সমস্ত দিন যিহোবাকে ভয় করুন
১ “সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ।” (গীত. ১১১:১০) যিহোবার প্রতি ভয় আমাদেরকে ভাল কাজ করার জন্য উৎসাহ দেয় আর মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে। (হিতো. ১৬:৬) ঈশ্বরের প্রতি এইরকম ভয় থাকায় আমরা সৃষ্টিকর্তাকে গভীরভাবে শ্রদ্ধা করি আর তাই তাঁর অবাধ্য হই না এবং তাঁকে অসন্তুষ্ট করে এমন কাজ করা থেকে দূরে থাকি। এই ভয় আমাদের মধ্যে গড়ে তুলতে হবে ও সমস্ত দিন তা দেখাতে হবে।—হিতো. ৮:১৩.
২ শয়তানের জগতের আত্মা প্রতিদিন আমাদের ওপর প্রচণ্ড চাপ নিয়ে আসে যাতে আমরা জগতের মন্দ কাজগুলো করি। (ইফি. ৬:১১, ১২) আর আমরা অসিদ্ধ অথবা পাপী বলে স্বাভাবিকভাবেই আমাদের পাপ করতে ইচ্ছা হয়। (গালা. ৫:১৭) তাই, যিহোবার আজ্ঞা মেনে চলতে, সুখী হতে এবং জীবন পেতে হলে আমাদেরকে সমস্ত দিন তাঁকে ভয় করে চলতে হবে।—দ্বিতী. ১০:১২, ১৩.
৩ ইব্রীয় ১০:২৪, ২৫ পদ আমাদেরকে নিয়মিত সভায় আসার জন্য পরামর্শ দেয়, যাতে এই শেষকালে ‘অধিক তৎপর হওয়ার’ জন্য আমরা একে অন্যকে উৎসাহ দিতে পারি। এছাড়াও এই শেষকালে টিকে থাকতে হলে, নিয়মিত সভায় আসা আমাদের জন্য খুবই জরুরি। আমাদের মধ্যে যদি ঈশ্বরকে অসন্তুষ্ট করার ভয় থাকে, তাহলে আমরা প্রতিটা সভায় উপস্থিত থাকব আর সেগুলো যে উদ্দেশ্যে হয় তার মূল্য বুঝতে পারব। যারা ঈশ্বরকে ভয় করেন তারা মনে করেন যে খ্রীষ্টীয় সভাগুলোতে আসা তাদের জন্য এক পবিত্র সুযোগ।
৪ আরেকভাবেও আমরা দেখাতে পারি যে আমরা ঈশ্বরকে ভয় করি আর তা হল আমাদেরকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার যে আজ্ঞা দেওয়া হয়েছে তা মেনে চলে। (মথি ২৮:১৯, ২০; প্রেরিত ১০:৪২) আমাদের প্রচার কাজের মূল উদ্দেশ্য হল যিহোবার প্রতি ভয় গড়ে তুলতে ও তাঁর ইচ্ছা মেনে চলতে অন্যদের সাহায্য করা। পুনর্সাক্ষাৎ করে ও লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করে আর ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছেন সেগুলো শিখিয়ে আমরা ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলতে ও তাঁর ইচ্ছা মেনে চলতে অন্যদের সাহায্য করতে পারি। আর এটা করে আমরা দেখাই যে আমরা যিহোবাকে ভয় করি ও আমাদের প্রতিবেশীদের ভালবাসি।—মথি ২২:৩৭-৩৯.
৫ যারা ঈশ্বরকে ভয় করে না, তারা ঈশ্বরের ব্যবস্থাগুলোর প্রতি কোনরকম উপলব্ধি দেখাতে শেখে না বরং তারা জগতের ধাঁচে নিজেদের মনোভাব গড়ে তোলে অর্থাৎ জগতের চিন্তাধারা অনুসারে চলে। (ইফি. ২:২) তাই, আসুন আমরা ‘ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরকে আরাধনা করার’ দৃঢ় সংকল্প নিই। (ইব্রীয় ১২:২৮) কারণ তা করলে, যারা সমস্ত দিন যিহোবাকে ভয় করেন তারা যে আশীর্বাদগুলো পাচ্ছেন আমরাও তা পাব।