ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০১ পৃষ্ঠা ৮
  • অন্যদের সভাগুলোতে আসতে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের সভাগুলোতে আসতে সাহায্য করুন
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের নামের পশ্চাতে অবস্থিত সংগঠনটির প্রতি ছাত্রদের পরিচালিত করা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে আপনার বাইবেল ছাত্রকে সাহায্য করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • যিহোবার সাক্ষিদের সভাগুলোতে আপনাকে স্বাগত জানাই!
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • বাইবেল ছাত্রদের বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করুন—ভাগ ১
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০১ পৃষ্ঠা ৮

অন্যদের সভাগুলোতে আসতে সাহায্য করুন

১ “আপনার এলাকার কাছাকাছি থাকেন এমন যে কোন বন্ধু . . . যারা সভাগুলোতে আসতে ইচ্ছুক তাদের সেখানে আসতে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।” ১৮৮০ সালের নভেম্বরের জায়ন্স ওয়াচটাওয়ার এর সংখ্যায় যখনই এইধরনের ঘোষণা প্রকাশিত হয়েছিল সেই সময় থেকেই বাইবেলের শিক্ষা নেওয়ার জন্য একত্র হতে যিহোবার সাক্ষিরা লোকেদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। (প্রকা. ২২:১৭) এটা সত্য উপাসনার এক মুখ্য অংশ।

২ উপস্থিত থাকা খুবই জরুরি: মণ্ডলীর সঙ্গে যখন আমরা মেলামেশা করি তখন ভাল ফল আসে। আমরা আমাদের মহান ঈশ্বর, যিহোবাকে আরও ভালভাবে জানতে পারি। ‘সদাপ্রভুর কাছে শিক্ষা পেতে’ আমরা মণ্ডলীতে একসঙ্গে মিলিত হই। (যিশা. ৫৪:১৩) তাঁর সংগঠন বাইবেলের শিক্ষার জন্য এক অবিরত কার্যক্রমের ব্যবস্থা করেছে, যা আমাদের তাঁর নিকটে আনে ও “ঈশ্বরের সমস্ত মন্ত্রণা” কাজে লাগানোর জন্য ব্যবহারিক পরামর্শ দেয়। (প্রেরিত ২০:২৭; লূক ১২:৪২) ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দেওয়ার জন্য দক্ষ হতে সভাগুলো আমাদেরকে প্রশিক্ষণ দেয়। শাস্ত্র থেকে যে বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয় সেগুলো অন্যদের এবং যিহোবার সঙ্গে ভাল সম্পর্ক রাখতে আমাদের সাহায্য করে। যারা যিহোবাকে ভালবাসেন তাদের সঙ্গে মেলামেশা করলে আমাদের বিশ্বাস আরও মজবুত হয়।​—⁠রোমীয় ১:​১১, ১২.

৩ সরাসরি আমন্ত্রণ জানান: প্রথমবার অধ্যয়ন করার সময় থেকেই প্রত্যেক বাইবেল ছাত্রকে সভাগুলোতে আসতে আমন্ত্রণ জানান। তাকে একটা হ্যান্ডবিল দিন। গত সভা থেকে যে বিষয়টা জেনে আপনি উৎসাহ পেয়েছেন এবং পরের সভাতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই সম্বন্ধে কিছু বলে তার মধ্যে উৎসাহ জাগিয়ে তুলুন। কিংডম হল কেমন তা বুঝিয়ে বলুন ও সেটা কোথায় তা তাকে জানিয়ে দিন।

৪ ছাত্র যদি সভায় আসা শুরু না করেন, তার পরেও আপনি তাকে বার বার আমন্ত্রণ করে চলুন। আমাদের সংগঠনের কাজকর্ম কীভাবে চলে সেই বিষয়ে তাকে জানাতে প্রত্যেক সপ্তায় কিছু সময় করে নিন। ঈশ্বরের ইচ্ছা পালন করা (ইংরেজি) এই ব্রোশার এবং যিহোবার সাক্ষীরা​—⁠নামের পিছনে যে সংগঠন এই ভিডিওটা ব্যবহার করে আমাদের ও আমাদের সভাগুলো সম্পর্কে তাকে পরিচিত করান। ছাত্রের সঙ্গে পরিচয় করাতে আরও অন্যান্য প্রকাশকদের সঙ্গে নিয়ে যান। প্রার্থনা করার সময় সংগঠনের জন্য যিহোবাকে ধন্যবাদ জানান ও ছাত্রের সেখানে উপস্থিত থাকার প্রয়োজনের বিষয়ে উল্লেখ করুন।

৫ নতুন আগ্রহী ব্যক্তিরা যাতে আমাদের সঙ্গে সভাতে উপস্থিত থাকেন সেই বিষয়ে সাহায্য করতে দ্বিধা করবেন না। যিহোবার প্রতি তাদের উপলব্ধিবোধ যতই বাড়তে থাকবে, তারা যা শিখছেন তা কাজে লাগাতে ও ঈশ্বরের ঐক্যবদ্ধ সংগঠনের অংশ হতে তারা তত বেশি প্রেরণা পাবেন।​—⁠১ করি. ১৪:⁠২৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার