ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০০ পৃষ্ঠা ৮
  • সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ ও আপনার প্রচার করার সুযোগ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ ও আপনার প্রচার করার সুযোগ
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অল্পবয়সিরা—সঙ্গীসাথিদের চাপকে প্রতিরোধ করো
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সমবয়সীদের চাপ—এটা কি আপনার জন্য উপকারী হতে পারে?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আমি সঙ্গীসাথিদের চাপকে প্রতিরোধ করতে পারি?
    তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
  • আপনি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পারেন!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০০ পৃষ্ঠা ৮

সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ ও আপনার প্রচার করার সুযোগ

১ ভাল বা খারাপ যাই হোক না কেন​—⁠সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ খুবই জোরালো এক প্রভাব। যিহোবার দাসেরা আমাদের ওপর ভাল প্রভাব ফেলেন, যা আমাদেরকে খ্রীষ্টীয় জীবনের বিভিন্ন কাজগুলো করতে উদ্দীপিত করে তোলে। (ইব্রীয় ১০:২৪) কিন্তু, খ্রীষ্টীয় নীতির বিপরীতে চলার জন্য সাক্ষি নন এমন লোকেরা আমাদের ওপর চাপ নিয়ে আসতে পারে। তারা হতে পারে আমাদের পরিবারের সদস্য, সহকর্মী, সহপাঠী, পাড়াপড়শি অথবা আমাদের চেনাজানা লোকেরা। তারা হয়তো “[আমাদের] খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম” করতে পারে। (১ পিতর ৩:১৬) সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপের মুখেও আমরা কীভাবে প্রচার করে চলার সংকল্পে অটল থাকতে পারি?

২ পরিবারের সদস্যরা: কখনও কখনও যিহোবার সাক্ষি নন এমন একজন স্বামী ও বাবা হয়তো চান না যে তার স্ত্রী ও ছেলেমেয়েরা প্রচার করুক। মেক্সিকোর একটা পরিবারে অবস্থা এইরকম ছিল। এক ব্যক্তির স্ত্রী ও সাত ছেলেমেয়ে সত্যে আসে। প্রথমে, তিনি তাদের বিরোধিতা করেছিলেন কারণ তিনি চাইতেন না যে তার স্ত্রী ও ছেলেমেয়েরা ঘরে-ঘরে প্রচারে গিয়ে লোকেদেরকে বাইবেলের সাহিত্যাদি দিক। তাদের এই কাজকে তিনি সম্মানজনক কাজ বলে মনে করতেন না। কিন্তু তবুও, তার স্ত্রী ও ছেলেমেয়েরা যিহোবাকে সেবা করার ও নিয়মিত প্রচারে বের হওয়ার সিদ্ধান্তে অটল থাকে। পরে, এই ব্যক্তি প্রচার কাজের জন্য ঈশ্বরের যে ব্যবস্থা সেটা মেনে নেওয়ার মূল্য বুঝতে পারেন আর তাই তিনিও যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেন। সত্যকে নিজের করে নিতে তার ১৫ বছর সময় লেগেছিল। কিন্তু, তার স্ত্রী ও ছেলেমেয়েরা যদি প্রচার কাজে লেগে না থাকত, তাহলে কি তিনি কখনও সত্যকে নিজের করে নিতেন?​—⁠লূক ১:৭৪; ১ করি. ৭:⁠১৬.

৩ সহকর্মীরা: আপনি যখন আপনার সহকর্মীদের কাছে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিলেন তখন কেউ কেউ হয়তো আপনার কথা শুনতে চায়নি। একজন বোন বলেন যে অফিসে তিনি যখন জগতের শেষ সম্বন্ধে আলোচনা করছিলেন তখন তার সহকর্মীরা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছিল কারণ তিনি তাদেরকে মথি ২৪ অধ্যায়টা পড়তে বলেছিলেন। কিন্তু কয়েকদিন পরে, তার একজন সহকর্মী তাকে বলেন যে তিনি এই অধ্যায়টা পড়ে খুবই অবাক হয়েছেন। ওই বোন তাকে একটা বই দেন এবং ওই মহিলা ও তার স্বামীর সঙ্গে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা করেন। প্রথম অধ্যয়নটা রাত দুটো পর্যন্ত চলে। তৃতীয় বার অধ্যয়নের পর তারা সভাগুলোতে আসতে শুরু করেন আর তার কিছু পরেই তারা সিগারেট খাওয়া ছেড়ে দেন ও প্রচারে যেতে শুরু করেন। আমাদের এই বোন যদি অন্যদেরকে তার আশার কথা জানানোর চেষ্টা না করতেন, তাহলে কি এমনটা হতো?

