ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৯ পৃষ্ঠা ২
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের চাহিদাগুলি জানতে—লোকেদের সাহায্য করার জন্য একটি নতুন হাতিয়ার
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?”
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অধ্যয়ন শুরু করার জন্য আপনি কি চান ব্রোশার ব্যবহার করছেন?
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৯ পৃষ্ঠা ২

প্রশ্নবাক্স

◼ নতুন ব্যক্তিদের সঙ্গে তাদের বাপ্তিস্মের আগে আমাদের কোন্‌ প্রকাশনাগুলো অধ্যয়ন করা উচিত?

যথার্থ জ্ঞান নেওয়ার পরই কেবল একজন ব্যক্তি যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করতে ও বাপ্তিস্ম নিতে পারেন। (যোহন ১৭:৩) ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান নামক ব্রোশার ও জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক বই অধ্যয়ন করেই একজন প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারবেন। অনেক লোকেদের সঙ্গে প্রথমে চান ব্রোশার অধ্যয়ন করা হয়। কিন্তু, যদি কারও সঙ্গে প্রথমে জ্ঞান বই দিয়ে অধ্যয়ন আরম্ভ করা হয়, তাহলে জ্ঞান বই শেষ হয়ে গেলে চান ব্রোশারটা পড়া দরকার। কিন্তু কেন?

কারণ চান ব্রোশার বাইবেলের মৌলিক শিক্ষাগুলোর একটা প্রাথমিক ধারণা দেয়। তাই এটাকে যদি প্রথমে পড়া হয়, তাহলে তা ছাত্রকে বুঝতে সাহায্য করবে যে যিহোবাকে খুশি করার জন্য কোন্‌ মূল বিষয়গুলো জরুরি। কিন্তু যদি এটা জ্ঞান বইয়ের পরে পড়া হয়, তাহলেও জ্ঞান বইয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো আরেকবার মনে করতে এটা সাহায্য করবে। প্রথমে যেটাই পড়া হোক না কেন, ছাত্রকে বলুন যে সেখানে দেওয়া পদগুলো যেন তিনি বাইবেল থেকে পড়েন ও সেগুলোর বিষয়ে চিন্তা করেন। বইয়ের ছবিগুলো নিয়ে আলোচনা করতে ভুলবেন না, কারণ সেগুলো শিক্ষা দেওয়ার কাজে খুবই সাহায্য করে।—১৯৯৭ সালের ১৫ই জানুয়ারি, প্রহরীদুর্গ, ১৬-১৭ পৃষ্ঠা দেখুন।

একবার যখন ছাত্রের সঙ্গে দুটো বই-ই অধ্যয়ন করা শেষ হয়ে যাবে, তখন তিনি সেই প্রশ্নগুলোর উত্তর ভালভাবে দিতে পারবেন যা, বাপ্তিস্মের জন্য তিনি তৈরি কিনা তা দেখতে প্রাচীনেরা তাকে জিজ্ঞাসা করবেন। তাই এর পরে তার সঙ্গে আর অন্য কোন বই নিয়ে অধ্যয়ন করার দরকার নেই কিন্তু যিনি তাকে অধ্যয়ন করাতেন তার নিয়মিতভাবে তার ছাত্রের উন্নতির ব্যাপারে আগ্রহ দেখিয়ে চলা দরকার।—১৯৯৬ সালের ১৫ই জানুয়ারি, প্রহরীদুর্গ, ১৪, ১৭ পৃষ্ঠা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার