সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য ট্র্যাক্টগুলো ব্যবহার করুন
১. যিহোবার লোকেরা কীভাবে ট্র্যাক্টগুলোকে ব্যবহার করে আসছে?
১ সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য যিহোবার লোকেরা বহু দিন ধরে বাইবেলভিত্তিক ট্র্যাক্টগুলো ব্যবহার করে আসছে। ১৮৮০ সালে সি. টি. রাসেল ও তার সহযোগীরা বাইবেল ছাত্রদের ট্র্যাক্টগুলো (ইংরেজি) প্রকাশ করতে শুরু করেছিল আর এগুলো ওয়াচ টাওয়ার সমিতির পাঠকদেরকে জনসাধারণ্যে বিতরণ করার জন্য দেওয়া হয়েছিল। ট্র্যাক্টগুলোকে এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল যে, ১৮৮৪ সালে সি. টি. রাসেল যখন রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এক মুনাফাহীন বৈধ সত্তাকে রেজিস্ট্রীকৃত করেছিলেন, তখন “ট্র্যাক্ট” শব্দটি এর নামের মধ্যে এভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, জায়ন্স ওয়াচ টাওয়ার ট্র্যাক্ট সোসাইটি, এখন যেটাকে ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্ পেনসিলভানিয়া বলা হয়। ১৯১৮ সালের মধ্যে বাইবেল ছাত্ররা ৩০ কোটিরও বেশি ট্র্যাক্ট বিতরণ করেছিল। ট্র্যাক্টগুলো সবসময়েই সাক্ষ্যদান করার এক কার্যকারী হাতিয়ার হয়ে আসছে।
২. কেন ট্র্যাক্টগুলো কার্যকারী?
২ যে-কারণে ট্র্যাক্টগুলো কার্যকারী: ট্র্যাক্টগুলো রঙিন ও দৃষ্টি আকর্ষণকারী। এগুলোতে যে-সংক্ষিপ্ত বার্তা রয়েছে, তা হৃদয়গ্রাহী ও তথ্যবহুল। এগুলো সেই গৃহকর্তাদের কাছে আগ্রহজনক, যারা হয়তো একটা পত্রিকা অথবা একটা বই পড়তে ভয় পায়। ট্র্যাক্টগুলো অর্পণ করা সহজ, এমনকী তা নতুন প্রকাশক এবং বাচ্চাদের কাছেও। এ ছাড়া, ট্র্যাক্টগুলো আকারে ছোটো এবং আমাদের পক্ষে সেগুলো বহন করাও সহজ।
৩. ব্যক্তিগত অথবা প্রকাশিত কোনো অভিজ্ঞতার বিষয় বর্ণনা করুন, যেটা ট্র্যাক্টগুলোর গুরুত্বকে তুলে ধরে।
৩ অনেকে একটা ট্র্যাক্টের মাধ্যমেই প্রথমে সত্য শিখেছে। উদাহরণস্বরূপ, একজন ভদ্রমহিলা রাস্তার ওপর আমাদের একটা ট্র্যাক্ট পড়ে থাকতে দেখেছিলেন। তিনি সেটি তুলে নিয়ে পড়তে শুরু করেছিলেন আর অবাক হয়ে বলেছিলেন যে, “আমি সত্য খুঁজে পেয়েছি!” পরিশেষে, তিনি কিংডম হলে গিয়েছিলেন, বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন এবং বাপ্তিস্ম নিয়েছিলেন—আর সমস্তই হয়েছিল একটা ট্র্যাক্টে পাওয়া ঈশ্বরের বাক্যের শক্তির কারণে।
৪. মাসের অর্পণ হিসেবে ট্র্যাক্টগুলো দেওয়ার সময় আমাদের লক্ষ্য কী হওয়া উচিত?
