ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০০ পৃষ্ঠা ৮
  • কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য ট্র্যাক্টগুলো ব্যবহার করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের বাক্য ব্যবহার করুন এই বাক্য জীবন্ত!
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নতুন ট্র্যাক্টগুলোর এক অভিনবরূপ!
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিটা সুযোগে এটিকে ব্যবহার করুন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০০ পৃষ্ঠা ৮

কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন

 ১ আপনি কি এ কথা মেনে নেবেন না যে নিজে এগিয়ে গিয়ে কথা শুরু করলে আপনি ভাল করে প্রচার করতে পারেন? কিন্তু মুশকিলের কথা হল যে, কথা শুরু করার জন্য আমাদের এমন কিছু বলতে হবে যাতে ব্যক্তি আগ্রহী হয়ে ওঠেন ও আলোচনায় জড়িয়ে পড়েন। তাহলে আমরা কী করতে পারি?

 ২ অনেক ভাইবোনেরা দেখেছেন যে খুব অল্প কথা বলে একটা ট্র্যাক্ট দিয়ে লোকেদের সঙ্গে আলোচনা শুরু করা যায়। ট্র্যাক্টগুলোর নাম আর ভিতরের রঙিন ছবিগুলো খুবই নজরকাড়া। ট্র্যাক্টগুলো ছোট হওয়ায় সেগুলো দেখেই একজন এই ভেবে ঘাবড়ে যান না যে তাকে অনেক কিছু পড়তে হবে। কিন্তু তবুও, ট্র্যাক্টের এই সংক্ষিপ্ত খবর একজনকে মুগ্ধ করতে পারে ও বাইবেল অধ্যয়ন শুরু হয়ে যেতে পারে।

 ৩ একজন বোন এরকমই মনে করেছিলেন। তিনি বলেন: “আজকের জগতে লোকেরা নিজেদের কাজ নিয়ে এতই ব্যস্ত যে বই পড়ে সময় নষ্ট করার মতো সময় তাদের নেই। কিন্তু ছোট্ট ট্র্যাক্টগুলো জরুরি খবর খুব অল্প কথায় জানায়। আমি নিজে ট্র্যাক্ট পড়েই বাইবেল শিখতে শুরু করেছিলাম আর সত্যে এসেছিলাম।” তাই ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে কখনও ছোট করে দেখবেন না এমনকি তা ছোট্ট ট্র্যাক্টের মধ্যে থাকলেও।​—⁠ইব্রীয় ৪:⁠১২.

 ৪ চারটে সহজ ধাপ: অনেক ভাইবোনেরাই সহজ-সরল ভূমিকা দিয়ে কথা শুরু করে ভাল ফল পেয়েছেন। যেমন, (১) ব্যক্তিকে কয়েকটা ট্র্যাক্ট দেখিয়ে জিজ্ঞেস করুন কোন্‌ ট্র্যাক্টটা তার ভাল লাগে। (২) তিনি যে কোন একটা ট্র্যাক্ট বেছে নেওয়ার পর তাকে ট্র্যাক্টের কোন একটা প্রধান বিষয়ের ওপর প্রশ্ন করুন যেটা আপনি আগে থেকেই ভেবে রেখেছেন। (৩) প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঠিক অনুচ্ছেদটা বা ট্র্যাক্ট থেকে বাইবেলের একটা পদ পড়ুন। (৪) ব্যক্তির যদি আপনার কথা ভাল লাগে, তাহলে আপনি ট্র্যাক্টটার ভিতরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন অথবা সৃষ্টি (ইংরেজি) বইয়ের ১৬-২০ অধ্যায় থেকে কিছু বিষয় আলোচনা করুন। এইভাবে আপনি একটা বাইবেল স্টাডি শুরু করতে পারেন। এখন নিচে কিছু পরামর্শ দেওয়া হল যা থেকে আমরা জানতে পারব যে কী করে এখানে বলা চারটে ট্র্যাক্ট দিয়ে লোকেদের সঙ্গে কথা শুরু করা যায়।

 ৫ “কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে?” ট্র্যাক্টের এই নামটাই আপনি আপনার প্রশ্ন হিসেবে ব্যবহার করতে পারেন।

