পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল শিক্ষা দেয় বই অথবা সুসমাচার ব্রোশার ব্যবহার করে, বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখানো
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমরা যখন বাড়িতে গিয়ে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার বিষয়ে বলি, তখন অনেকেই বুঝতে পারে না যে, আমরা আসলে কী বোঝাতে চাইছি। তারা হয়তো চিন্তা করে, তাদেরকে কোনো অধ্যয়ন দলের সঙ্গে যোগ দিতে হবে অথবা কোনো করসপন্ডেন্স কোর্স করতে হবে। শুধুমাত্র অধ্যয়নের প্রস্তাব দেওয়ার পরিবর্তে, একটা অধ্যয়ন কীভাবে করা হয়, সেটার নমুনা দেখান না কেন? কয়েক মিনিটের মধ্যে, এমনকী দরজায় দাঁড়িয়েই আপনি একজন ব্যক্তিকে দেখাতে পারেন, বাইবেল অধ্যয়ন করা কত সহজ ও এর ফলে কত কিছু জানা যেতে পারে।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
একটা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে আপনার প্রচেষ্টার ওপর যিহোবার আশীর্বাদ চেয়ে প্রার্থনা করুন।—ফিলি. ২:১৩.
পরিচর্যায় রত থাকার সময় অন্ততপক্ষে একবার বাইবেল শিক্ষা দেয় বই কিংবা সুসমাচার ব্রোশার ব্যবহার করে বাইবেল অধ্যয়নের নমুনা দেখান অথবা বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখান।