আপনি কি খুব লাজুক?
১ ছোট্ট বাচ্চা কোন অজানা লোককে দেখে তার বাবা কিংবা মায়ের পিছনে গিয়ে লুকায়। ছোট বাচ্চাদের লজ্জা পাওয়া নতুন কিছু নয়। কিন্তু অনেক বড় লোকেরাও লাজুক স্বভাবের হন। এখন এই স্বভাব যদি আমাদের প্রচারে যেতে বাধা দেয়, তাহলে আপনি কী করবেন?
২ লাজুক স্বভাবের সঙ্গে যুদ্ধ করা: এরজন্য আমাদের ‘হৃদয়ের গুপ্ত মনুষ্যের’ দিকে নজর দেওয়া খুব জরুরি। (১ পিতর ৩:৪) যিহোবা ও প্রতিবেশীদের জন্য আপনার প্রেমকে আরও বাড়ান। মনে রাখুন যে অন্যদের নিঃস্বার্থ প্রেম দেখানোর সবচেয়ে ভাল উপায় হল তাদের কাছে প্রচার করা। মন দিয়ে বাইবেল অধ্যয়নের জন্য একটা ভাল তালিকা বানান আর কখনও মিটিং কামাই করবেন না। রোজ প্রার্থনা করুন আর প্রার্থনায় যিহোবাকে বলুন যে বিশেষ করে কোথায় ও কেমন সাহায্যের আপনার দরকার। আপনি যদি যিহোবার ওপর পুরোপুরি ভরসা রাখেন, তাহলে আপনার মনের জোর অনেক বেড়ে যাবে আর আপনি “নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী” হবেন।—ফিলি. ১:১৪.
৩ কক্ষণও মনে আনবেন না যে আপনি কোন কাজের নন। প্রথম শতাব্দীতে তীমথিয়কেও এরকম ভাবনা কাটিয়ে উঠতে হয়েছিল। প্রেরিত পৌল তীমথিয়কে উৎসাহ দেওয়ার জন্য লিখেছিলেন, “তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না।” আর তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে “ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির . . . আত্মা দিয়াছেন।” (১ তীম. ৪:১২; ২ তীম. ১:৭) যিহোবা তীমথিয়কে তাঁর কাজে খুব ভালভাবে ব্যবহার করেছিলেন। তাই আপনিও যদি যিহোবার উপর পুরোপুরি ভরসা রেখে এগিয়ে আসেন, তিনি আপনাকেও তাঁর কাজে ব্যবহার করবেন।—গীত. ৫৬:১১.
৪ যেমন একজন লাজুক বোনকে মথি ১০:৩৭ পদটা খুব সাহায্য করেছিল। তিনি খুবই মুখচোরা ছিলেন আর তার বিরোধী স্বামীকে ভয় পেতেন। কিন্তু যখন এই বোন প্রচারে যেতে থাকেন তার লজ্জা কেটে যায় আর পরে তার স্বামী, মা ও ভাইয়েরা সত্য শেখে!
৫ আগে থেকে তৈরি করা খুব জরুরি: প্রচারে যাওয়ার আগে ভাল করে তৈরি হলে আপনি সাহসের সঙ্গে প্রচার করতে পারবেন। যুক্তি (ইংরেজি) বই বা পুরনো আমাদের রাজ্যের পরিচর্যা থেকে কোন সহজ ভূমিকা খুঁজে বের করুন। সেটা ঘরে ভালভাবে পড়ুন ও বার বার অভ্যাস করুন। অহেতুক চিন্তা না করে বরং সাহস করে এগিয়ে আসুন। অন্য ভাইবোনদের সঙ্গে মিলেমিশে কাজ করে আপনার সাহস বাড়ান। মনে রাখুন যে আপনি যাদের কাছে প্রচারে যাচ্ছেন তাদের কেউ কেউ হয়তো আপনার মতোই লাজুক ও মুখচোরা স্বভাবের। কিন্তু তাদের সবার সুসমাচার শোনা খুবই দরকার।
৬ আপনি যদি লাজুক হন বা লোকেদের সঙ্গে কথা বলতে আপনার ভয়-ভয় করে, তাহলে মনমরা হয়ে পড়বেন না। আপনি চেষ্টা করে চললে যিহোবা আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন, আপনি ভাল করে প্রচার করতে পারবেন। আর তখন প্রচার করে আপনি অনেক আনন্দ পাবেন।—হিতো. ১০:২২.