ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৯ পৃষ্ঠা ১
  • আপনি কি কেবল বাইরের চেহারা দেখেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি কেবল বাইরের চেহারা দেখেন?
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সব ধরনের লোক পরিত্রাণ পাবে
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাহ্যিক বিষয়গুলোর দ্বারা বিচার করবেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • যিহোবার ন্যায়বিচার অনুকরণ করুন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে চিন্তা করা কেন গুরুত্বপূর্ণ?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৯ পৃষ্ঠা ১

আপনি কি কেবল বাইরের চেহারা দেখেন?

১ কখনও কখনও প্রচারে আমরা হয়ত এমন কিছু লোকেদের দেখা পাই যাদের কাছে সুসমাচার প্রচার করতে আমরা ইতস্তত করি। উদাহরণ হিসেবে মনে করুন, আপনি একজন আগ্রহী ব্যক্তির কাছে যান আর যখনই আপনি তার কাছে যান, পাড়ার একজন বদরাগী ব্যক্তি, আপনার ওপর নজর রাখেন, এইরকম অবস্থায় আপনি কী করবেন? আমাদের একজন অগ্রগামী বোনের ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল আর তিনি ঠিক করেছিলেন যে তিনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলবেন। সেই ব্যক্তি বোনের সঙ্গে রূঢ়ভাবে কথা বললেও আশ্চর্যের বিষয় যে তিনি বাইবেলের সংবাদ শোনেন আর কিছু বিষয় তার মধ্যে আগ্রহ জাগিয়ে তোলায় তিনি সঙ্গে সঙ্গে অধ্যয়ন করতে রাজি হয়ে যান। বাইরের চেহারা দেখে বিচার না করে বোন সেই ব্যক্তি ও তার স্ত্রীর জন্য সত্য শেখার রাস্তা খুলে দিয়েছিলেন।

২ আরেক বোন যিনি একটা দোকানে কাজ করতেন, প্রথম প্রথম একজন লম্বা চুলয়ালা লোককে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু তবুও যখনই তিনি দোকানে আসতেন বোন সবসময় অল্পকথায় তার কাছে প্রচার করার চেষ্টা করতেন। বোনের এই চেষ্টা ভাল ফল এনেছিল কারণ এখন সেই যুবক একজন বাপ্তাইজিত সাক্ষি। তাহলে কী আমাদের এইরকম লোকেদের জন্য সঙ্গে সঙ্গে একথা ধরে নেওয়া থেকে রুখবে যে তারা আমাদের কথা শুনবেন না?

৩ যীশুর উদাহরণকে অনুকরণ করা: যীশু জানতেন যে প্রত্যেকের জন্য তাঁকে তাঁর প্রাণ দিতে হবে। তাই, অন্যদের বাইরের চেহারা দেখে তিনি পিছপা হননি। তিনি জানতেন যে এমনকি অত্যন্ত খারাপ চরিত্রের লোকেরাও তাদের জীবনকে বদলাতে পারেন যদি কিনা তাদেরকে ঠিকমত সাহায্য করা যায় ও উৎসাহ দেওয়া হয়। (মথি ৯:৯-১৩) তিনি ধনী ও গরিব সবাইকে সমানভাবে সাহায্য করেছিলেন। (মথি ১১:৫; মার্ক ১০:১৭-২২) তাই আমাদেরও প্রচারে লোকেদের বাইরের চেহারা দেখে তাদের বিচার করা উচিত নয় কারণ তাহলে আমাদের চোখ হয়ত তাদের মধ্যের ভাল হৃদয়কে দেখতে পাবে না। (মথি ৭:১; যোহন ৭:২৪) যীশুর এই অসাধারণ উদাহরণকে অনুকরণ করার জন্য কী আমাদেরকে সাহায্য করতে পারে?

৪ বাইবেল পড়ে আমরা জেনেছি যে ঈশ্বরের বাক্যের এমন শক্তি আছে যে তা একজনের ধ্যান-ধারণা, কাজ-কর্ম ও স্বভাব-চরিত্র বদলে দিতে পারে। (ইফি. ৪:২২-২৪; ইব্রীয় ৪:১২) তাই আমাদের সাবধান হওয়া দরকার যে আমরা যেন ইতিবাচক মনোভাব রাখি আর বাকি সব কিছু যিহোবার হাতে ছেড়ে দিই একমাত্র যিনিই মানুষের হৃদয় পড়তে পারেন।—১ শমূ. ১৬:৭; প্রেরিত. ১০:৩৪, ৩৫.

৫ তাই আসুন লোকেদের বাইরের চেহারা যেমনই হোক না কেন কোনরকম বাছবিচার না করে আমরা সবরকমের লোকেদের কাছে সুসমাচার জানাই যাতে করে আমরা এই শেষকালে যতটা বেশি পারা যায় শস্যছেদনের কাজ করতে পারি।—১ তীম. ২:৩, ৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার