ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ৮
  • যিহোবা শক্তি দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা শক্তি দেন
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর”
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা আপনাকে শক্তি দেবেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ৮

যিহোবা শক্তি দেন

 ১ প্রেরিত পৌল সম্পর্কে আপনার ধারণা কী? আমরা যখন প্রেরিতের পুস্তক পড়ি তখন বুঝতে পারি যে যিহোবার কাজে তিনি কত পরিশ্রমী ছিলেন। পৌল তার সব কাজ কীভাবে সম্পন্ন করেছিলেন? তিনি বলেছিলেন: “যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।” (ফিলি. ৪:১৩) যিহোবা যে শক্তি দেন তার থেকে আমরাও উপকার পেতে পারি। কীভাবে? আমাদের সতেজ করতে ও আধ্যাত্মিকভাবে শক্তি জোগাতে তিনি যে ছটা ব্যবস্থা করেছেন, তা কাজে লাগিয়ে আমরাও উপকার পেতে পারি।

 ২ ঈশ্বরের বাক্য: শরীরকে শক্তিশালী রাখতে যেমন আমাদের অবশ্যই খাবার খেতে হয়, তেমনই আধ্যাত্মিকভাবে সজাগ থাকার জন্য ঈশ্বরের বাক্য থেকে আমাদের অবশ্যই পুষ্টি নেওয়া উচিত। (মথি ৪:⁠৪) বাইবেলই সেই শক্তি জোগায়, যা আমাদের পুষ্টি দিতে পারে। সত্যের জন্য আমাদের উদ্যোগ ও উদ্যম বজায় রাখার জন্য সম্ভব হলে রোজ ব্যক্তিগত অধ্যয়ন ও ধ্যান করা দরকার।​—⁠গীত. ১:​২, ৩.

 ৩ প্রার্থনা: বিশেষ করে দরকারের সময়গুলোতে যিহোবার নিকটবর্তী হওয়া খুবই জরুরি। যিহোবা তাঁর আত্মার মাধ্যমে তাদেরকে শক্তি জোগান, যারা প্রার্থনা করে তাঁর কাছে সাহায্য চান। (লূক ১১:১৩; ইফি. ৩:১৬) শাস্ত্র আমাদেরকে ‘প্রার্থনায় নিবিষ্ট থাকতে’ উৎসাহ দেয়। (রোমীয় ১২:১২) আপনি কি তা করেন?

 ৪ মণ্ডলী: মণ্ডলীর সভাগুলো থেকে এবং সেখানে ভাইবোনদের সঙ্গে মেলামেশা করে আমরা শক্তি ও উৎসাহ পাই। (ইব্রীয় ১০:​২৪, ২৫) আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন তারা আমাদের উৎসাহ দেন ও প্রেমের সঙ্গে সাহায্য করেন।​—⁠হিতো. ১৭:১৭; উপ. ৪:⁠১০.

 ৫ প্রচার কাজ: নিয়মিত প্রচার কাজে অংশ নিলে তা আমাদেরকে রাজ্য ও রাজ্যের আশীর্বাদগুলোর দিকে দৃষ্টি রাখতে সাহায্য করবে। আমরা যখন অন্যদেরকে যিহোবার বিষয় শিখতে সাহায্য করি তখন আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। (প্রেরিত ২০:৩৫) আমরা সবাই হয়তো পূর্ণ-সময় প্রচার কাজ করতে বা যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে প্রচার করতে পারি না কিন্তু আমরা অন্যান্য উপায়ে প্রচার কাজে অংশ নিতে পারি।​—⁠ইব্রীয় ৬:​১০-১২.

 ৬ খ্রীষ্টীয় অধ্যক্ষেরা: প্রাচীনরা যে উৎসাহ দেন ও সহযোগিতা করেন তার থেকে আমরা উপকার পাই। ঈশ্বরের যে পাল আছে, তাদের পালন করার জন্য যিহোবা তাদেরকে নিযুক্ত করেছেন। (১ পিতর ৫:⁠২) ভ্রমণ অধ্যক্ষেরা যে মণ্ডলীগুলোতে কাজ করেন সেগুলোকে তারা গড়ে তোলেন, ঠিক যেমন পৌলও তার দিনে করেছিলেন।​—⁠রোমীয় ১:​১১, ১২.

