ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৫ পৃষ্ঠা ২
  • প্রচার করা—এক বিশেষ প্রশংসনীয় সুযোগ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রচার করা—এক বিশেষ প্রশংসনীয় সুযোগ
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার পরিচর্যার বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করুন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • রাজ্যের প্রচার কাজ—এক মূল্যবান সুযোগ
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যার জন্য আমাদের অবশ্যই উদ্যোগ বজায় রাখতে হবে
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার কাজের প্রতি আপনার উদ্যোগ বজায় রাখুন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৫ পৃষ্ঠা ২

প্রচার করা—এক বিশেষ প্রশংসনীয় সুযোগ

১ সুসমাচারের পরিচর্যা কাজ হল এক বিশেষ প্রশংসনীয় সুযোগ, যা যিহোবা আমাদের দিয়েছেন। (রোমীয় ১৫:১৬; ১ তীম. ১:১২) আপনি কি আপনার পরিচর্যাকে সেইভাবে দেখেন? না, সময়ের পরিবর্তন, বা অপরের ঠাট্টা-বিদ্রূপ, কোনকিছুই যেই পরিচর্যার প্রতি আমাদের যে গুরুত্ব, তা কমিয়ে দিতে না পারে। ঈশ্বরের নাম বহন করা হল এক সম্মানীয় কাজ, যা শুধুমাত্র অল্প কয়েক জনের হস্তে অর্পণ করা হয়েছে। এই বিশেষ সুযোগের প্রতি উপলব্ধিবোধকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি?

২ রাজ্যের বার্তা প্রচার করার মাধ্যমে আমরা এই জগতের কাছে প্রিয় হই না। অনেকেই আমাদের এই কাজকে অনীহা অথবা গতানুগতিকভাবে দেখে। অন্যেরা এটাকে ঠাট্টা ও বিরোধিতা করে। এইধরনের বিরোধিতা সহকর্মী, প্রতিবেশী, অথবা এমনকি নিজ পরিবারের সদস্যদের কাছ থেকেও আসতে পারে। তাদের দৃষ্টিভঙ্গিতে আমরা হয়তো ভ্রান্ত ও বোকা হতে পারি। (যোহান ১৫:১৯; ১ করি. ১:১৮, ২১; ১ তীম. ৩:১২) তাদের নিরুৎসাহজনক কথাবার্তা, আমাদের উদ্যোগকে দমিয়ে ও কাজের গতিকে কমিয়ে দেওয়ার জন্য অথবা আমাদের সম্মানীয় সুযোগকে পরিত্যাগ করার জন্য। নিরুৎসাহজনক দৃষ্টিভঙ্গি শয়তানের দ্বারাই উত্থিত হয়, যে “অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন গৌরবের সুসমাচারদীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়।’ (২ করি. ৪:৪) আপনি তাতে কেমন প্রতিক্রিয়া দেখান?

৩ আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ যে রাজ্যের বিষয়ে প্রচার কাজ হল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা আমাদের মধ্যে যে কেউ হয়ত বর্তমানে তা করছি। (রোমীয় ১০:১৩-১৫) কোন মানুষের নয়, কিন্তু ঈশ্বরের অনুমোদন যে তাতে আছে, সেটাই হল খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রচারের প্রতি জগতের নিরুৎসাহজনক দৃষ্টিভঙ্গি সাহসের সঙ্গে সুসমাচার ঘোষণা করা থেকে আমাদের নিবৃত্ত করতে পারে না।—প্রেরিত ৪:২৯.

৪ তাঁর পিতার ইচ্ছা পালন করার সুযোগকে যীশু গভীর শ্রদ্ধার চোখে দেখতেন। (যোহন ৪:৩৪) এই পরিচর্যার কাজে তিনি নিজেকে একান্তভাবে নিয়োজিত করেছিলেন এবং তিনি কোন বিক্ষেপ বা শত্রুদের তাঁর পরিচর্যা কমিয়ে দিতে প্রশ্রয় দেননি। রাজ্যের বার্তা প্রচার করাকে তিনি সর্বসময়ে তাঁর জীবনের প্রথম স্থানে রেখেছিলেন। (লূক ৪:৪৩) তাঁর আদর্শ অনুকরণ করতে আমাদের আদেশ দেওয়া হয়েছে। (১ পিতর ২:২১) তা করার মাধ্যম, আমরা “ঈশ্বরেরই সহকার্য্যকারী”-রূপে সেবা করে থাকি। (১ করি. ৩:৯) এই বিশেষ সুযোগের কি আমরা পূর্ণ সদ্ব্যবহার করছি? আমরা কি সুসমাচারকে রীতিগত ও রীতিবহির্ভূতভাবে অন্যদের কাছে পৌঁছে দেবার জন্য সুযোগের অন্বেষণ করি? যিহোবার সাক্ষী হিসাবে আমাদের উচিত সবসময়ে “জনসাধারণ্য তাঁর নাম ঘোষণা” করতে প্রস্তুত থাকা।—ইব্রীয় ১৩:১৫, NW.

৫ এই পরিচর্যাতে আমাদের অংশগ্রহণ বহুলাংশে আমাদের নিজেদের মনোভাবের দ্বারা পরিচালিত হয়। আমরা কি গভীরভাবে উপলব্ধি করি, সমস্ত কিছু যা যিহোবা আমাদের জন্য করেছেন? যিহোবাকে প্রেম করার জন্য আমরা কি আমাদের হৃদয়কে সম্প্রসারিত করছি, যা আমাদের তাঁকে সর্বান্তকরণে সেবা করতে প্ররোচিত করবে? যে সকল আশীর্বাদ আমরা এখন উপভোগ করছি ও ভবিষ্যতের জন্য তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন, সেই বিষয়ে ধ্যানই আমাদের সৃষ্টিকর্তার প্রতি প্রেমে উপচিয়ে পড়তে সাহায্য করে। এইধরনের প্রেম আমাদের কার্যকারী হতে প্রেরণা দেয়—আমাদের পরিস্থিতি অনুযায়ী রাজ্যের প্রচার কাজে নিয়মিত ও অধ্যবসায়ী হতে। আমাদের উদ্যোগ প্রমাণ দেবে যে যিহোবা ও প্রতিবেশীদের প্রতি আমাদের প্রেম কতখানি।—মার্ক ১২:৩০, ৩১.

৬ আমার যা কিছু বলি ও করি, তার মাধ্যমে আমরা দেখাই যে কোন্‌ বিষয়ে আমরা কতটা উচ্চ ধারণা পোষণ করি। রাজ্যের প্রচার কাজ করার সুযোগকে কি আমরা সত্যই মূল্যবান মনে করি? আমরা কি আমাদের পরিচর্যাপদকে গৌরবান্বিত করি? বিরোধিতা সত্ত্বেও কি আমরা এই গুরুত্বপূর্ণ কাজে দৃঢ়ভাবে লেগে থাকতে সংকল্প করেছি? এই অপূর্ব সুযোগের যদি আমরা উচ্চ মূল্যায়ণ করি, তাহলে অবশ্যই আমরা উদ্যোগের সাথে ও সর্বান্তকরণে তা করব।—২ করি. ৪:১, ৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার