ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০০ পৃষ্ঠা ৩-৪
  • এপ্রিল—ভাল কাজ করার মাস!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল—ভাল কাজ করার মাস!
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো
  • এই বছর স্মরণার্থক সভার তারিখ হল ১৯শে এপ্রিল, বুধবার। প্রাচীনেরা নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন:
  • ২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থক অনুস্মারকগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০০ পৃষ্ঠা ৩-৪

এপ্রিল—ভাল কাজ করার মাস!

১ ঘনবসতি এলাকায় যখন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখা দেয়, তখন লোকেদেরকে সাবধান করা খুবই জরুরি। ঝড় আসার সময় যতই এগিয়ে আসে, লোকেদেরকে তত বেশি করে সাবধান করা দরকার হয়ে পড়ে। কেন? কারণ লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে! কেউ কেউ হয়তো আগে যখন সাবধান করা হয়েছিল, তা শোনেননি। অন্যেরা হয়তো শুনছেন কিন্তু তাতে খুব একটা কান দেননি, অবহেলা করেছেন। এইরকমই আজকে আমাদের সামনে যে বিপদ রয়েছে, সে সম্বন্ধে লোকেদেরকে সাবধান করার দায়িত্ব যিহোবা আমাদের দিয়েছেন কারণ খুব শীঘ্রিই তাঁর ক্রোধের “ঘূর্ণবায়ু” বয়ে গিয়ে এই দুষ্ট জগৎকে ধ্বংস করে দেবে। (হিতো. ১০:২৫) লাখ লাখ লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে! তাই লোকেদেরকে আমাদের সাবধান করতে হবে। আমাদেরকে “ভাল কাজ করতে আগ্রহী” হতে হবে।—তীত ২:১১-১৪, প্রেমের বাণী।

২ অনেক বছর ধরেই যিহোবার সাক্ষিদের স্মরণার্থক মরশুমে বেশি করে প্রচার করতে বলা হয়। ১৯৩৯ সালের বসন্তকালে ইন্‌ফরম্যান্ট (আজকে যার নাম আমাদের রাজ্যের পরিচর্যা) উৎসাহ দিয়ে কিছু বলেছিল। এতে লেখা হয়েছিল, “যেহেতু বসন্তকাল এসে গেছে এবং আবহাওয়াও খুব ভাল, তাই এই সময়ে প্রকাশক ও অগ্রগামীরা মিলে আরও বেশি করে প্রচার করতে পারেন। এপ্রিল মাসে পাঁচটা রবিবার আছে। এছাড়া পাঁচটা শনিবারও আছে। তাই এপ্রিল মাসের প্রতি শনি এবং রবিবারকে . . . প্রচার করার এক বিশেষ সময় বলে মনে করুন।” ৬০ বছর আগে আমাদের ভাইদের জন্য এরকম একটা কঠিন লক্ষ্য ছিল। আর ১৯৩৯ সালের মতো এই বছরও এপ্রিল মাসে পুরো পাঁচটা শনি-রবিবার আছে। এই মাসে আপনি কী করবেন বলে ঠিক করেছেন? ২০০০ সালের এপ্রিল মাসে কোন্‌ দিন কী করবেন, তা ঠিক করে আপনি কি আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছেন? এই বিশেষ মাসে যখন বেশি করে প্রচার করার জন্য যিহোবার লোকেরা চেষ্টা করবেন তখন আপনিও তাদের সঙ্গে এই ভাল কাজ করার জন্য এখনই মনকে তৈরি করুন না কেন।

৩ আমরা যা করব বলে আশা করছি: ২০০০ সালের সবচেয়ে বিশেষ দিনটা এই মাসে পড়েছে। এটা হল ১৯শে এপ্রিল, যীশুর মৃত্যু বার্ষিকী। তাই যত বেশিজনকে পারা যায় এই স্মরণার্থক সভায় আসার জন্য বলতে চেষ্টা করুন। গত মাসে যেমন বলা হয়েছিল, স্মরণার্থক সভায় আপনি কাদেরকে আসতে বলবেন তার একটা তালিকা তৈরি করুন আর ভাল করে পরীক্ষা করে দেখুন যে কেউ বাদ পড়েছে কিনা। আপনার এই তালিকায় যে ভাইবোনেরা মিটিং, প্রচারে আসা বন্ধ করে দিয়েছেন, যাদের সঙ্গে আপনি বাইবেল স্টাডি করছেন ও পুনর্সাক্ষাৎ করেছেন, যারা আগে আপনার সঙ্গে বাইবেল স্টাডি করতেন, আপনার কাজের জায়গার লোকেরা, স্কুল-কলেজের বন্ধুরা, প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং যাদেরকে আপনি চেনেন তারা সবাই থাকবেন। যাদের নিজেদের গাড়ি আছে তারা, যাদের দরকার তাদেরকে গাড়িতে করে সভায় নিয়ে আসতে পারেন। স্মরণার্থক সভায় যারা আসবেন তাদের সবার কাছে গিয়ে আমরা শুভেচ্ছা জানাতে পারি। স্মরণার্থক সভার পর আমরা এই আগ্রহী ব্যক্তিদের সঙ্গে বাইবেলের আরও কিছু বিষয় আলোচনা করার জন্য তাদের কাছে যেতে পারি।