 ৭ বিশ্বস্ত লোকেদের উদাহরণগুলো: প্রাচীন কালের ও আজকের দিনের বিশ্বস্ত সহকার্যকারীদের উৎসাহজনক উদাহরণগুলো চিন্তা করে আমরা সতেজ হতে পারি। (ইব্রীয় ১২:⁠১) আপনার যখন সতেজ হওয়া দরকার বলে মনে হয় তখন আমাদের পত্রিকাগুলোতে দেওয়া কোন এক উৎসাহমূলক জীবন কাহিনী, বর্ষপুস্তক (ইংরেজি) থেকে কোন এক গঠনমূলক রিপোর্ট কিংবা ঘোষণাকারী (ইংরেজি) বইয়ে দেওয়া যিহোবার সাক্ষিদের বর্তমান দিনের ইতিহাসের রোমাঞ্চকর বর্ণনা পড়ুন না কেন?

 ৮ একজন ভাই খুব অল্প বয়সে সত্যে এসেছিলেন আর আজ তার বয়স প্রায় ৯৫ বা ৯৬ বছর। তরুণ বয়সেই তার বিশ্বাসের পরীক্ষা হয়। প্রথমত বেশ কিছুজন যারা অনেক সময় ধরে মণ্ডলীর সঙ্গে মেলামেশা করছিলেন, তারা যিহোবার সংগঠন ছেড়ে চলে যান। পরে ঘরে-ঘরে প্রচার কাজ করতে তার কাছে মুশকিল মনে হয়। কিন্তু তবুও সবসময়ই তিনি যিহোবার ওপর ভরসা রেখেছিলেন। শীঘ্রিই তিনি প্রচার কাজে আনন্দ পেতে থাকেন। আর আজ? অসুস্থ থাকা সত্ত্বেও, এখনও তিনি ব্রুকলিন বেথেল পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক গোষ্ঠীতে কাজ করে চলেছেন। যিহোবার সংগঠনের সঙ্গে লেগে থাকায় তার কোন দুঃখ নেই।

 ৯ ব্রিটেন বেথেল পরিবারের এক বোন ১৩ বছর বয়সে বাপ্তিস্ম নিয়েছিলেন। পরের বছর থেকে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে অগ্রগামীর কাজ শুরু করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ না দেওয়ায় এর পরের বছর তার বাবার জেল হয়। সেই বোন যিহোবার শক্তির ওপর ভরসা রেখেছিলেন ও সত্য ঈশ্বরকে সেবা করে গিয়েছিলেন। কয়েক বছর পর তিনি এক বিশ্বস্ত ভাইকে বিয়ে করেন ও তারা একসঙ্গে যিহোবার ইচ্ছা পালন করে চলেন। বিয়ের ৩৫ বছর পর হঠাৎ করেই তার স্বামী মারা যান। এবারও তিনি যিহোবার কাছ থেকে শক্তি পান ও এখনও পর্যন্ত তিনি যিহোবাকে সেবা করে যাচ্ছেন এবং তিনি আশা করেন যে যিহোবার পার্থিব পরিবারের সদস্য হয়ে তিনি সারা জীবন তাঁর সেবা করে যাবেন।

 ১০ যিহোবা তাঁর বিশ্বস্ত দাসদের সহযোগিতা ও সতেজ করেন। “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।” ওপরে যে ছটা ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা এই অগাধ শক্তির উৎস পেতে পারি। মনে রাখবেন: “যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে; . . . তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না; তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না।” (যিশা. ৪০:​২৯-৩১) শক্তির জন্য পৌল যিহোবার ওপর পুরোপুরি ভরসা রেখেছিলেন এবং আমাদেরও তা-ই করা উচিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার