আপনার পরিচর্যার বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করুন
১. জগতের অনেকেই আমাদের প্রচার কাজকে কোন দৃষ্টিতে দেখে থাকে?
১ শয়তানের জগতের অনেকেই আমাদের প্রচার কাজকে “মূর্খতা” বলে বিবেচনা করে। (১ করি. ১:১৮-২১) আমরা যদি সতর্ক না থাকি, তাহলে এই বিকৃত দৃষ্টিভঙ্গি নিরুৎসাহিতার কারণ হতে ও আমাদের উদ্যোগকে হ্রাস করে দিতে পারে। (হিতো. ২৪:১০; যিশা. ৫:২০) যিহোবার সাক্ষি হওয়ার আমাদের বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করার কোন কোন কারণ রয়েছে?—যিশা. ৪৩:১০.
২. কেন পরিচর্যাকে এক পবিত্র কাজ বলা যেতে পারে?
২ এক পবিত্র কাজ: প্রেরিত পৌল পরিচর্যাকে যাজকের এক কাজ, যা আমরা ঈশ্বরের জন্য করে থাকি, তা বলে উল্লেখ করার দ্বারা এটাকে এক পবিত্র কাজ হিসেবে বর্ণনা করেছিলেন। (রোমীয় ১৫:১৫, ১৬) কীভাবে পরিচর্যা হল এক পবিত্র কাজ? এই কাজে অংশ নেওয়া আমাদেরকে ‘পবিত্রতম’ যিহোবার “সহকার্য্যকারী” করে তোলে এবং তাঁর নাম পবিত্র করায় অবদান রাখে। (১ করি ৩:৯; ১ পিতর ১:১৫) যিহোবা আমাদের প্রচার কাজকে “স্তব-বলি” হিসেবে দেখে থাকেন, তাই পরিচর্যা হল আমাদের উপাসনার অপরিহার্য এক দিক।—ইব্রীয় ১৩:১৫.
৩. কী সুসমাচার প্রচার করাকে বিরাট সম্মানের এক বিষয় করে তোলে?
৩ সুসমাচার প্রচার করা হল বিরাট সম্মানের এক বিষয় যা তুলনামূলকভাবে খুব অল্প জনই উপভোগ করে থাকে। স্বর্গদূতেরা আনন্দের সঙ্গে এই কার্যভার পালন করে আর নিঃসন্দেহে খুবই কার্যকারীভাবে তা করে থাকে। (১ পিতর ১:১২) কিন্তু, এই অপূর্ব সুযোগের জন্য যিহোবা আমাদের মতো অসিদ্ধ মানুষ, ‘মৃন্ময় পাত্রকে’ বেছে নিয়েছেন!—২ করি. ৪:৭.
৪. কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা পরিচর্যাকে মূল্যবান বলে গণ্য করি?
৪ এক অগ্রাধিকারের বিষয়: যেহেতু আমরা আমাদের বিশেষ সুযোগকে সত্যিই মূল্যবান বলে গণ্য করি, তাই পরিচর্যাকে আমরা আমাদের জীবনের ‘যাহা যাহা ভিন্ন প্রকার, তাহার [‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর,’ NW]’ একটা হিসেবে দেখে থাকি। (ফিলি. ১:১০) তাই, এই কাজে অংশ নেওয়ার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে সময় বের করি। একজন সংগীতজ্ঞ, যিনি এক বিশ্ববিখ্যাত অর্কেস্ট্রায় বাদ্যযন্ত্র বাজাতে পারার তার বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করেন, তিনি প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবেন এবং তার দক্ষতা গড়ে তোলার জন্য পরিশ্রম করবেন। একইভাবে, আমরা পরিচর্যায় যাওয়ার আগে প্রস্তুতি নেব যাতে আমরা “সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার” করতে পারি এবং আমরা আমাদের ‘শিক্ষাদানে’ উন্নতি করার জন্য পরিশ্রম করব।—২ তীম. ২:১৫; ৪:২.
৫. আমাদের পরিচর্যাকে কে উপলব্ধি করে?
৫ অধিকাংশ লোকের নেতিবাচক প্রতিক্রিয়া যেন আপনাকে নিরুৎসাহিত না করে। মনে রাখুন যে, আমাদের এলাকায় এখনও অনেকে আছে যারা আমাদের সাক্ষাৎ করাকে উপলব্ধি করে। তবে, আমরা যে মানুষের অনুমোদন পাওয়ার চেষ্টা করি এমন নয়। যিহোবা কেমন বোধ করে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি অধ্যবসায়ের সঙ্গে করা আমাদের প্রচেষ্টাকে খুবই মূল্যবান বলে গণ্য করেন।—যিশা. ৫২:৭.