১৫ অক্টোবর সপ্তাহের তালিকা
১৫ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৫ অনু. ১৮-২৩, ১৫৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দানিয়েল ১০-১২ (১০ মিনিট)
নং. ১: দানিয়েল ১১:১৫-২৭ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে খ্রিস্টানরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে না—রোমীয় ১২:১৮-২১ (৫ মিনিট)
নং. ৩: যিশুর বিশেষ ভূমিকা কী?—bh পৃষ্ঠা ৩৮ অনু. ৪-পৃষ্ঠা ৪০ অনু. ৯ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: পরিচর্যায় সদয়ভাব ও দক্ষতা প্রদর্শন করুন। ২০১২ সালের ১৫ মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ১৩ পৃষ্ঠার ১৫-১৮ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা।
২০ মিনিট: “সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য ট্র্যাক্টগুলো ব্যবহার করুন।” প্রশ্নোত্তর। ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, নভেম্বর মাসে যে-ট্রাক্টগুলো অর্পণ করা হবে, তা সংক্ষেপে পুনরালোচনা করুন এবং সেটার একটা নমুনা প্রদর্শন করে দেখান। ৭ অনুচ্ছেদ আলোচনা করার সময়, কীভাবে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সময় এই ট্রাক্টগুলো ব্যবহার করা যায়, সেই বিষয়ে নমুনা প্রদর্শন করে দেখান।
গান ১৭ এবং প্রার্থনা