্শে এসেছিলেন। বার্‌বারের মাসিক ধর্মীয় পত্রিকা, হেরাল্ড অফ দ্যা মর্নিং আবার প্রকাশিত করার জন্য রাসেল প্রয়োজনীয় অর্থ দিয়েছিলেন, যে পত্রিকার প্রধান সম্পাদক হলেন বার্‌বার এবং রাসেল হলেন সহকারী সম্পাদক। কিন্তু দেড় বছর পরে, হেরাল্ডের আগস্ট ১৮৭৮ সংখ্যায়, বার্‌বার একটি প্রবন্ধ লিখেছিলেন যেখানে খ্রীষ্টের মৃত্যুর পরিত্রাণ-মূল্যকে অস্বীকার করা হয়েছিল। রাসেল, যিনি বার্‌বারের থেকে ৩০ বছর ছোট ছিলেন, তার পরের সংখ্যাতেই একটি প্রবন্ধের মাধ্যমে মুক্তির মূল্যের গুরুত্ব উল্লেখ করে এর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে “ঈশ্বরের বাক্যে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার” মধ্যে মুক্তির মূল্য অন্যতম। (মথি ২০:২৮) বার্‌বারের সাথে শাস্ত্র অনুযায়ী বার বার যুক্তি করার চেষ্টা করার পরে, রাসেল শেষ পর্যন্ত হেরাল্ডের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই পত্রিকার জুন ১৮৭৯ সংখ্যা থেকে শুরু করে, সহকারী সম্পাদক হিসাবে আর রাসেলের নাম প্রকাশিত হত না। এক মাস পরে, ২৭-বছর বয়স্ক রাসেল সিয়োনের প্রহরীদুর্গ এবং খ্রীষ্টের উপস্থিতির ঘোষণাকারী (এখন যা প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে হিসাবে পরিচিত) প্রকাশিত করতে শুরু করেন, যা প্রথম থেকে মুক্তির মূল্যের মত শাস্ত্রীয় সত্যকে স্বীকৃতি দিয়েছে।

৫ গত ১১৪ বছর ধরে, একজন সুদক্ষ উকিলের মত, প্রহরীদুর্গ বাইবেলের সত্য এবং মতবাদকে সমর্থন করে আসছে। আর এইভাবে তা লক্ষ লক্ষ প্রশংসাকারী পাঠকের আস্থা অর্জন করেছে। এখনও দৃঢ়ভাবে তা মুক্তির মূল্যকে সমর্থন করে। (উদাহরণস্বরূপ, ফেব্রুয়ারি ১৫, ১৯৯১ সংখ্যাটি দেখুন।) আর যিহোবার প্রতিষ্ঠিত রাজ্য এবং “উপযুক্ত সময়ে” আত্মিক খাদ্য দেওয়ার জন্য এখনও তা “বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাস” ও তার পরিচালক গোষ্ঠীর প্রধান অস্ত্র হয়ে আছে।​—⁠মথি ২৪:​১৪, ৪৫.

৬, ৭. স্বর্ণযুগের উদ্দেশ্য সম্বন্ধে কী বলা হয়েছে এবং কী দেখায় যে লোকেরা তার বার্তার প্রতি সাড়া দিয়েছিল?

৬ আওয়েক! পত্রিকা সম্বন্ধে কী? প্রথম থেকেই, আওয়েক! পত্রিকাও সত্য ঘোষণা করে এসেছে। প্রথমে স্বর্ণযুগ নামে এই পত্রিকাটি জনসাধারণের কাছে বিতরণের জন্য তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য সম্বন্ধে, অক্টোবর ১, ১৯১৯ তারিখের প্রথম সংখ্যাটিতে বলা হয়েছিল: “পত্রিকাটির উদ্দেশ্য হল ঐশ্বরিক প্রজ্ঞার ভিত্তিতে বর্তমান জগতের চাঞ্চল্যকর ঘটনাগুলির প্রকৃত অর্থ ব্যাখ্যা করা এবং চিন্তাশীল ব্যক্তিদের কাছে নির্ভরযোগ্য ও অকাট্য প্রমাণ দেওয়া যে মানবজাতির পক্ষে আরো বেশি আশীর্বাদ পাওয়ার সময় এখন সন্নিকট।” চিন্তাশীল ব্যক্তিরা স্বর্ণযুগের বার্তার প্রতি সাড়া দিয়েছিলেন। বহু বছর ধরে পত্রিকাটির বিতরণ-সংখ্যা প্রহরীদুর্গের চাইতেও বেশি ছিল।b

