যাদের কাছে পত্রিকা অর্পণ করা হয়েছে, তাদের সঙ্গে যেভাবে বাইবেল অধ্যয়ন শুরু করা যায়
১ শনিবারগুলোতে আমরা সাধারণত পরিচর্যায় প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা তুলে ধরি। কিন্তু, এটা হচ্ছে কেবল প্রথম পদক্ষেপ, যেটার দ্বারা আমরা সৎহৃদয়ের লোকেদের সত্য শেখানোর লক্ষ্যে পৌঁছে থাকি। পুনর্সাক্ষাতে কীভাবে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করা ও বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, সেই সম্বন্ধে নীচে কিছু পরামর্শ দেওয়া হল। আপনার এলাকা অনুযায়ী এগুলোকে হয়তো খাপ খাইয়ে নেওয়া যেতে ও আপনার নিজের ভাষায় প্রকাশ করা যেতে পারে। আপনার জন্য যদি অন্য কোনো পদ্ধতি কার্যকারী হয়, তা হলে নির্দ্বিধায় আপনি তা ব্যবহার করতে পারেন।
২ ভূমিকামূলক পৃষ্ঠাগুলো ব্যবহার করুন: ফিরে গিয়ে আপনি বলতে পারেন: “আপনাকে আমি যে-পত্রিকাটি দিয়ে গিয়েছিলাম, সেটি বাইবেলের প্রতি মনোযোগ আকর্ষণ করায়। লক্ষ করুন যে, বাইবেল পড়া কেন গুরুত্বপূর্ণ।” যিশাইয় ৪৮:১৭, ১৮; যোহন ১৭:৩; অথবা অন্য কোনো উপযুক্ত শাস্ত্রপদ পড়ুন। এরপর, বাইবেল শিক্ষা দেয় বইটি দেখানোর এবং গৃহকর্তার হাতে সেটির একটি কপি দেওয়ার পর, আপনি নীচের কথাগুলো বলতে পারেন:
▪ “বাইবেল আমাদের ভবিষ্যতের জন্য এক প্রকৃত আশা প্রদান করে।” গৃহকর্তাকে ৪-৫ পৃষ্ঠা দেখান এবং জিজ্ঞেস করুন, “এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে কোনটা পরিপূর্ণ হোক বলে আপনি দেখতে চান?” তিনি যে-শাস্ত্রীয় প্রতিজ্ঞাটা বেছে নিয়েছেন, সেটা যে-অধ্যায়ে আলোচনা করা হয়েছে, সেই অধ্যায়ের প্রতি তার মনোযোগ আকর্ষণ করুন এবং তিনি অনুমতি দিলে সংক্ষেপে একটা বা দুটো অনুচ্ছেদ আলোচনা করুন।
▪ অথবা আপনি বলতে পারেন: “বাইবেল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয়।” ৬ পৃষ্ঠার প্রতি তার মনোযোগ আকর্ষণ করুন আর জিজ্ঞেস করুন যে, তিনি এই পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলোর কোনোটা নিয়ে কখনো ভেবে দেখেছেন কি না। যে-অধ্যায়ে উত্তরটা রয়েছে, সেই অধ্যায় খুলুন আর সংক্ষেপে একটা অথবা দুটো অনুচ্ছেদ আলোচনা করুন।
▪ অথবা আপনি সূচিপত্রের কয়েকটা শিরোনাম উল্লেখ করতে ও জিজ্ঞেস করতে পারেন যে, এই বিষয়গুলোর মধ্যে কোনটা তার কাছে আগ্রহজনক। সেই অধ্যায়টা খুলুন এবং সংক্ষেপে বাইবেল অধ্যয়নের একটা নমুনা প্রদর্শন করুন।
৩ প্রথম সাক্ষাতেই একটা প্রশ্ন উত্থাপন করুন: আরেকটা বিষয় হল, প্রথম সাক্ষাতেই পুনর্সাক্ষাৎ করার জন্য ভিত্তি স্থাপন করা। গৃহকর্তা পত্রিকাগুলো গ্রহণ করার পর, একটা প্রশ্ন উত্থাপন করুন আর আপনার পরবর্তী সাক্ষাতে এটার উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিন। ফিরে আসার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করুন এবং সেই ব্যবস্থা মেনে চলার ব্যাপারে নিশ্চিত হোন। (মথি ৫:৩৭) আপনি যখন ফিরে যান, তখন গৃহকর্তাকে সেই প্রশ্নটার কথা মনে করিয়ে দিন আর বাইবেল শিক্ষা দেয় বইটি থেকে সংক্ষেপে উত্তরটা পড়ুন ও আলোচনা করুন। তাকে একটি কপি দিন, যাতে তিনি তা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হল:
