খ্রিস্টীয় জীবনযাপন
যেভাবে ট্র্যাক্ট ব্যবহার করে কথোপকথন শুরু করা যায়
২০১৮ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র প্রথম পৃষ্ঠায় কথোপকথনের নমুনার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। লোকেদের কাছে শুধুমাত্র সাহিত্যাদি অর্পণ করাই নয় বরং তাদের সঙ্গে কথোপকথন করার উপর মনোযোগ দিতে আমাদের উৎসাহিত করা হয়েছিল। প্রকাশকদের কথোপকথন শুরু করতে সাহায্য করার জন্য নমুনা হিসেবে দেওয়া ভিডিওগুলোতে দেখানো হয়েছিল, কীভাবে শুধুমাত্র বাইবেল ব্যবহার করে একটা কথোপকথন শুরু করা যায়। কিন্তু এর অর্থ কি এই যে, ঘরে ঘরে প্রচার করার সময় আমরা সাহিত্যাদি ব্যবহার করব না? কখনোই না! উদাহরণ স্বরূপ, কথোপকথন শুরু করার জন্য ট্র্যাক্ট একটা কার্যকরী উপায় হতে পারে। যেকোনো ট্র্যাক্ট ব্যবহার করার সময় আমরা নীচে দেওয়া পরামর্শ কাজে লাগাতে পারি:
ট্র্যাক্টের প্রথম পৃষ্ঠায় দেওয়া প্রশ্নটা জিজ্ঞেস করুন।
দ্বিতীয় পৃষ্ঠায় উপরে দেওয়া বাইবেলের উত্তরটা দেখান। সময় থাকলে, ট্র্যাক্টের ভিতরে দেওয়া কয়েকটা তথ্য পড়ুন ও সেগুলো নিয়ে আলোচনা করুন।
গৃহকর্তাকে ট্র্যাক্ট দিন এবং তাকে তার সময় মতো বাকি অংশটা পড়ার জন্য উৎসাহিত করুন।
চলে আসার আগে “চিন্তা করার মতো বিষয়”-এর অধীনে প্রশ্নটা দেখান এবং পরের বার বাইবেল থেকে উত্তরটা আলোচনা করার ব্যবস্থা করুন।
আপনি যখন ফিরে যাবেন, তখন উত্তরটা নিয়ে আলোচনা করুন এবং পরের বার আলোচনা করার জন্য আরেকটা প্রশ্ন ছেড়ে আসুন। আপনি হয়তো আমাদের ওয়েবসাইট কিংবা ট্র্যাক্টের পিছনের পৃষ্ঠায় দেওয়া প্রকাশনা থেকে একটা প্রশ্ন বাছাই করতে পারেন। কোনো উপযুক্ত সময়ে ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার কিংবা শিক্ষাদানের হাতিয়ার বাক্সের অন্য কোনো অধ্যয়ন প্রকাশনার সঙ্গে পরিচয় করান।