৭ প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকার আকর্ষণ কিন্তু শুধুমাত্র এইজন্য নয় যে সেগুলিতে মতবাদসংক্রান্ত সত্য প্রকাশিত হয় এবং সেগুলি জগতের পরিস্থিতির ভাববাণীমূলক গুরুত্ব ব্যাখ্যা করে। বিশেষত গত এক-দুই দশকের মধ্যে, আরেকটি কারণের জন্য আমাদের পত্রিকাগুলি লোকেদের হৃদয় স্পর্শ করেছে।

যে সময়োপযোগী প্রবন্ধগুলি লোকেদের জীবনকে প্রভাবিত করে

৮. মণ্ডলীর মধ্যে কোন্‌ প্রভাব থেকে তার পাঠকদের দূরে থাকতে বলার জন্য যিহূদা তার লেখায় কী পরিবর্তন করেছিলেন?

৮ যীশু খ্রীষ্টের মৃত্যু এবং পুনরুত্থানের প্রায় ৩০ বছর পরে, বাইবেল লেখক যিহূদা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। খ্রীষ্টানদের মধ্যে অনৈতিক, পাশবিক লোকেরা ঢুকে পড়েছিল। যিহূদা তার সহখ্রীষ্টানদের একটি মতবাদসংক্রান্ত বিষয় সম্বন্ধে লিখতে চেয়েছিলেন​—⁠যে পরিত্রাণ সকল অভিষিক্ত খ্রীষ্টানদের আছে। কিন্তু, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে, মণ্ডলীর মধ্যে মন্দ প্রভাব প্রতিরোধ করতে তার পাঠকদের উৎসাহ দেওয়ার প্রয়োজন তিনি বোধ করেছিলেন। (যিহূদা ৩, ৪, ১৯-২৩) পরিস্থিতি অনুযায়ী, যিহূদা তার খ্রীষ্টীয় ভাইদের জন্য প্রয়োজনীয় এবং সময়োপযোগী উপদেশ দিয়েছিলেন।

৯. আমাদের পত্রিকাগুলির জন্য সময়োপযোগী প্রবন্ধ প্রস্তুত করার সঙ্গে কী জড়িত আছে?

৯ একইভাবে, আমাদের পত্রিকাগুলির জন্য সময়োপযোগী প্রবন্ধ প্রস্তুত করাও একটি গুরুদায়িত্ব। সময়ের পরিবর্তন হয়, মানুষেরও পরিবর্তন হয়​—⁠মাত্র দশ-কুড়ি বছর আগে তাদের প্রয়োজন এবং আগ্রহ যা ছিল এখন আর তা থাকে না। একজন ভ্রমণকারী অধ্যক্ষ সম্প্রতি জানিয়েছেন: “আমি যখন ১৯৫০এর দশকে সাক্ষী হয়েছিলাম, তখন লোকেদের সাথে বাইবেল অধ্যয়ন করার সময় প্রধানত মতবাদ নিয়ে কথা বলা হত​—⁠ত্রিত্ব, নরকাগ্নি, আত্মা, ইত্যাদি সম্বন্ধে সত্য তাদের জানানো হত। কিন্তু এখন, লোকেদের জীবনে এতরকম সমস্যা ও জটিলতা আছে যে আমাদের শিখাতে হয় কিভাবে জীবনযাপন করতে হবে।” কেন এই অবস্থা হয়েছে?