▪ আপনি যে-পত্রিকাটি অর্পণ করেছেন, সেটি যদি জগতের মন্দ পরিস্থিতি নিয়ে আলোচনা করে, তা হলে আপনি বলতে পারেন, “পরের বার আমরা বাইবেল থেকে এই প্রশ্নের উত্তর আলোচনা করতে পারি আর এটা হচ্ছে, ঈশ্বর পৃথিবীতে কোন পরিবর্তনগুলো ঘটাবেন?” আপনি ফিরে গিয়ে গৃহকর্তাকে ৪-৫ পৃষ্ঠা দেখান। অথবা আপনি এই প্রশ্নটা উত্থাপন করতে পারেন, “দুঃখজনক ঘটনাগুলো কি ঈশ্বরের ইচ্ছা?” পুনর্সাক্ষাতে, গৃহকর্তাকে ১ অধ্যায়ের ৭-৮ অনুচ্ছেদ দেখান।
▪ আপনি যে-পত্রিকাটি অর্পণ করেছেন, সেটি যদি পরিবার নিয়ে আলোচনা করে, তা হলে চলে আসার আগে আপনি হয়তো এই প্রশ্নটা উত্থাপন করতে পারেন, “পারিবারিক জীবনকে সুখী করার জন্য পরিবারের প্রত্যেক সদস্য কী করতে পারেন?” ফিরে গিয়ে আপনি ১৪ অধ্যায়ের ৪ অনুচ্ছেদ আলোচনা করুন।
▪ আপনি যে-পত্রিকাটি অর্পণ করেছেন, সেটি যদি বাইবেলের নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনা করে, তা হলে আপনার পরবর্তী আলোচনার জন্য আপনি এই প্রশ্নটা উত্থাপন করতে পারেন, “বাইবেল কি বিজ্ঞানসম্মতভাবে সঠিক?” পুনর্সাক্ষাতে, ২ অধ্যায়ের ৮ অনুচ্ছেদ আলোচনা করুন।
৪ প্রতিটা আলোচনার শেষে এমন আরেকটা প্রশ্ন উত্থাপন করুন, যেটার উত্তর পরবর্তী সাক্ষাতে দেওয়া হবে। একবার নিয়মিত অধ্যয়ন প্রতিষ্ঠিত হয়ে গেলে পর, শুরু থেকে শেষ পর্যন্ত বইটি ধারাবাহিকভাবে আলোচনা করুন। কিন্তু, গৃহকর্তা যদি বাইবেল শিক্ষা দেয় বইটি গ্রহণ না করেন, তা হলে কী করা যায়? তারপরেও আপনি তার কাছে পত্রিকাগুলো নিয়ে যেতে ও তার সঙ্গে শাস্ত্রীয় আলোচনা চালিয়ে যেতে পারেন। আপনি যদি তার আগ্রহকে বৃদ্ধি করেন, তা হলে পরে একসময় তিনি হয়তো বাইবেল অধ্যয়ন করতে রাজি হবেন।
৫ প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো হয়তো বাইবেল প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয়, তা শেখার জন্য একজন ব্যক্তির ইচ্ছাকে জাগিয়ে তুলতে পারে। তাই, যে-ব্যক্তিরা পত্রিকাগুলো গ্রহণ করে, তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। এইভাবে, আমরা যিশুর দেওয়া ‘শিষ্য করিবার ও শিক্ষা দিবার’ নির্দেশনার বাধ্য হব।—মথি ২৮:১৯, ২০.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. পত্রিকাগুলো অর্পণ করার সময় আমাদের লক্ষ্য কী?
২. কীভাবে আমরা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইয়ের ভূমিকামূলক পৃষ্ঠাগুলো ব্যবহার করতে পারি?
৩. যে-পত্রিকাগুলো (ক) জগতের মন্দ পরিস্থিতি, (খ) পরিবার এবং (গ) বাইবেলের নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনা করে, সেগুলো অর্পণ করার পর, কীভাবে আমরা একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারি?
৪. গৃহকর্তা যদি বাইবেল শিক্ষা দেয় বইটি গ্রহণ না করেন, তা হলে আমাদের কী করা উচিত?
৫. কেন আমাদের লোকেদেরকে পত্রিকাগুলো দেওয়ার চেয়ে আরও বেশি কিছু করার জন্য প্রচেষ্টা করা উচিত?