৪ ঘরে ঘরে: যেহেতু সাক্ষ্যদানের জন্য ট্র্যাক্টগুলো হল এক কার্যকারী হাতিয়ার, তাই নভেম্বর মাস থেকে শুরু করে, মাঝে মাঝে মাসের অর্পণ হিসেবে সেগুলো দেওয়া হবে। আমাদের লক্ষ্য কেবল ট্র্যাক্টগুলো দেওয়াই নয় বরং কথোপকথন শুরু করার জন্য সেই ট্র্যাক্টগুলো ব্যবহার করা। প্রথম সাক্ষাতে অথবা পুনর্সাক্ষাতে যদি আগ্রহ দেখা যায়, তাহলে আমরা বাইবেল শিক্ষা দেয় বই অথবা অন্য কোনো অধ্যয়ন প্রকাশনা ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখাতে পারি। কীভাবে আমরা ঘরে ঘরে ট্র্যাক্টগুলো অর্পণ করতে পারি? যেহেতু প্রতিটা ট্র্যাক্ট-ই ভিন্ন, তাই যেগুলো আমরা অর্পণ করছি, সেগুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার।
৫. কীভাবে আমরা হয়তো ঘরে ঘরে ট্র্যাক্টগুলোকে অর্পণ করতে পারি?
৫ আমাদের উপস্থাপনা আমাদের এলাকার এবং আমরা যে-ট্র্যাক্টটি ব্যবহার করছি, সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচিত। আমরা গৃহকর্তার হাতে ট্র্যাক্টটি দিয়ে কথোপকথন শুরু করতে পারি। আকর্ষণীয় প্রচ্ছদটি হয়তো তার আগ্রহ জাগিয়ে তুলতে পারে। অথবা আমরা বেশ কয়েকটা ট্র্যাক্ট দেখাতে এবং যেটি গৃহকর্তার কাছে আগ্রহজনক, সেটি তাকে বেছে নিতে বলতে পারি। আমরা যখন এমন এলাকায় কাজ করি, যেখানে লোকেরা তাদের দরজা খুলতে ইতস্তত বোধ করে, তখন আমরা এমনভাবে ট্র্যাক্টটি ধরে রাখতে পারি যাতে গৃহকর্তা সেটির প্রচ্ছদটি দেখতে পান অথবা আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি যে, দরজার তলা দিয়ে কিছু ঢুকিয়ে দিতে পারি কি না, যাতে সেটার বিষয়ে আমরা তার মতামত জানতে পারি। ট্র্যাক্টের শিরোনামটি যদি প্রশ্নের আকারে হয়ে থাকে, তাহলে আমরা হয়তো সেটির বিষয়ে তার মতামত প্রকাশ করতে বলতে পারি। অথবা আমরা নিজেরাও এমন কোনো প্রশ্ন তৈরি করতে পারি, যেটা আগ্রহ জাগাবে এবং কথোপকথনকে প্রাণবন্ত করে তুলবে। এরপর আমরা গৃহকর্তার কাছে ট্র্যাক্টের বিষয়বস্তু থেকে একটা অংশ পড়ার সময়, বিষয়বস্তুতে থাকা প্রশ্নগুলোতে থামতে ও সেগুলোর ওপর তার মতামত প্রকাশ করতে আমন্ত্রণ জানাতে পারি। মুখ্য শাস্ত্রপদগুলো বাইবেল থেকে পড়া যেতে পারে। বিষয়বস্তুর কিছুটা বিবেচনা করার পর, আমরা আলোচনা শেষ করতে এবং পুনরায় ফিরে যাওয়ার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থাদি করতে পারি। ঘরে পাওয়া যায়নি এমন বাড়িগুলোতে সাহিত্য ছেড়ে আসা যদি সাধারণত মণ্ডলীর ব্যবস্থা হয়ে থাকে, তাহলে গৃহকর্তা যদি ঘরে না থাকেন, সেক্ষেত্রে আমরা হয়তো লোকেদের চোখে পড়ে না এমনভাবে একটা ট্র্যাক্ট ছেড়ে আসতে পারি।
৬. রাস্তায় সাক্ষ্যদান করার সময় কীভাবে ট্র্যাক্টগুলো ব্যবহার করা যেতে পারে?