▪ উত্তরে যদি ব্যক্তি বলেন “ঈশ্বর বা ভগবান” অথবা “আমি জানি না,” তাহলে ২ পৃষ্ঠার প্রথম বাক্য দুটো এবং ৩ পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদটা পড়ুন। এরপর ১ যোহন ৫:১৯ এবং প্রকাশিত বাক্য ১২:৯ পদ পড়ুন। আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি শয়তান আছে আর সারা জগৎকে সে-ই চালাচ্ছে তা বিশ্বাস করুন বা না করুন আপনি ট্র্যাক্টের “জগৎ পরিস্থিতি থেকে এক ইঙ্গিত” নামের উপশিরোনাম তাকে দেখান ও কথা বলে চলুন। ব্যক্তি যদি আগ্রহ দেখান, তাহলে ট্র্যাক্টের ৩ ও ৪ পৃষ্ঠায় দেওয়া বিষয়গুলো দেখিয়ে তাকে বোঝান যে শয়তান কোথা থেকে এসেছে।

 ৬ “মৃত প্রিয়জনদের জন্য কী আশা?” ট্র্যাক্টটা হয়তো লোকেদের সঙ্গে সঙ্গে ভাল লাগতে পারে। এখন কথা শুরু করার জন্য আপনি এরকম কিছু জিজ্ঞেস করতে পারেন:

▪ “আপনার কি মনে হয় যে আমরা আমাদের মৃত প্রিয়জনদের আবার দেখতে পাব?” ব্যক্তির উত্তর শুনে ট্র্যাক্টের ৪ পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ ও যোহন ৫:​২৮, ২৯ পদ পড়ুন। এরপর বলুন যে ট্র্যাক্টের প্রথম উপশিরোনামের বিষয় আমাদের এটা বুঝতে সাহায্য করবে। একসঙ্গে বসে ট্র্যাক্টটা আলোচনা করার কথা বলুন।

 ৭ “পারিবারিক জীবন উপভোগ করুন” ট্র্যাক্টটা সব পরিবারের-ই ভাল লাগবে। ট্র্যাক্টটা দেখিয়ে আপনি বলতে পারেন:

▪ “আপনি হয়তো এ কথা মানবেন যে আজকে চারিদিকে পরিবারগুলো ভেঙে পড়ছে। কিন্তু পরিবারের বন্ধনকে মজবুত করার জন্য কী করার দরকার বলে আপনি মনে করেন?” ব্যক্তির উত্তর শুনে তাকে ৬ পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদটা দেখান। ৪ ও ৫ পৃষ্ঠায় দেওয়া পদগুলো থেকে যে কোন একটা পদ বেছে পড়ুন ও তার মানে বুঝিয়ে দিন। এরপর তাকে জিজ্ঞেস করুন যে তিনি বাইবেল স্টাডি করতে চান কিনা।

 ৮ “আপনি কেন বাইবেলে বিশ্বাস করতে পারেন” ট্র্যাক্টটা দিয়ে আপনি এইভাবে কথা শুরু করতে পারেন:

▪ “বাইবেলের প্রথম বইয়ে দেওয়া কয়িন আর হেবলের গল্প অনেকেই শুনেছেন। এই বইয়ে আমরা কয়িনের স্ত্রীর কথা পাই। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কয়িন কোথা থেকে তার স্ত্রী পেয়েছিল?” উত্তর পাওয়ার জন্য ট্র্যাক্টের ২ পৃষ্ঠার শেষ অনুচ্ছেদটা পড়ুন। এছাড়াও তাকে বলুন যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে বলে বাইবেল যা জানায় এই ট্র্যাক্টে সে কথা বলা আছে। ৫ পৃষ্ঠার তৃতীয় অনুচ্ছেদ পড়ে শুরু করে আলোচনা চালিয়ে যান ও সেখানে দেওয়া পদগুলোও আলোচনা করুন।

 ৯ ট্র্যাক্টগুলো যে লোকেদেরকে সুখবর জানানোর জন্য খুবই ভাল হাতিয়ার তাতে কোন সন্দেহ নেই। আর অনেক আগে থেকেই সে কথা প্রমান হয়ে এসেছে। খুব ছোট বলে আপনি ট্র্যাক্টগুলোকে সঙ্গে করে যেখানে খুশি নিয়ে যেতে পারেন। তাই ঘরে ঘরে প্রচারের সময় কিংবা যে কোন জায়গায় লোকেদের সঙ্গে কথা বলার সময় ট্র্যাক্টগুলোকে কাজে লাগান। ট্র্যাক্ট আমাদের প্রচারে খুব ভাল কাজে আসে। তাই নানা রকমের ট্র্যাক্টগুলোকে সঙ্গে রাখতে ভুলবেন না। কথা শুরু করার জন্য সবসময় সেগুলোকে কাজে লাগান।​—⁠কল. ৪:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার