আপনি কি ত্যাগস্বীকার করেন?
১ যীশু খ্রীষ্ট তাঁর নিজের কথা চিন্তা না করে, সমস্ত মানুষের জন্য অনেক কিছু করেছেন। আর তার জন্য কৃতজ্ঞ হয়ে আমাদেরও আমাদের সমস্ত ক্ষমতা ও শক্তিকে নিঃস্বার্থভাবে কাজে লাগানো উচিত। বাইবেল আমাদের বলে: “তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর।” (রোমীয় ১২:১) আমরা যদি সবসময় নিজেদের পরীক্ষা করি, তাহলে তা আমাদের দেখাবে যে আমরা আমাদের সাধ্যমতো ত্যাগস্বীকার করছি কি না।
২ বাইবেলের জ্ঞান নেওয়ার সময়: রোজ বাইবেল পড়ে তার ওপর ধ্যান করার জন্য আপনি কি সময় করে নেন? আপনি কি বছরের পর বছর বা মাসের পর মাস তা করেন? আপনি কি সবসময় মিটিংয়ের জন্য তৈরি হন? আপনি যদি পরিবারের মস্তক হন, তাহলে পরিবারের সঙ্গে আপনি কি নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন করেন? ওপরে বলা এই কাজগুলো করতে গিয়ে আপনাকে হয়তো অনেকখানি ত্যাগস্বীকার করতে হবে। যে সময় আপনি টেলিভিশন, কমপিউটার বা অন্যান্য জিনিসের পেছনে দিতেন তার থেকে কিছুটা সময় নিয়ে হয়তো আপনাকে এখানে দিতে হবে। কিন্তু, একটু ভেবে দেখুন যে এই ত্যাগস্বীকার, বাইবেল পড়ে আমরা যে আশীর্বাদ পাব তার তুলনায় কতই না ছোট! হ্যাঁ, বাইবেলের জ্ঞান আমাদের অনন্ত জীবন পেতে সাহায্য করবে!—যোহন ১৭:৩.
৩ ছেলেমেয়েদেরকে শেখানোর সময়: একেবারে বাচ্চা বয়সেই ছেলেমেয়েদের সবচেয়ে ভাল করে ত্যাগস্বীকার করতে শেখানো যায়। আপনার ছেলেমেয়েদের শেখান যে খেলার জন্য যেমন সময় আছে তেমনই ঘরের কাজকর্ম করার আর ঈশ্বরের সেবা করার জন্যও সময় আছে। (ইফি. ৬:৪) তাদেরকে ঘরের টুকটাক কাজ করতে দিন যেন তারা তার থেকে কিছু শিখতে পারে। এমন একটা তালিকা বানান যাতে আপনি নিয়মিত তাদেরকে সঙ্গে নিয়ে প্রচারে যেতে পারেন। আপনি তাদের যা কিছু শেখান, তা তখনই আরও বেশি কাজের হবে যখন আপনি নিজে তাদের সামনে এক ভাল উদাহরণ হবেন।
৪ মণ্ডলীর কাজ করার সময়: সব ভাইবোনেরা যখন অন্যদের ভালর কথা ভেবে খুশি মনে ত্যাগস্বীকার করেন তখন মণ্ডলীতে প্রেম বেড়ে যায়। (ইব্রীয় ১৩:১৬) রাজ্যের সুসমাচার প্রচার এবং শিষ্য তৈরির কাজে আপনি কি আরও কিছুটা বেশি সময় দিতে পারেন? আপনি কি অসুস্থ বা বয়স্ক ভাইবোনদের সাহায্য করতে পারেন, যেমন মিটিংগুলোতে কি তাদের সঙ্গে করে নিয়ে আসতে পারেন?
৫ যীশু তাঁর মানব জীবন বলি দিয়ে সবচেয়ে বড় ত্যাগস্বীকার করেছিলেন। আর তা করার আগে তিনি তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন, তারা যেন রাজ্যের কাজকে তাদের জীবনে অন্য সমস্ত কিছুর আগে রাখেন। (মথি ৬:৩৩) সত্যিই আমরা যদি ত্যাগস্বীকার করে চলি, তাহলে আমরা সুখী হব আর চিরকাল খুশি মনে যিহোবার সেবা করে চলতে পারব।