১০. মানুষের অবস্থা যে ১৯১৪ সাল থেকে ক্রমাগত আরও খারাপ হয়ে আসছে, তার জন্য আমাদের আশ্চর্য হওয়া উচিত নয় কেন?

১০ “শেষকাল” সম্বন্ধে বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল: “দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া, উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে।” (২ তীমথিয় ৩:​১, ১৩) সুতরাং, ১৯১৪ সালে শেষকাল শুরু হওয়া থেকে মানুষের অবস্থা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, সেই বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। শয়তান যার হাতে এখন খুবই অল্প সময় আছে, সে মানবসমাজের উপরে সবচেয়ে বেশি করে তার ক্রোধ প্রকাশ করছে। (প্রকাশিত বাক্য ১২:​৯, ১২) যার ফলে, ৩০-৪০ বছর আগের তুলনায়, নৈতিক এবং পারিবারিক মান এখন অনেক আলাদা হয়ে পড়েছে। লোকে আর আগেকার মত ধর্মীয় মনোভাব রাখে না। অপরাধ এত বেড়ে গেছে যে মানুষের এমন সব প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে যার কথা মাত্র ২০-৩০ বছর আগে কেউ শোনেওনি।​—⁠মথি ২৪:১২.

১১. (ক) লোকেদের মনে এখন কী ধরনের বিষয় আছে এবং সেই প্রয়োজনের প্রতি বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাসশ্রেণী কিভাবে সাড়া দিয়েছে? (খ) প্রহরীদুর্গ অথবা আওয়েক! পত্রিকার কোন্‌ প্রবন্ধ আপনার জীবনকে প্রভাবিত করেছে, এমন একটি উদাহরণ দিন।

১১ সুতরাং মানসিক, সামাজিক এবং পারিবারিক প্রসঙ্গ যে লোকেদের মনে রয়েছে, তা আশ্চর্যের বিষয় নয়। বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাসশ্রেণী, মানুষের প্রকৃত প্রয়োজন অনুযায়ী প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকায় উপযুক্ত সময়ে মর্মস্পর্শী প্রবন্ধ প্রকাশিত করেছেন। কিছু উদাহরণ বিবেচনা করুন।

১২. (ক) এক-অভিভাবক পরিবার সম্বন্ধে প্রবন্ধগুলি কেন ১৯৮০ সালের প্রহরীদুর্গের জন্য প্রস্তুত করা হয়েছিল? (খ) এক-অভিভাবক পরিবার সম্বন্ধে প্রবন্ধগুলির প্রতি একজন ভগ্নী কিভাবে তার উপলব্ধি প্রকাশ করেছিলেন?

১২ পারিবারিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী পরিসংখ্যান যখন এক-অভিভাবক পরিবারের সংখ্যায় দ্রুত বৃদ্ধি দেখাতে লাগল, তখন প্রহরীদুর্গের সেপ্টেম্বর ১৫, ১৯৮০ সংখ্যাটির জন্য “এক-অভিভাবক পরিবার​—⁠সমস্যার মোকাবিলা করা” শিরোনামের অধীনে নতুন কিছু প্রবন্ধে প্রস্তুত করা হয়েছিল। প্রবন্ধগুলির দুটি উদ্দেশ্য ছিল: (১) এক অভিভাবকদের অদ্ভুত সমস্যাগুলির সম্মুখীন হতে সাহায্য করা এবং (২) অন্যদের অবগত করা, যাতে তারা “সমবেদনা” দেখাতে পারে এবং এক-অভিভাবক পরিবারগুলির “দেখাশোনা” করতে পারে। (১ পিতর ৩:৮; যাকোব ১:২৭) বহু পাঠক-পাঠিকা সেই প্রবন্ধগুলির জন্য উপলব্ধি প্রকাশ করে চিঠি লিখেছিলেন। “প্রচ্ছদপৃষ্ঠাটি দেখে আমার চোখে জল এসে গিয়েছিল,” একজন মা লিখেছিলেন, “আর পত্রিকাটি খুলে ভিতরের তথ্য যখন পড়লাম তখন যিহোবার প্রতি কৃতজ্ঞতায় আমার হৃদয় ভরে উঠেছিল কারণ তিনি উপযুক্ত সময়ে সেই তথ্য দিয়েছিলেন।”

১৩. মানসিক অবসাদ সম্বন্ধে, ১৯৮১ সালে গভীরভাবে কী আলোচনা করা হয়েছিল এবং সেই সম্বন্ধে একজন পাঠিকা কী বলেছেন?

