প্রেম আমাদেরকে প্রচার করার জন্য প্রেরণা দেয়
১ যিহোবার সাক্ষি হিসেবে উদ্যোগের সঙ্গে রাজ্যের সংবাদ প্রচার করার জন্য আমরা পরিচিত। (মথি ২৪:১৪) সারা পৃথিবীতে ষাট লক্ষেরও বেশি প্রকাশক সক্রিয় আছেন; নতুন ব্যক্তিরা যখন আমাদের সঙ্গে প্রচার করতে শুরু করেন, তখন তাদেরকেও এই সংখ্যায় যোগ করা হয়। প্রচার কাজে অংশগ্রহণ করার ভিত্তিতে তাদেরকে গণনা করা হয়।
২ এই কঠিন কাজটা করার পিছনে কী আমাদেরকে প্রেরণা দেয়? আমাদের জোর করা হয়নি, পয়সার লোভ দেখানো হয়নি বা কোন বিশেষ সম্মান দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়নি। প্রথম প্রথম আমরা অনেকেই ভয় পেতাম কারণ আমরা নিজেকে যোগ্য মনে করতাম না ও প্রায় লোকেরা ভালভাবে সাড়া দিত না। (মথি ২৪:৯) যারা আমাদের দেখছেন তাদের বেশির ভাগই বুঝতে পারেন না যে এই কাজ করার পিছনে কী আমাদেরকে প্রেরণা দেয়। নিশ্চয়ই এমন কোন জোরালো কারণ আছে, যার জন্য আমরা এই কাজ করে যাচ্ছি।
৩ প্রেমের শক্তি: সব আজ্ঞার থেকে যে আজ্ঞাটা মহান সেটাকে যীশু চিনিয়ে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে আমাদেরকে ‘আমাদের সমস্ত অন্তঃকরণ, প্রাণ, মন ও শক্তি দিয়ে ঈশ্বর প্রভুকে প্রেম করতে হবে।’ (মার্ক ১২:৩০) যিহোবার প্রতি আমাদের প্রেমের ভিত্তি হচ্ছে তিনি কে ও কেমন, তার ওপর গভীর উপলব্ধি—যিনি সার্বভৌম শাসক, সবকিছুর সৃষ্টিকর্তা, “প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য।” (প্রকা. ৪:১১) তাঁর অপূর্ব গুণগুলোর কোন তুলনা হয় না।—যাত্রা. ৩৪:৬, ৭.
৪ যিহোবাকে জানা ও তাঁকে ভালবাসা, আমাদেরকে লোকেদের সামনে নিজেদের দীপ্তি প্রকাশ করার প্রেরণা দেয়। (মথি ৫:১৬) যখন আমরা জনসাধারণ্যে তাঁর প্রশংসা করি, তাঁর অদ্ভুত কাজগুলোর কথা বলি ও তাঁর রাজ্যের সংবাদ ঘোষণা করি তখন আমাদের দীপ্তি প্রকাশ পায়। ঠিক আকাশের মাঝপথের সেই দূতের মতো, ‘প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে, সুসমাচার জানাতে’ আমাদের কাছে ‘‘অনন্তকালীন সুসমাচার আছে।” (প্রকা. ১৪:৬) সারা পৃথিবীতে প্রচার কাজ চলার পিছনে যে শক্তি কাজ করছে, তা হল আমাদের প্রেম।
৫ জগৎ আমাদের প্রচার কাজকে “মূর্খতা” বলে মনে করে, যা শোনার দরকার নেই। (১ করি. ১:১৮) আমাদের কাজকে বন্ধ করার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা করা হয়েছে। আমাদের অটল প্রেম এই কথা ঘোষণা করতে আমাদের শক্তি দিয়েছে, যেমন প্রেরিতরাও করেছিলেন: “আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহা না বলিয়া থাকিতে পারি না। . . . মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।” (প্রেরিত ৪:২০; ৫:২৯) তাড়না আসা সত্ত্বেও, পৃথিবীর সব জায়গায় প্রচার কাজ ছড়িয়ে পড়ছে।
৬ যিহোবার প্রতি আমাদের প্রেম এক দাহকারী অগ্নির মতো, যার জন্য আমরা তাঁর গুণকীর্তন করতে বাধ্য হই। (যির. ২০:৯; ১ পিতর ২:৯) আমরা সবসময়ই ‘জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত করিব . . . কেননা তিনি মহিমার কর্ম্ম করিয়াছেন’!—যিশা. ১২:৪, ৫.