৪ স্মরণার্থক সভার আগে ও পরে “ভাল কাজ করতে আগ্রহী” হয়ে আমরা দেখাতে পারি যে যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। যেহেতু এই মাসে দিন বড় তাই আমরা অনেকেই আরও বেশি করে সুসমাচার প্রচার করার চেষ্টা করতে চাই। আপনি যদি সহায়ক অগ্রগামীর কাজ করছেন, তাহলে আপনি হয়তো মাসে ৫০ ঘন্টা বা তারও কিছু বেশি ঘন্টা প্রচার করতে চেষ্টা করবেন। (মথি ৫:৩৭) আপনি যে তালিকা তৈরি করেছেন, মাসের শুরু থেকে সেটা মেনে চলতে চেষ্টা করুন। (উপ. ৩:১; ১ করি. ১৪:৪০) যারা অগ্রগামীর কাজ করছেন তাদেরকে উৎসাহ দিয়ে এবং তাদের সঙ্গে প্রচারে গিয়ে আমরা আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করতে পারি। (২ রাজাবলি ১০:১৫, ১৬ পদের সঙ্গে তুলনা করুন।) এপ্রিল মাসে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে বীজ বুনি, তাহলে আমরা আনন্দিত হব এবং যিহোবার কাছ থেকে আশীর্বাদ পাব। (মালাখি ৩:১০) সহায়ক বা নিয়মিত অগ্রগামীর কাজ করে চলার জন্য এটাই হয়তো আমাদের সূচনা হতে পারে। তাই এপ্রিল মাসে প্রচারে আমরা যে উৎসাহ দেখাব, তা যেন এর পরের মাসগুলোতেও থাকে আর আমরা যেন নিয়মিত রাজ্যের সুসমাচার প্রচার করে চলি।

৫ কোন সন্দেহ নেই যে হাজার হাজার যিহোবার সাক্ষি এই মাসে আরও বাইবেল স্টাডি শুরু করতে পারবেন। আপনিও কি একটা বাইবেল স্টাডি শুরু করতে চান? বিশেষ করে একটা স্টাডি পাওয়ার জন্য প্রার্থনা করুন আর প্রার্থনার সঙ্গে মিল রেখে স্টাডি পাওয়ার জন্য চেষ্টা করুন। আপনি নিশ্চিত হতে পারেন যে ভাল মনের একজন ব্যক্তিকে বাইবেল শেখানোর জন্য আপনার ইচ্ছায় যিহোবা খুশি হবেন। আর তিনি এইরকম এক ব্যক্তিকে খুঁজে পেতে আপনাকে সাহায্য করবেন।—১ যোহন ৩:২২.

৬ এখানে একটা ভূমিকা দেওয়া হল, যা বলে প্রচারে খুবই ভাল ফল পাওয়া গেছে। আপনি এই বলে শুরু করতে পারেন: “আজকে যুবক-যুবতীরা যে এত উশৃঙ্খল হয়ে উঠেছে তার কারণ কী বলে আপনি মনে করেন, মন্দ দূতেদের প্রভাব না তাদের বাবামায়েরা তাদেরকে ঠিক মতো শিক্ষা দেন না?” উত্তরের জন্য অপেক্ষা করুন। যদি গৃহকর্তা বলেন যে এটা “মন্দ দূতেদের প্রভাব,” তাহলে প্রকাশিত বাক্য ১২:৯, ১২ পদ পড়ুন এবং বলুন যে সত্যিই আজকে এই অশান্ত পৃথিবীর জন্য দায়ী শয়তান। এরপর চান ব্রোশারের ৪ অধ্যায় খুলুন এবং তাকে জিজ্ঞেস করুন, তিনি কখনও ভেবে দেখেছেন কিনা যে শয়তান কে। ৪ অধ্যায়ের প্রথম দুই অনুচ্ছেদ পড়ুন ও আলোচনা করুন। কিন্তু, আপনার গৃহকর্তা যদি বলেন যে “বাবামায়েরা তাদের ঠিক মতো শিক্ষা দেন না,” তাহলে ২ তীমথিয় ৩:১-৩ পদ পড়ুন এবং বলুন, এখানে যে দোষগুলোর কথা বলা আছে সেগুলো আজকে মানুষের মধ্যে খুব বেশি করে আছে বলেই এই সমস্যাগুলো হচ্ছে। এরপর চান ব্রোশারের ৮ অধ্যায় খুলুন এবং ৫ অনুচ্ছেদ পড়ুন ও আলোচনা চালিয়ে যান। আপনি যদি আবার ফিরে যাওয়ার জন্য দিন ঠিক করে আসেন, তাহলে তার মানে হল যে সেই ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত বাইবেল স্টাডি করার সুযোগ পেয়ে গিয়েছেন। পরের বার গিয়ে তাকে জিজ্ঞেস করুন যে অন্য এমন কেউ আছেন কিনা যিনি আপনার মতো বাইবেল শিখতে চান।