১৩ মানসিক প্রসঙ্গ। মানসিক অবসাদ সম্বন্ধে, ১৯৬০ দশক থেকেই প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকায় আলোচনা করা হয়েছে। (১ থিষলনীকীয় ৫:১৪) কিন্তু সেপ্টেম্বর ৮, ১৯৮১ সালের আওয়েক! পত্রিকায়, “আপনি মানসিক অবসাদের মোকাবিলা করতে পারেন!” প্রচ্ছদ প্রবন্ধের মাধ্যমে নতুন করে এবং ইতিবাচকভাবে এই বিষয়ে আলোকপাত করা হয়েছিল। শীঘ্রই সারা পৃথিবী থেকে উপলব্ধিমূলক চিঠি ওয়াচ টাওয়ার সোসাইটির কাছে আসতে লাগল। “কিভাবে আমার হৃদয়ের অনুভূতি আমি লিখে প্রকাশ করতে পারি?” একজন ভগ্নী লিখেছিলেন। “আমার বয়স ২৪, আর গত দশ বছর ধরে বহুবার আমি মানসিক অবসাদে ভুগেছি। কিন্তু এখন আমি যিহোবার আরও কাছে আছি বলে মনে করি এবং অবসাদগ্রস্ত ব্যক্তিদের জন্য আমি কৃতজ্ঞ বোধ করি, আর আপনাদের তা জানাতে চাই।”

১৪, ১৫. (ক) আমাদের পত্রিকাগুলিতে, শিশুদের প্রতি দুর্ব্যবহার সম্বন্ধে কিভাবে আলোচনা করা হয়েছে? (খ) কোন্‌ প্রবন্ধগুলি অস্ট্রেলিয়ার একজন জকিকে প্রভাবিত করেছিল?

১৪ সামাজিক প্রসঙ্গ। বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে “শেষ কালে” মানুষে “আত্মপ্রিয়, . . . স্নেহরহিত, . . . অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্‌বিদ্বেষী” হয়ে উঠবে। (২ তীমথিয় ৩:​১-৩) সুতরাং, আমাদের আশ্চর্য হওয়া উচিত নয় যে শিশুদের প্রতি দুর্ব্যবহার বর্তমানে সাধারণ হয়ে উঠেছে। অক্টোবর ১, ১৯৮৩ সালের প্রহরীদুর্গে “অজাচারের শিকারদের জন্য সাহায্য” প্রবন্ধে এই বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছিল। আট বছর পর, অক্টোবর ৮, ১৯৯১ তারিখের আওয়েক! পত্রিকার প্রচ্ছদ প্রবন্ধ, “শিশুদের প্রতি দুর্ব্যবহারের আঘাত মুছে ফেলা” সাবধানে যত্নের সাথে প্রস্তুত করা হয়েছিল যাতে এর দ্বারা প্রভাবিত ব্যক্তিদের আশা দেওয়া যায় এবং অন্যদের জানানো যায় কিভাবে তারা সাহায্য করতে পারে। আমাদের পত্রিকাগুলির ইতিহাসে, এই প্রবন্ধগুলির জন্য আমাদের পাঠকদের থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গিয়েছিল। একজন পাঠক লিখেছিলেন: “এই প্রবন্ধগুলিতে দেওয়া সান্ত্বনাদায়ক চিন্তাধারা এবং শাস্ত্রীয় উদ্ধৃতিগুলিতে, সুস্থ্য হয়ে ওঠার জন্য আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। যিহোবা যে আমার সম্বন্ধে খারাপ কিছু মনে করেন না তা জেনে আমি খুবই আশ্বস্ত হয়েছিলাম। আমি যে একা নই, তাও অনেকটা সান্ত্বনা দিয়েছিল।”