৬ রাস্তায় সাক্ষ্যদান: রাস্তায় সাক্ষ্যদান করার সময় আপনি কি ট্র্যাক্টগুলো ব্যবহার করেছেন? কিছু পথচারী তাড়াহুড়োতে থাকে বলে আমাদের সঙ্গে কথা বলার জন্য থামতে চায় না। তারা সত্যিই আগ্রহী কি না, তা বোঝা হয়তো কঠিন হতে পারে। তারা সেগুলো পড়বে কি না তা না জেনেই তাদের হাতে সাম্প্রতিক পত্রিকাগুলো দেওয়ার পরিবর্তে, তাদেরকে একটা ট্র্যাক্ট দিন না কেন? প্রচ্ছদটি আকর্ষণীয় ও বার্তাটি সংক্ষিপ্ত হওয়ার ফলে, লোকেদের হাতে যখন সামান্যই সময় থাকে, তখন সেটির প্রতি কৌতুহল হয়তো তাদেরকে ট্র্যাক্টটি পড়তে পরিচালিত করতে পারে। অবশ্য, তারা যদি তাড়াহুড়োতে না থাকে, তাহলে আমরা তাদের সঙ্গে ট্র্যাক্টের কিছু বিষয় আলোচনা করতে পারি। তবে, চারদিকে লক্ষ রাখুন এবং যারা সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে হয়, তাদেরকে এড়িয়ে চলুন।
৭. সেই অভিজ্ঞাগুলোর বিষয় বর্ণনা করুন, যেগুলো দেখায় যে, কীভাবে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদানের সময়ে ট্র্যাক্টগুলো ব্যবহার করা যেতে পারে।
৭ রীতিবহির্ভূত সাক্ষ্যদান: ট্র্যাক্টগুলো দিয়ে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করা সহজ। একজন ভাই বাড়ি থেকে বের হওয়ার সময় তার পকেটে কয়েকটা ট্র্যাক্ট রাখেন। যখনই কারো সঙ্গে তার সাক্ষাৎ হয়, যেমন একজন দোকানদার, তখন তিনি শুধু তাকে কিছু পড়ার জন্য প্রস্তাব দেন এবং তারপর তার হাতে একটা ট্র্যাক্ট দেন। এক দম্পতি যখন একটা শহরের দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে গিয়েছিল, তখন তারা উপলব্ধি করেছিল যে, সেখানে বিভিন্ন দেশ থেকে আসা লোকেদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। তারা নিজেদের সঙ্গে জাতির (ইংরেজি) নামক পুস্তিকাটি ও বিভিন্ন ভাষার কয়েকটা ট্র্যাক্ট নিয়েছিল। এরপর, তারা যখন রাস্তার পাশে কোনো জিনিস বিক্রেতাকে অথবা তাদের কাছাকাছি পার্ক বা কোনো রেস্তরাঁর ভিতরে বসে থাকা কাউকে অন্য ভাষায় কথা বলতে শুনেছিল, তখন তারা সেই ব্যক্তির ভাষায় তাকে একটা ট্র্যাক্ট দিয়েছিল।
৮. কীভাবে ট্র্যাক্টগুলো বীজের মতো?
৮ “আপন বীজ বপন কর”: ট্র্যাক্টগুলোকে বীজের সঙ্গে তুলনা করা যেতে পারে। একজন কৃষক তার বীজ সর্বত্র ছড়িয়ে দেন কারণ তিনি জানেন না যে, কোন বীজগুলো অঙ্কুরিত হয়ে বেড়ে উঠবে। উপদেশক ১১:৬ পদ বলে: “তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। কেননা ইহা কিম্বা উহা, কোন্টা সফল হইবে, কিম্বা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জান না।” তাই, আমরা যেন এই অত্যন্ত কার্যকারী সাক্ষ্যদানের হাতিয়ারটির মাধ্যমে ‘জ্ঞান ছড়াইয়া দিই।’—হিতো. ১৫:৭.
[৩ পৃষ্ঠার ব্লার্ব]
যেহেতু সাক্ষ্যদানের জন্য ট্র্যাক্টগুলো হল এক কার্যকারী হাতিয়ার, তাই নভেম্বর মাস থেকে শুরু করে, মাঝে মাঝে মাসের অর্পণ হিসেবে সেগুলো দেওয়া হবে