লোকেদের সঙ্গে আমরা যেভাবে বাইবেল অধ্যয়ন করি, আপনি কি সেটার নমুনা প্রদর্শন করে দেখিয়েছেন?
যখন বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া হয়, তখন কোনো কোনো গৃহকর্তা বলে যে, তারা আগ্রহী নয় অথবা তারা তাদের গির্জায় বাইবেল অধ্যয়ন করে। যেহেতু তারা হয়তো জানে না যে, আমরা অন্যান্য ধর্মীয় দলের চেয়ে ভিন্নভাবে বাইবেল অধ্যয়ন করে থাকি, তাই তারা জানে না যে এটা জ্ঞানালোকপ্রাপ্ত ও আনন্দদায়ক এক অভিজ্ঞতা হতে পারে। তাই, শুধুমাত্র একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার পরিবর্তে, আমরা যেভাবে বাইবেল অধ্যয়ন করে থাকি, সেটার নমুনা প্রদর্শন করে দেখানোর জন্য কয়েক মিনিট সময় নিন না কেন? উদাহরণস্বরূপ: তাদেরকে শুধুমাত্র বলবেন না যে, আপনি একজন ভালো রাঁধুনি ও তাদের কাছে খাবার নিয়ে ফিরে আসবেন; তখনই তাদেরকে আস্বাদন করতে দিন! ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা থেকে নেওয়া একটা প্রস্তাবনার ওপর ভিত্তি করে কীভাবে আপনি কয়েক মিনিটে তা করতে পারেন, সেটা এখানে দেওয়া হল:
ব্যক্তিটি যে বার্তার প্রতি প্রকৃতই আগ্রহী তা নির্ণয় করার পর, আপনি বলতে পারেন: “আপনার কি মনে হয় যে, এমন সময় কখনো আসবে, যখন এই কথাগুলো পরিপূর্ণ হবে? [যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন ও উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাকে এই বিষয়বস্তুর ওপর আগ্রহজনক কিছু বিষয় আপনাকে দেখাতে দিন।” গৃহকর্তাকে একটা বাইবেল শিক্ষা দেয় বই দিন ও ৩৬ পৃষ্ঠায় ২২ অনুচ্ছেদটা তাকে দেখান। পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নটা পড়ুন এবং আপনি যখন অনুচ্ছেদটা পড়েন, তখন গৃহকর্তাকে উত্তরটা খুঁজতে বলুন। এরপর আবারও প্রশ্নটা জিজ্ঞেস করুন ও গৃহকর্তার মন্তব্য শুনুন। একসঙ্গে আরেকটা শাস্ত্রপদ পড়ুন। পরবর্তী সাক্ষাতে উত্তর দেওয়া হবে এমন একটা প্রশ্ন উত্থাপন করুন আর পুনরায় ফিরে যাওয়ার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করুন। আপনি সবেমাত্র একটা বাইবেল অধ্যয়ন শুরু করেছেন!