৪ সহপাঠীরা: স্কুলে সঙ্গী-সাথিদের কাছ থেকে চাপ আসা ও তাদের কাছে প্রচার করলে অন্যরা তাদেরকে নিচু চোখে দেখবে, এই ভয় সাক্ষি যুবক-যুবতীদের জন্য অস্বাভাবিক কিছু নয়। আমেরিকা থেকে একজন যুবতী বোন বলে: “আমাকে নিয়ে ঠাট্টা করবে ভেবে অন্য যুবক-যুবতীদের কাছে প্রচার করতে আমি খুব ভয় পেতাম।” তাই এই যুবতী বোন স্কুলের বন্ধুদের কাছে এবং তার এলাকায় প্রচার করার সুযোগগুলোকে এড়িয়ে চলত। কিন্তু সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপকে সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য তুমি কীভাবে শক্তি পেতে পার? যিহোবার অনুমোদনের চেষ্টা করে তাঁর ওপর বিশ্বাস রাখ। (হিতো. ২৯:২৫) প্রচারে ঈশ্বরের বাক্য ব্যবহার করার ক্ষমতাকে গর্বের বিষয় বলে মনে কর। (২ তীম. ২:১৫) যে যুবতী বোনের কথা ওপরে বলা হয়েছে সে যিহোবার কাছে প্রার্থনা করে এবং সহপাঠীদের কাছে কথা বলার ইচ্ছা গড়ে তোলার জন্য যিহোবার কাছে সাহায্য চায়। এরপর সে তার স্কুলের বন্ধুদের কাছে যখনই সুযোগ হয় সাক্ষ্য দিতে শুরু করে আর এতে সে শীঘ্রিই ভাল ফলও পায়। অল্পদিনের মধ্যেই সে জানাশোনা সকলের কাছেও প্রচার করতে শুরু করে। শেষে সে বলে: “এই যুবক-যুবতীরা ভবিষ্যতের আশা রাখে ও তাদের তা দরকারও আর তাদেরকে সাহায্য করার জন্য যিহোবা আমাদেরকে কাজে লাগাচ্ছেন।”

৫ পাড়াপড়শিরা: আমরা যিহোবার সাক্ষি বলে এবং আমরা যা বিশ্বাস করি তার জন্য আমাদের পাড়াপড়শিরা অথবা আমাদের চেনাজানা লোকেরা হয়তো আমাদের প্রতি বিরক্ত হতে পারে। আমাদের সম্পর্কে তারা যা মনে করে তাতে যদি আপনি ভয় পান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন: ‘তারা কি সেই সত্য জানে, যা অনন্ত জীবন দেবে? তাদের হৃদয়ে পৌঁছানোর জন্য আমি কী করতে পারি?’ একজন সীমা অধ্যক্ষ বলেছিলেন যে একটু একটু করে যদি নিয়মিত সাক্ষ্য দেওয়া যায়, তাহলে ভাল ফল পাওয়া যায়। তাই সবসময় ভাল লোকেদের খুঁজে পেতে যে শক্তি ও বুদ্ধির প্রয়োজন তার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন।​—⁠ফিলি. ৪:⁠১৩.

৬ সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপের মুখে হার মেনে নিলে তাতে হয়তো বিরোধিরা খুশি হবে কিন্তু তাতে তাদের কি কোন লাভ হবে বা এতে আমাদের কি কোন উপকার হবে? যীশুর নিজের সমাজের লোকেরা তাঁর বিরোধিতা করেছিল। এমনকি যীশুকে তাঁর সৎ ভাইদের কটু কথা সহ্য করতে হয়েছিল। কিন্তু তিনি জানতেন, ঈশ্বর যে কাজের জন্য তাঁকে পাঠিয়েছেন সেই কাজ করে চলেই তিনি তাদেরকে সাহায্য করতে পারেন। তাই যীশু “আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন।” (ইব্রীয় ১২:​২, ৩) আমাদেরও তাই করা দরকার। তাই প্রচার করার যে সুযোগ আপনার আছে সেটা ভালভাবে কাজে লাগানোর জন্য দৃঢ় সংকল্প নিন। কারণ তা করে “তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিবে।”​—⁠১ তীম. ৪:⁠১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার