ঐশিক সংবাদ
◼ আর্মেনিয়া: ডিসেম্বর মাসের পরিচর্যার রিপোর্ট দেখায় যে ৪,৭৪১ জন প্রকাশকের প্রত্যেকে সেই মাসে প্রচারে গড়ে ১৬ ঘন্টা করে ব্যয় করেছেন। প্রকাশকদের এই নতুন শীর্ষ সংখ্যা গত বছরের গড় প্রকাশকের সংখ্যার তুলনায় ১৭ শতাংশ বেশি।
◼ চিলি: চিলিতে অগ্রগামীদের জন্য কমিয়ে দেওয়া ঘন্টাকে যে খুবই উৎসাহের সঙ্গে গ্রহণ করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায় যখন জানুয়ারি মাসে ৪,৩৫১ জন নিয়মিত অগ্রগামী রিপোর্ট করেন আর যেটা এ পর্যন্তের মধ্যে সবচেয়ে শীর্ষ সংখ্যা। এছাড়া, ৫,১৭৫ জন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করেছিলেন যেটা ছিল এই পরিচর্যা বছরের সবচেয়ে বড় সংখ্যা।
◼ ইউক্রেন: জানুয়ারি মাসে যে ১,০০,১২৯ জন প্রকাশক রিপোর্ট করেছিলেন, তাদের মধ্যে ১২ শতাংশ প্রকাশক কোন না কোন রকমের পূর্ণ-সময়ের পরিচর্যায় যুক্ত ছিলেন। ইউক্রেনে নিয়মিত অগ্রগামীর সংখ্যা ৫,৫১৬ জনে পৌঁছেছে যেটা ধারাবাহিকভাবে ২৭তম শীর্ষ সংখ্যা আর এছাড়াও ৬,৪৬৮ জন প্রকাশক সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন।