আপনি কি পত্রিকাগুলি পড়েন?
১ আফ্রিকার এক মিশনারি দম্পতি আমাদের পত্রিকাগুলি সম্বন্ধে এই মন্তব্যটি করেছিলেন: “প্রহরীদুর্গ আমাদেরকে আমাদের এলাকায় আধ্যাত্মিকভাবে সজাগ থাকতে সাহায্য করে। প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা উৎসাহ ও শক্তি পেয়ে থাকি।” আপনিও কি আমাদের পত্রিকাগুলির জন্য এইরকমই অনুভব করেন? আর সেগুলি পড়ার জন্য কি আপনি খুবই উৎসুক?
২ পত্রিকার প্রবন্ধগুলি অল্প কিছু সময়ের মধ্যে পড়ে ফেলা গেলেও সেগুলিকে প্রস্তুত করতে বেশ অনেক সময় লাগে। এটি জানার পর এখন আপনি কি শুধু প্রবন্ধগুলিতে উপর উপর চোখ বুলাবেন, কিংবা ছবিগুলি দেখবেন অথবা মাঝে মধ্যে আপনার চোখে লেগে গেল এমন দু একটা প্রবন্ধ পড়বেন? বিজ্ঞতার কাজ হবে তার চাইতেও বেশি কিছু করা। আমাদের পত্রিকাগুলির প্রতিটি সংখ্যার প্রত্যেকটি প্রবন্ধ পড়া ও বিশ্লেষণ করার জন্য আমাদের সময় করে নেওয়া উচিত। সময়োপযোগী আধ্যাত্মিক খাদ্যের জন্য প্রহরীদুর্গ হল আমাদের মুখ্য পত্রিকা। সচেতন থাক! পত্রিকা বিভিন্ন বিষয়ের উপর আগ্রহজনক ও তথ্যমূলক প্রবন্ধগুলি প্রকাশ করে থাকে। এই পত্রিকাগুলি পড়ে আমরা যা শিখি তা শুধু আমাদের আধ্যাত্মিকভাবে শক্তিশালীই করে না কিন্তু সেইসঙ্গে পরিচর্যায় আরও কার্যকারীভাবে অংশ নেওয়ার জন্য আমাদের তৈরি করে। আমরা নিজেরা যদি পত্রিকাগুলির বিশ্বস্ত পাঠক হই, তাহলে অন্যদের কাছে সেগুলি অর্পণ করার জন্য আমরা খুবই উদ্যোগী হয়ে উঠব।
৩ কিভাবে পড়ার অভ্যাসকে বাড়ানো যায়: আপনি যাতে পত্রিকাগুলি নিয়মিতভাবে পড়ে চলতে পারেন তার জন্য কোন ব্যবস্থা কি আপনি নিতে পারেন? নিচের প্রস্তাবনা দুটি অনেকের কাজে এসেছে। (১) নিয়মিত পড়ার জন্য একটি তালিকা বানান। প্রতিদিন মাত্র ১০ কিংবা ১৫ মিনিট পড়লেই সপ্তাহের শেষে এসে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এক সপ্তাহের মধ্যে আপনি কতখানি পড়ে ফেলেছেন। (২) আপনি যতখানি পড়েছেন সেটিকে চিহ্নিত করে রাখার ব্যবস্থা করুন। হয়ত যে প্রবন্ধগুলি আপনার পড়া হয়ে গেছে সেগুলির শুরুতে আপনি একটা চিহ্ন দিয়ে রাখতে পারেন। তা না করলে, আপনার হয়ত কিছু প্রবন্ধ বা একটা পুরো পত্রিকাই পড়া বাদ পড়ে যেতে পারে। তাই আপনি মেনে চলতে পারবেন এমন একটি সূচি তৈরি করা ও কঠোরভাবে সেটিতে লেগে থাকা গুরুত্বপূর্ণ।—ফিলিপীয় ৩:১৬ পদের সঙ্গে তুলনা করুন।
৪ লোকেদের প্রকৃত প্রয়োজনগুলি নিয়ে আলোচনা করে এইরকম প্রবন্ধগুলি প্রকাশ করে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” বিজ্ঞতার সঙ্গে পরিবর্তনশীল সময়ের প্রতি সাড়া দিয়ে চলেছেন। (মথি ২৪:৪৫) সত্যিই পত্রিকাগুলি আমাদের জীবনকে স্পর্শ করে। আমাদের আধ্যাত্মিক বৃদ্ধির মাত্রা অনেকখানি নির্ভর করে আমাদের ঐশিক বিষয়বস্তুগুলি পড়ার অভ্যাসের উপর। তাই সমস্ত পত্রিকাগুলিকে পড়ার জন্য যারা সময় করে নেন তাদের জন্য প্রচুর আধ্যাত্মিক আশীর্বাদ সঞ্চিত রয়েছে।