১৫ অস্ট্রেলিয়ার মেল্‌বোর্ন থেকে একজন জকি ওয়াচ টাওয়ার সোসাইটির সিড্‌নি শাখায় দূর-পাল্লার ফোন করে ঘোড়-দৌড়ের পরিবেশ সম্বন্ধে তার বিতৃষ্ণা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে এইমাত্র তিনি “ধর্ষণ​—⁠নারীর এক দুঃস্বপ্ন,” এই বিষয়ের উপরে মার্চ ৮ তারিখের আওয়েক! পত্রিকাটি পড়েছেন আর তিনি চিন্তাই করতে পারেননি যে এইরকম একটি মূল্যবান পত্রিকার অস্তিত্ব থাকতে পারে। প্রায় ৩০ মিনিট ধরে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং সেগুলির উত্তর পেয়ে খুবই খুশি হয়েছিলেন।

১৬. আমাদের পত্রিকাগুলির প্রতি আপনি কিভাবে উপলব্ধি দেখাতে পারেন?

১৬ আপনার সম্বন্ধে কী? প্রহরীদুর্গ অথবা আওয়েক!এ প্রকাশিত কোন প্রবন্ধ কি আপনার হৃদয় স্পর্শ করেছে? যদি করে, তাহলে সন্দেহ নেই যে আমাদের পত্রিকাগুলির প্রতি আপনি গভীর কৃতজ্ঞতা আপনি প্রদর্শন করতে পারেন? অবশ্যই, প্রত্যেকটি সংখ্যা পড়ার মাধ্যমে। আর এই মূল্যবান পত্রিকাগুলিকে যথাসম্ভব বিতরণ করায় আপনি অংশও নিতে পারেন। তা কিভাবে করা যেতে পারে?

অন্যদের সাথে সেগুলি ভাগ করে নিন!

১৭. পত্রিকার বিতরণ বাড়াতে মণ্ডলীগুলি কী করতে পারে?

১৭ প্রথমে, প্রত্যেকটি মণ্ডলীর কিছু করণীয় রয়েছে। ইন্‌ফরমান্টের (এখন আমাদের রাজ্যের পরিচর্য্যা) ডিসেম্বর ১৯৫২ সংখ্যাটি জানিয়েছিল: “পত্রিকাগুলি বিতরণ করার সবচেয়ে কার্যকারী উপায় হল ঘরে ঘরে এবং দোকানে দোকানে সেগুলি দেওয়া। সুতরাং সমিতি প্রস্তাব দিয়েছে যে এই কাজ যেন পত্রিকা দিবস পরিচর্যার একটি নিয়মিত অংশ হয়।” এই উপদেশ বর্তমানেও প্রযোজ্য। মণ্ডলীগুলি নিয়মিতভাবে একটি পত্রিকা দিবস রাখতে পারে, যে দিন প্রধানত পত্রিকার দ্বারা প্রচার করা হবে। অধিকাংশ মণ্ডলীর ক্ষেত্রে, সাধারণত একটি নির্দিষ্ট শনিবার উপযুক্ত সময় হবে। হ্যাঁ, প্রত্যেকটি মণ্ডলীর উচিত একটি বিশেষ দিন অথবা সন্ধ্যা পত্রিকার দ্বারা প্রচারের জন্য রাখা​—⁠ঘরে ঘরে, দোকানে দোকানে, রাস্তায় কাজে এবং পত্রিকা রুটে। এছাড়াও, আপনি, রাজ্যের একজন প্রকাশক, পত্রিকার বিতরণ বাড়াতে কী করতে পারেন?

১৮, ১৯. প্রহরীদুর্গ এবং আওয়েক! সম্বন্ধে সচেতন হওয়া কিভাবে পত্রিকা বিতরণ করতে আপনাকে সাহায্য করবে? (খ) পত্রিকা দেওয়ার সময়ে ছোট, উপযুক্ত ভূমিকার সুবিধা কী? (গ) কিভাবে লোকের বাড়িতে পত্রিকাগুলি নিয়ে যাওয়ার মূল্য প্রকাশ পায়?

১৮ “প্রহরীদুর্গ” এবং “আওয়েক!” সম্বন্ধে সচেতন হওয়া প্রথম ধাপ হতে পারে। আগে থেকে পত্রিকাগুলি পড়ে রাখুন। প্রত্যেকটি প্রবন্ধ পড়ার সময়ে নিজেকে জিজ্ঞাসা করুন, ‘এই প্রবন্ধটি কাদের আগ্রহ জাগাবে?’ প্রবন্ধটির প্রতি আগ্রহ জাগানোর জন্য কী বলতে পারেন সেই সম্বন্ধে চিন্তা করুন। নিয়মিত পত্রিকা দিবসকে সমর্থন করা ছাড়াও, আপনার সঙ্গে কিছু কপি রাখুন না কেন যাতে সেগুলি অন্যদের দেওয়ার প্রত্যেকটি সুযোগ আপনি গ্রহণ করতে পারেন​—⁠কোথাও যাওয়ার বা বাজার করার সময়ে সহকর্মী, প্রতিবেশী, সহপাঠী বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলবার সময়ে?

১৯ দ্বিতীয় পরামর্শটি হল আপনার উপস্থাপনা সাধারণ রাখুন। ডিসেম্বর ১, ১৯৫৬ প্রহরীদুর্গ জানিয়েছিল “পত্রিকা দেওয়ার সময়ে ছোট এবং উপযুক্ত উপস্থাপনাই সবচেয়ে ভাল। আমাদের উদ্দেশ্য হল অনেকগুলি পত্রিকা বিতরণ করা। সেগুলি নিজেরাই ‘কথা বলবে।’” কিছু প্রকাশক দেখেছেন যে কোন প্রবন্ধ থেকে একটি বিষয় বেছে নিয়ে, অল্প কথায় সেই সম্বন্ধে কিছু বলে পত্রিকাটি দেখানোয় ফল পাওয়া যায়। একবার বাড়ির ভিতরে গেলে, আপনি যাকে দিয়েছিলেন, তিনি ছাড়াও অন্যদের সঙ্গে পত্রিকাগুলি ‘কথা’ বলবে। আয়ারল্যাণ্ডে, বিশ্ববিদ্যালয়ের একজন যুবতী ছাত্রী প্রহরীদুর্গ পত্রিকার সেপ্টেম্বর ১, ১৯৯১ সংখ্যাটি পড়েছিল, যেটি তার পিতা একজন সাক্ষীর কাছ থেকে নিয়েছিলেন। ভাববিনিময় এবং অন্যান্য বিষয় সম্বন্ধে প্রবন্ধগুলি তার আগ্রহ জাগিয়ে তুলেছিল। পত্রিকাটি পড়ার পরেই, সে ফোনের বই থেকে নম্বর নিয়ে সাক্ষীদের ফোন করেছিল। শীঘ্রই বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল আর সেই যুবতীটি জুলাই ১৯৯৩ সালে “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনে বাপ্তিস্ম নিয়েছিল। যে কোন ভাবে, আসুন আমরা চেষ্টা করি পত্রিকাগুলি যেন বাড়ির ভিতরে যায়, যেখানে সেগুলি লোকেদের সাথে “কথা” বলতে পারবে! একজন ভ্রমণকারী অধ্যক্ষ আরেকটি সাধারণ উপদেশ দিয়েছিলেন: “আপনার বইয়ের ব্যাগ থেকে পত্রিকাগুলি বার করুন।” আপনি যা বলবেন তাতে যদি গৃহকর্তা আগ্রহী না হয়, তাহলে হয়ত সেগুলির আকর্ষণীয় প্রচ্ছদচিত্র আপনার হয়েই পত্রিকাগুলি অর্পণ করে দেবে।

২০, ২১. (ক) পত্রিকার কাজে অংশ নেওয়ার সময়ে আপনি কিভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন? (খ) প্রত্যেক মাসে আরও বেশি পত্রিকা বিতরণ করার জন্য আপনি কী করতে পারেন?

২০ তৃতীয় উপদেশটি হল যে পরিস্থিতির সাথে মানিয়ে নিন। (তুলনা করুন ১ করিন্থীয় ৯:​১৯-২৩) কয়েকটি ছোট উপস্থাপনা প্রস্তুত করুন। পুরুষদের কাছে আকর্ষণীয় একটি প্রবন্ধ বেছে নিন, মহিলাদের জন্য আরেকটি। যুবকযুবতীদের জন্য, আপনি হয়ত “যুবকযুবতীদের জিজ্ঞাস্য . . . ” প্রবন্ধটি দেখাতে পারেন। কখন আপনি পত্রিকার কাজ করবেন সেই বিষয়েও পরিবর্তন করতে সক্ষম হোন। পত্রিকা দিবস ছাড়াও, আপনি হয়ত দেখবেন যে সন্ধ্যাবেলায় সাক্ষ্য দেওয়া হল ঘরে ঘরে পত্রিকা বিতরণ করার খুব ভাল সুযোগ।

২১ চতুর্থ উপদেশটি হল ব্যক্তিগত লক্ষ্য রাখুন। এপ্রিল ১৯৮৪ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যার “পত্রিকাগুলি জীবনের পথ নির্দেশ করে” ইনসার্টে জানানো হয়েছিল: “উপদেশ হিসাবে, পরিস্থিতি অনুযায়ী প্রকাশকেরা মাসে ১০টি পত্রিকা বিতরণ করার চেষ্টা করতে পারেন। অবশ্য, কিছু প্রকাশক মাসে আরও বেশি পত্রিকা বিতরণ করতে সক্ষম হতে পারেন, সুতরাং তারা আরো বেশি পত্রিকা বিতরণ করার ব্যক্তিগত লক্ষ্য রাখতে পারেন। যাইহোক, স্বাস্থ্য ভাল না হওয়ার জন্য, বিভিন্ন ধরনের ক্ষেত্রের জন্য, অথবা অন্যান্য কারণের জন্য অন্যেরা কম লক্ষ্য স্থাপন করতে পারেন। কিন্তু যিহোবার প্রতি তাদের সেবা ঠিক একই রকম যোগ্য হয়। (মথি ১৩:২৩; লূক ২১:​৩, ৪) গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করা।”

২২. সত্যের এই সময়োপযোগী পত্রিকাগুলির জন্য আমরা যে যিহোবার কাছে কৃতজ্ঞ তা আমরা কিভাবে দেখাতে পারি?

২২ “সত্যের ঈশ্বর” যিহোবা যে বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাসশ্রেণী ও তাদের পরিচালক গোষ্ঠীর মাধ্যমে এই সময়োপযোগী পত্রিকাগুলি আমাদের দিয়েছেন, সেইজন্য আমরা কত কৃতজ্ঞ! (গীতসংহিতা ৩১:⁠৫) যতক্ষণ যিহোবার ইচ্ছা থাকবে, এই পত্রিকাগুলি মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ করে যাবে। নৈতিকতা সম্বন্ধে যিহোবার উচ্চ মান সেগুলি ক্রমাগত তুলে ধরবে। সঠিক মতবাদ ঘোষণা করা থেকে সেগুলি বিরত হবে না। আর শেষকাল যে সেই সময়, যখন ঈশ্বরের রাজ্য শাসন করছে এবং ক্রমবর্ধমান সংখ্যায় যিহোবার সত্য উপাসকেরা যে সবচেয়ে বেশি করে ঈশ্বরের ইচ্ছা পালন করছে সেই সম্বন্ধে ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা দিকে সেগুলি ক্রমাগত মনোযোগ আকর্ষণ করবে। (মথি ৬:১০; প্রকাশিত বাক্য ১১:১৫) প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকার মাধ্যমে আমাদের কাছে কী অমূল্য সম্পদ রয়েছে। এই গুরুত্বপূর্ণ পত্রিকাগুলি, যা মানুষের হৃদয় স্পর্শ করে এবং রাজ্যের সত্য ঘোষণা করে, তা নম্র ব্যক্তিদের কাছে নিয়ে যেতে আমরা যেন প্রত্যেকটি সুযোগ গ্রহণ করি।

