আসুন আমরা “আসল কথা বলি!”
১ আপনি কি কখনও এমন অবস্থার মধ্যে পড়েছেন যে খুব সুন্দরভাবে তৈরি করে কারও কাছে প্রচার করছেন আর গৃহকর্তা আপনাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলেছেন: “আপনি কী বলতে চাচ্ছেন? আসল কথা বলুন তো!” এইরকম অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?
২ আজকে অনেকেই খুবই অধৈর্য। তারা জানতে চান যে আমরা কারা এবং কেন আমরা তাদের কাছে এসেছি। যখন তারা দেখেন যে বাইবেল আলোচনা করার জন্য আমরা তাদের কাছে এসেছি, তারা হয়ত শুনতে চান না। বেশিরভাগ লোকের কাছে বাইবেল পড়া কিংবা ঈশ্বরের বিষয় নিয়ে আলোচনা করা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে, কী করে আমরা এইরকম গৃহকর্তাদের বোঝাতে পারি যে একটু সময় করে নিয়ে তাদের আমাদের সঙ্গে বাইবেল আলোচনা করা দরকার?
৩ যেটা করা ঠিক হবে: আসল চাবিটা হল গৃহকর্তাকে দেখানো, যে সমস্যাগুলো নিয়ে তিনি চিন্তিত সেগুলোর বাস্তবধর্মী সমাধানের উপায় বাইবেল জানায় আর সেটা যতটা সম্ভব অল্প কথায় বলা। একটা প্রশ্ন জিজ্ঞাসা করে গৃহকর্তাকে চিন্তায় ফেলে, বাইবেলের একটা পদ থেকে তার উত্তর দিলে তা ভাল কাজ করতে পারে। এটা করার জন্য নিচের এই পরামর্শগুলোর কয়েকটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। এগুলো আমাদের ‘আসল কথা বলতে’ ও সেইসঙ্গে গৃহকর্তার মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে সাহায্য করবে।
৪ যে লোকেরা প্রায়ই বলেন যে তারা আগ্রহী নন, তাদের কাছে এমন একটা প্রশ্ন করুন যা তাদের নিজেদেরকে জড়িত করে:
◼“নতুন শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আমাদের ভবিষ্যতে ভাল কিছু আছে বা তা আরও খারাপের দিকে যাবে? [উত্তরের জন্য সুযোগ দিন।] বাইবেলে অনেক আগে থেকেই বলা আছে যে আজকে এইরকম বিচলিত করার মতো ঘটনাগুলো ঘটবে আর এর ফল কী হবে।—২ তীমথিয় ৩:১, ২, ৫ এবং হিতোপদেশ ২:২১, ২২ পদগুলো পড়ুন।
◼“আমাদের দেশে স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত। আপনি কি জানেন যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন রোগ ব্যাধি চিরকালের জন্য দূর করে দেবেন? প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।
◼“আমাদের এলাকার সবাই যদি বাইবেলের নীতিগুলোকে মেনে চলেন, তাহলে আমাদের সমাজের কতটা উপকার হবে বলে আপনি মনে করেন?” মথি ২২:৩৭-৩৯ পদ পড়ুন।
৫ যেহেতু আমাদের কাজ হল রাজ্যের সুমমাচার প্রচার করা, তাই যখনই সম্ভব রাজ্য যা করবে তা লোকেদের কাছে বলা দরকার। তাই আপনি হয়তো বলতে পারেন:
◼“আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে পুরনো বই বাইবেল অনেক আগে থেকে ভাববাণী করেছে যে এক সময়ে পৃথিবী জুড়ে কেবল একটা মাত্র সরকার থাকবে? দানিয়েল ২:৪৪ পদ পড়ুন।
◼“যীশু খ্রীষ্ট যদি পৃথিবীতে শাসন করেন, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে বলে আপনি মনে করেন?” গীতসংহিতা ৭২:৭, ৮ পদ পড়ুন।
৬ যে লোকেরা ধর্মপ্রাণ তাদের কাছে আপনি এরকম বলতে পারেন:
◼“আজকে স্ত্রী, পুরুষ নিয়ে ও জাতি, ধর্ম অথবা বর্ণের নামে ভেদাভেদ করা হয়। ঈশ্বর এরকম কুসংস্কারকে কী চোখে দেখেন বলে আপনি মনে করেন? প্রেরিত ১০:৩৪, ৩৫ পদ পড়ুন।
◼“আমরা জানি যীশু খ্রীষ্ট যখন পৃথিবীতে ছিলেন, তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন। আপনি যদি তাঁকে আরও একটা অলৌকিক কাজ করার কথা বলতেন, তাহলে তিনি কোন্ অলৌকিক কাজটা করতেন? গীতসংহিতা ৭২:১২-১৪, ১৬ পদগুলো পড়ুন।
৭ গৃহকর্তা যদি দরজা খুলতে না চান, তাহলে আপনি এই বলে কথা শুরু করতে পারেন:
◼“আজ লোকেরা সমস্যার কথা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছেন। তারা সমাধান চান। কোন সন্দেহ নেই যে আপনিও তাই মনে করেন। আমাদের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান আমরা কোথায় পেতে পারি?” উত্তরের জন্য সুযোগ দিন। ২ তীমথিয় ৩:১৬, ১৭ পদ পড়ুন।
৮ এটা বলেই দেখা যাক না কেন? অনেক সময়, গৃহকর্তার আগ্রহ জাগিয়ে তোলার জন্য সহজ আর ছোট্ট একটা প্রশ্ন করাই অনেক। একবার দুজন বোন এক মহিলার কাছে যান, যিনি আগে আমাদের কথা শুনতে চাইতেন না। একজন বোন তাকে জিজ্ঞাসা করেছিলেন: “প্রভুর প্রার্থনায় আপনি যে রাজ্যের বিষয়ে প্রার্থনা করেন, আপনি কি জানেন সেই রাজ্য কী? প্রশ্নটা শুনে মহিলা বোনদের ভিতরে ডেকেছিলেন। তিনি এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন আর তাই তিনি বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন। এখন তিনি যিহোবার একজন উৎসর্গীকৃত সেবিকা!
৯ গৃহকর্তার সঙ্গে কথা বলার সময় আন্তরিক হোন। হৃদয় থেকে কথা বলুন। সম্ভবত লোকেদের মধ্যে যখন এই বিশ্বাস জন্মায় যে আমরা সত্যি সত্যিই তাদের প্রতি আগ্রহী, তখন তারা আমাদের কথা শোনার জন্য আরও বেশি তৈরি থাকেন।—প্রেরিত ২:৪৬, ৪৭.
১০ আজকের দিনে সুসমাচার প্রচারের কাজ সত্যিই একটা কঠিন কাজ। অনেকে অপরিচিতদের সন্দেহ করে। কিছু লোকেরা এতই ব্যস্ত যে আমাদের কথা শোনার সময় তাদের একদম নেই। কিন্তু তারপরও, আমরা নিশ্চিত থাকতে পারি যে এখনও অনেক যোগ্য লোকেদের আমরা খুঁজে পাব। (মথি ১০:১১) যোগ্য লোকেদেরকে খুঁজে পাওয়ার জন্য আমাদের চেষ্টা তখনই সার্থক হবে যখন আমরা অল্প কথায় তাদের কাছে প্রচার করি আর “আসল কথা বলি!”