“কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?”
১ সুসমাচার প্রচারক ফিলিপ যখন ইথিয়পীয় নপুংসককে জিজ্ঞেস করেছিলেন যে শাস্ত্র থেকে তিনি যা পড়ছেন, তা কি তিনি বুঝতে পারছেন? তখন উত্তরে নপুংসক বলেছিলেন: “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?” ফিলিপ খুব খুশি হয়ে তাকে যীশুর বিষয়ে সুসমাচার বুঝিয়ে দিয়েছিলেন। আর তাই নপুংসক তক্ষুণি বাপ্তিস্ম নিয়েছিলেন। (প্রেরিত ৮:২৬-৩৮) প্রচার করার জন্য খ্রীষ্ট তাঁর শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন যে তারা যেন ‘সমুদয় জাতিকে শিষ্য করে; তাহাদিগকে বাপ্তাইজ করে ও তাহাদিগকে শিক্ষা দেয়।’ ফিলিপ খ্রীষ্টের এই আজ্ঞা মেনেছিলেন।—মথি ২৮:১৯, ২০.
২ ফিলিপ যেমন করেছিলেন, আমাদেরও ঠিক তেমনই যীশু খ্রীষ্টের দেওয়া এই আজ্ঞা মেনে চলা উচিত। কিন্তু ইথিয়পীয় নপুংসক যত তাড়াতাড়ি বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন, আমরা যাদের সঙ্গে বাইবেল স্টাডি করি তারা হয়তো তত তাড়াতাড়ি সত্য শিখে বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি হতে পারেন না। ইথিয়পীয় একজন ধর্মান্তরিত যিহূদি ছিলেন আর তাই শাস্ত্রে তার বেশ ভাল জ্ঞান ছিল, তার মন ইতিমধ্যেই তৈরি ছিল। তাকে শুধু যেটুকু করতে হতো তা ছিল যীশু খ্রীষ্টকে মশীহ বলে মেনে নেওয়া। কিন্তু আমরা যাদের সঙ্গে স্টাডি করি তাদের বেলায় ব্যাপারটা এমন নয়। কারণ বাইবেল সম্বন্ধে তাদের কোনই ধারণা নেই। এতদিন ধরে তারা মিথ্যা ধর্মের শিক্ষাগুলোকে মেনে এসেছেন বা তাদের হয়তো কোন কঠিন সমস্যা আছে। তাহলে আমরা কীভাবে আমাদের বাইবেল ছাত্রদের যাদের সঙ্গে আমরা স্টাডি করছি তাদেরকে সত্য ভাল করে বুঝিয়ে দিতে পারি যাতে তারা যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করা ও বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি হতে পারেন?
৩ ছাত্রের আধ্যাত্মিক চাহিদার দিকে নজর দিন: ১৯৯৮ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে আমরা একজন ব্যক্তির সঙ্গে চান ব্রোশার বা জ্ঞান বই নিয়ে কতদিন পর্যন্ত বাইবেল স্টাডি করতে পারি তা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল: ‘ছাত্রের পরিস্থিতি ও ধরার ক্ষমতা কতখানি তা দেখে স্টাডি কতদিন ধরে চলবে তা ঠিক করা হবে। . . . তাড়াহুড়ো করে স্টাডি শেষ করার জন্য ছাত্র ঠিক করে শিখল কিনা সেদিকে আমরা নজর না দেওয়া ঠিক হবে না। সব ছাত্রদেরই বাইবেলের ওপর বিশ্বাস খুব পাকাপোক্ত হওয়া দরকার।’ তাই ছ মাসের মধ্যে আপনাকে স্টাডি শেষ করতে হবে বলে তাড়াহুড়ো করে জ্ঞান বই শেষ করার কোন দরকার নেই। বাপ্তিস্ম নেওয়ার জন্য একজনকে তৈরি করতে হয়তো ছমাসের কিছু বেশি সময়ও লাগতে পারে। স্টাডি করার সময় বাইবেল থেকে তিনি যা শিখছেন তা তাকে ভাল করে বোঝানোর জন্য যতটা সময় লাগে আপনি তাকে দিন। কখনও কখনও জ্ঞান বইয়ের একটা অধ্যায় শেষ করতে দু তিন সপ্তা লেগে যেতে পারে। আর তাতে আপনি যে পদগুলো বইতে লেখা নেই শুধু দেওয়া আছে সেই পদগুলোরও প্রায় সবগুলোই বাইবেল খুলে পড়ে তাকে বুঝিয়ে দিতে পারবেন।—রোমীয় ১২:২.
৪ যাইহোক জ্ঞান বই শেষ হয়ে যাওয়ার পরও যদি আপনি দেখেন যে আপনার ছাত্রের আরও বেশি জানার দরকার আছে বা সে নিজে থেকে বাপ্তিস্ম নেওয়ার ব্যাপারে কিছু বলছে না তখন আপনি কী করবেন? (১ করি. ১৪:২০) জীবনের পথে তাকে এগিয়ে নিয়ে চলার জন্য আপনি আর কী করতে পারেন?—মথি ৭:১৪.
৫ বাইবেল ছাত্রের আধ্যাত্মিক চাহিদাকে মেটান: ধীরে ধীরে হলেও যদি আপনি দেখেন যে আপনার ছাত্র উন্নতি করছেন আর তিনি যা শিখছেন তা সত্যিই বুঝতে পারছেন, তাহলে চান ব্রোশার বা জ্ঞান বই শেষ হয়ে যাওয়ার পরও অন্য একটা বই থেকে তার সঙ্গে স্টাডি করে চলুন। কিন্তু আপনি যাদের সঙ্গে স্টাডি করছেন তাদের সবার সঙ্গেই হয়তো তা নাও করতে হতে পারে। কিন্তু আপনার যে ছাত্রের জন্য তা দরকার তার সঙ্গে আমার বাইবেলের গল্পের বই থেকে আপনি স্টাডি করতে পারেন। মণ্ডলীগুলোতে হয়তো এই বইগুলো এখন নাও থাকতে পারে কিন্তু প্রায় সব ভাইবোনদের কাছেই এগুলো আছে। তবে সবসময়ই চান ব্রোশার আর জ্ঞান বই থেকে প্রথমে স্টাডি করতে হবে। যতদিন পর্যন্ত আপনি স্টাডি করবেন ততদিন পর্যন্ত আপনি এটাকে একটা স্টাডি ও পুনর্সাক্ষাৎ হিসেবে গুণতে পারবেন আর এর ঘন্টার রিপোর্টও দিতে পারবেন। এমনকি যদিও দ্বিতীয় বইটা শেষ হওয়ার আগেই আপনার ছাত্র বাপ্তিস্ম নিয়ে নেন।
৬ কিন্তু এর মানে কি এই যে যারা শুধু একটা বই স্টাডি করেই বাপ্তিস্ম নিয়েছেন তারা এখন আবার আরেকটা বই নিয়ে স্টাডি শুরু করবেন? না, তার দরকার নেই। কিন্তু তারা যদি মিটিং, প্রচারে আসা বন্ধ করে দেন বা কোনরকম উন্নতি না করেন বা তারা যদি মনে করেন যে তাদের আরও ভাল করে শেখা দরকার, তাহলে তাদের সঙ্গে আবার স্টাডি করার কথা ভাবা যেতে পারে। বাপ্তিস্মিত কোন ভাই বা বোনের সঙ্গে আবার স্টাডি শুরু করতে হবে কিনা তা নিয়ে আগে পরিচারক অধ্যক্ষের সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি এমন কাউকে জানেন যারা আগে জ্ঞান বই থেকে স্টাডি করেছিলেন কিন্তু বাপ্তিস্ম নেননি, আপনি হয়তো তাদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন আর জিজ্ঞেস করতে পারেন যে তারা অন্য আরেকটা বই থেকে আবার অধ্যয়ন শুরু করতে চান কিনা।
৭ যারা সত্য শিখতে চান ও আমরা যাদের সঙ্গে স্টাডি করি তাদেরকে ভাল করে শেখানো বা তাদের কথা চিন্তা করা দেখায় যে আমরা আমাদের প্রতিবেশীদের ভালবাসি। আমাদের চেষ্টা হল যে আমাদের ছাত্রকে আরও ভাল করে বাইবেলের সত্য বুঝিয়ে দেওয়া। আর তাহলেই তিনি ঠিক করে ও শক্ত হয়ে সত্যের পক্ষে দাঁড়াবেন আর যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করে জলে বাপ্তিস্ম নেবেন।—গীত. ৪০:৮; ইফি. ৩:১৭-১৯.
৮ আপনার কি মনে আছে যে ইথিয়পীয় নপুংসক বাপ্তিস্ম নেওয়ার পর কী ঘটেছিল? যীশু খ্রীষ্টের একজন শিষ্য হওয়ায় “তিনি আনন্দ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন।” (প্রেরিত ৮:৩৮, ৩৯) আমরা যারা অন্যদের সত্য শেখাচ্ছি ও যারা সত্য শিখছেন আমরা সবাই যেন যিহোবাকে সেবা করে এমনই আনন্দ পাই। আর আমাদের আনন্দ যেন কখনও শেষ না হয়ে যায়!