৭ এপ্রিল মাসে “ভাল কাজ করতে আগ্রহী” হওয়ার আরেকটা পথ হল সবরকম উপায়ে প্রচার করা। আপনি কি কখনও পার্কে অথবা যেখানে গাড়ি রাখা হয় সেখানে প্রচার করার কথা ভেবেছেন? যেখানে বাস থামে অথবা রেল স্টেশনে? অথবা আপনি কি টেলিফোন, রাস্তায় বা ব্যাবসায়িক এলাকায় প্রচার করার চেষ্টা করেছেন? এই মাসে তা করার চেষ্টা করুন না কেন? যিহোবা আপনাকে সাহস জোগাবেন। (প্রেরিত ৪:৩১; ১ থিষ. ২:২খ) আপনি হয়তো এমন কোন অগ্রগামী বা প্রকাশককে আপনার সঙ্গে কাজ করার জন্য বলতে পারেন, যারা এইসব জায়গায় কাজ করে অভ্যস্ত।

৮ যারা আরও বেশি করে প্রচার করতে চান, তারা যেখানেই লোকেদের পাওয়া যাক না কেন তাদের কাছে প্রচার করতে চাইবেন। প্রায়ই লোকেদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে প্রচার শুরু করা যায়। সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করুন, যেমন ৬ অনুচ্ছেদে একটা বিষয় দেওয়া হয়েছে। একটা ছোট্ট সুযোগকেও হাতছাড়া করবেন না। লোকেদের পেলেই আপনি তাদের সঙ্গে কথা বলুন না কেন এমনকি পাঁচ মিনিট, দশ মিনিট বা পনের মিনিট?

৯ মনে করার সময়: ১৯৯৯-২০০০ সালের “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনের নাটকে যে বিষয়গুলো বলা হয়েছিল, তা মনে করে দেখুন। নাটকের শিরোনাম ছিল আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারকে উপলব্ধি করা। আর এই নাটক আমাদের দেখিয়েছিল যে যাকোব এবং এষৌ কত আলাদা ছিলেন। এষৌ বলেছিলেন, যাকোবের মতো তারও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আছে কিন্তু কাজে এষৌ তা দেখাননি। (আদি. ২৫:২৯-৩৪) এটা আমাদেরকে কতখানি সাবধান করে! যাকোবের মতো আসুন আমরাও যিহোবার আশীর্বাদ পাওয়ার জন্য চেষ্টা করি আর কোন কিছুকে বাধা হতে না দিই। (আদি. ৩২:২৪-২৯) আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারকে কখনও হালকাভাবে না নিয়ে আমাদের আগ্রহকে বাড়ানোর জন্য এপ্রিল এবং সামনের অন্য মাসগুলোতে আমরা কাজ করি না কেন?

১০ “সদাপ্রভুর মহাদিন নিকটবর্ত্তী, তাহা নিকটবর্ত্তী, অতি শীঘ্র আসিতেছে।” (সফ. ১:১৪) রাজ্যের সুসমাচার অবশ্যই লোকদের শোনানো দরকার। কারণ লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে! এই মাসে যিহোবা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন যখন আমরা দেখাই যে আমরা “ভাল কাজ করতে আগ্রহী।”

[৪ পৃষ্ঠার বাক্স]

স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো

এই বছর স্মরণার্থক সভার তারিখ হল ১৯শে এপ্রিল, বুধবার। প্রাচীনেরা নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন:

▪ সভার সময় ঠিক করার জন্য এই বিষয়টা খেয়াল করা দরকার যে প্রতীকগুলো যেন কেবল সূর্যাস্তের পরই সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়।

▪ বক্তা ও অন্য সবাইকে সভার সময় ও জায়গা ঠিক করে জানিয়ে দেওয়া উচিত।

▪ ঠিক করে তৈরি করা রুটি ও দ্রাক্ষারস সংগ্রহ করে হাতের কাছে রাখা উচিত।—ফ্রেব্রুয়ারি ১৫, ১৯৮৫, প্রহরীদুর্গ (ইংরেজি), পৃষ্ঠা ১৯ দেখুন।

▪ আগে থেকে থালা, গ্লাস, একটা ভাল টেবিল ও টেবিলের ঢাকনা হলে নিয়ে আসা ও সেগুলোকে জায়গা মতো রাখা উচিত।

▪ আগে থেকে কিংডম হল অথবা সভার জন্য ঠিক করা অন্যান্য জায়গা ভালভাবে পরিষ্কার করা উচিত।

▪ পরিচারক ও পরিবেশনকারীদের আগে থেকেই ঠিক করে তাদেরকে তাদের কাজ বুঝিয়ে দেওয়া উচিত।

▪ অসুস্থতার জন্য আসতে পারেননি এমন অভিষিক্ত ব্যক্তিদের কাছে প্রতীক নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।

▪ যখন একটার বেশি মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে তখন মণ্ডলীগুলোর একটা আরেকটার সঙ্গে মিলেমিশে কাজ করা দরকার যেন লবিতে, ঢোকার মুখে, ফুটপাতে ও গাড়ি রাখার জায়গায় অযথা ভিড়-ভাট্টা এড়ানো যায়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার