আমরা সুসমাচার প্রচার করি
১ “মঙ্গলের সুসমাচার” প্রচার করার কী এক অপূর্ব সুযোগই না আমাদের রয়েছে! (রোমীয় ১০:১৫) আজকে চারদিকে লোকেদের মধ্যে শুধুই অশান্তি এবং হতাশা। কিন্তু আমাদের কাছে এমন এক খবর আছে যা তাদেরকে সতেজ করবে আর সেই খবর আমরা তাদেরকে জানাতে চাই। কীভাবে আমরা তাদেরকে বুঝতে সাহায্য করতে পারি যে আমরা “মঙ্গলের সুসমাচার” প্রচার করছি?—যিশা. ৫২:৭.
২ ভাল খবর শোনান: আমরা যদি প্রচারে গিয়ে ভাল বিষয় নিয়ে কথা বলি, তাহলে তা ভাল ফল নিয়ে আসবে। তাই লোকেদের কাছে আমরা কী বলব এবং কোন্ পত্রিকাটা দেখাব তা ঠিক করার সময় আমাদেরকে ভাল খবর বলার জন্য তৈরি হতে হবে। আস্থা এবং উদ্যোগের সঙ্গে বাইবেল থেকে পাওয়া আমাদের আশা জানিয়ে আমরা এমন ফল আশা করতে পারি যা আমাদেরকে উৎসাহ দেবে।—হিতো. ২৫:১১.
৩ প্রচারে গেলে লোকেরা যখন আমাদেরকে বলে যে কীভাবে এই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে তারা কষ্ট পাচ্ছে তখন আমরা তাদেরকে সমবেদনা জানিয়ে দুএক কথা বলতে পারি কিন্তু আমাদের এও বলা উচিত যে একমাত্র ঈশ্বরের রাজ্য মানুষের এই সমস্যাগুলোর প্রকৃত সমাধান নিয়ে আসবে। এছাড়াও যিহোবার “প্রতিশোধের দিন” যে এগিয়ে আসছে তা নিয়ে আলোচনা করার সময় আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে এটা কীভাবে “নম্রগণের কাছে সুসমাচার।” (যিশা. ৬১:১, ২) যারা আমাদের কথা শোনেন তাদেরকে আমরা আশ্বাস দিতে পারি যে যিহোবা যা কিছুই করেন তা আমাদের জন্য অনেক সুখ এবং ভাল ফল নিয়ে আসবে।
৪ খুশি মনে সত্য জানান: লোকেরা যখন আমাদের হাশিখুশি চেহারা দেখেন এবং দেখেন যে আমরা খুব আস্থা নিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তখন তারা আরও ভাল করে আমাদের কথা শোনেন। আমরা যদি আমাদের চেহারার মধ্যে আশাবাদী মনোভাব ফুটিয়ে তুলি, তাহলে যারা আমাদের কথা শোনেন তারা বুঝতে পারবেন যে আমরা ‘প্রত্যাশায় আনন্দ করি।’ (রোমীয় ১২:১২) আর এর ফলে তারা হয়তো আরও মন দিয়ে সুসমাচার শুনবেন। তাই প্রচারে গিয়ে সবসময় ভাল এবং হাশিখুশি মনোভাব দেখানোর ঠিক-ঠিক কারণ আমাদের রয়েছে।
৫ আমরা শুধু সুসমাচারই জানাই না, আরও বেশি কিছু করি। আমরা লোকেদেরকে এখন আর সেইসঙ্গে ভবিষ্যতে আরও ভাল জীবনের এক নিশ্চিত আশা দিই। (১ তীম. ৪:৮) যখন আমরা লোকেদের কাছে যাই, আমাদের কথাবার্তা দেখাবে যে আমরা যা বলি তা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আর আমাদের এই মনোভাবই লোকেদের সুসমাচার শুনতে সাহায্য করবে। আমরা যা বলি এবং যেভাবে বলি তার প্রতি মনোযোগ দিয়ে আসুন আমরা লোকেদেরকে যে সুসমাচার জানাচ্ছি তা মেনে নেওয়ার জন্য সৎহৃদয়ের লোকেদের উৎসাহ দিই!