[পাদটীকাগুলো]

a অক্টোবর/জুলাই ১৫, ১৯৯২, পৃষ্ঠা ১৯-২২.

b বহু বছর ধরে মনে করা হত যে প্রহরীদুর্গ বিশেষত অভিষিক্ত খ্রীষ্টানদের জন্য একটি পত্রিকা। কিন্তু ১৯৩৫ সাল থেকে শুরু করে, “বিস্তর লোক,” যাদের আশা হল পৃথিবীতে অনন্ত জীবন পাওয়া, তাদের উৎসাহ দেওয়া হতে লাগল প্রহরীদুর্গ নিতে এবং পড়তে। (প্রকাশিত বাক্য ৭:⁠৯) কয়েক বছর পরে, ১৯৪০ সালে, নিয়মিতভাবে রাস্তায় লোকেদের কাছে প্রহরীদুর্গ পরিবেশন করা হত। তার পর থেকে, বিতরণ-সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে লাগল।

আপনার উত্তর কী হবে?

▫ কী দেখায় যে প্রহরীদুর্গ এবং আওয়েক! হল সত্যের পত্রিকা?

▫ প্রহরীদুর্গ এবং আওয়েক! কিভাবে মানুষের জীবন স্পর্শ করেছে?

▫ পত্রিকার বিতরণ বাড়িয়ে তুলতে মণ্ডলীগুলি কী করতে পারে?

▫ আরও বেশি পত্রিকা অর্পণ করতে কোন্‌ উপদেশগুলি আপনাকে সাহায্য করতে পারে?

[১৮ পৃষ্ঠার বাক্স]

কিছু প্রবন্ধ যা মানুষের হৃদয় স্পর্শ করেছে

বহু বছর ধরে, বহু পাঠক-পাঠিকা প্রহরীদুর্গ এবং আওয়েক! পত্রিকায় প্রকাশিত কিছু বিশেষ প্রবন্ধ সম্বন্ধে উপলব্ধি জানিয়ে চিঠি লিখেছেন। যে বহু বিষয়গুলি আমাদের পাঠক-পাঠিকাদের প্রভাবিত করেছে, তার কয়েকটি নিচে দেওয়া হল। এই প্রবন্ধগুলি অথবা অন্যান্য প্রবন্ধ কি আপনার জীবনে পরিবর্তন নিয়ে এসেছে?

প্রহরীদুর্গ

“গোপন দোষ অতিক্রম করতে ঈশ্বরের সাহায্য গ্রহণ করুন” (এপ্রিল ১৫ ১৯৮৫)

“বয়স্ক পিতামাতাদের প্রতি ঐশ্বরিক ভক্তি দেখানো” (ডিসেম্বর ১, ১৯৮৭)

“এক উদ্দেশ্যসহ শিক্ষা” (ফেব্রুয়ারি ১, ১৯৯৩)

আওয়েক!

“আপনি মানসিক অবসাদের মোকাবিলা করতে পারেন!” (সেপ্টেম্বর ৮, ১৯৮১)

“যখন আপনার কোন প্রিয়জন মারা যায় . . . ” (ফেব্রুয়ারি ৮, ১৯৮৬)

“আপনার ছেলেমেয়েদের রক্ষা করুন!” (অক্টোবর ৮, ১৯৯৩)

[১৯ পৃষ্ঠার চিত্র]

ক্যানাডাতে​—⁠পত্রিকার সাহায্যে ঘরে ঘরে প্রচার কাজ

[Pictures on page 20]

মিয়ানমারে​—⁠যে পত্রিকা জীবনের পথে নিয়ে যায় তা অর্পণ করা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার