রাজ্যের প্রচার কাজ—এক মূল্যবান সুযোগ
১ প্রতিদিন পৃথিবীর লক্ষ লক্ষ লোক, জীবনের জন্য যিহোবার উদার ব্যবস্থা থেকে উপকৃত হয়। (মথি ৫:৪৫) কিন্তু, খুব অল্প সংখ্যক লোকই ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার মাধ্যমে তাদের সৃষ্টিকর্তার প্রতি উপলব্ধি দেখানোর অদ্বিতীয় সুযোগ উপভোগ করে থাকে। (মথি ২৪:১৪) এই মূল্যবান সুযোগকে আপনি কতটা উচ্চমূল্য দেন?
২ রাজ্যের প্রচার কাজ ঈশ্বরের সম্মান নিয়ে আসে এবং সেই লোকেদের জন্য আশা ও শান্তি নিয়ে আসে, যারা আজকের এই অশান্ত সময়ের কারণে কষ্ট পাচ্ছে। (ইব্রীয় ১৩:১৫) যারা বার্তার প্রতি সাড়া দেয়, তাদের জন্য এর অর্থ হল অনন্তজীবন। (যোহন ১৭:৩) জাগতিক কোন বৃত্তি বা পেশা এই ধরনের উপকার প্রদান করে? প্রেরিত পৌল যেভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন, সেটার মাধ্যমে পরিচর্যার প্রতি উপলব্ধি প্রকাশ করেছিলেন। তিনি সেটাকে ধন হিসেবে দেখেছিলেন।—প্রেরিত ২০:২০, ২১, ২৪; ২ করি. ৪:১, ৭.
৩ আমাদের মূল্যবান সুযোগের প্রতি কৃতজ্ঞতা দেখানো: একটা যে-উপায়ে আমরা প্রচার করার বিশেষ সুযোগের প্রতি উপলব্ধি দেখাই সেটা হল, আমাদের পরিচর্যার গুণগত মানের প্রতি মনোযোগ দিয়ে। আমরা কি এমন একটা উপস্থাপনা তৈরি করার জন্য সময় করে নিই, যা আমাদের শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে? শাস্ত্র ব্যবহার করার সময় এবং লোকেদের সঙ্গে যুক্তি করার ক্ষেত্রে আমরা কি আমাদের দক্ষতাকে উন্নত করতে পারি? আমরা কি আমাদের নির্ধারিত এলাকায় পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করি? আমরা কি একটা বাইবেল অধ্যয়ন শুরু এবং তা পরিচালনা করতে পারি? অতীত এবং বর্তমানের বিশ্বস্ত খ্রিস্টানদের মতো আমরা এই কাজের প্রতি এক সঠিক দৃষ্টিভঙ্গি রাখার দ্বারা অনুপ্রাণিত হই এবং আমরা আমাদের বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করি।—মথি ২৫:১৪-২৩.
৪ আমরা যখন বার্ধক্য, দুর্বল স্বাস্থ্য অথবা অন্যান্য কঠিন পরিস্থিতির প্রভাবের সঙ্গে মোকাবিলা করি, তখন এটা জানা সান্ত্বনাজনক যে, পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য আমাদের উদ্যোগী প্রচেষ্টাকে বাস্তবিকই খুবই মূল্যবান বলে গণ্য করা হয়। ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেয় যে, যিহোবা তাঁর সেবায় এই ধরনের প্রচেষ্টাগুলোকে মূল্য দেন, এমনকি সেই প্রচেষ্টাগুলোকেও, যেগুলো অন্যদের চোখে প্রভাব বিস্তারকারী বলে মনে হয় না।—লূক ২১:১-৪.
৫ রাজ্যের প্রচার কাজ হল প্রচুর পরিতৃপ্তির এক উৎস। ৯২ বছর বয়সি একজন বোন বলেছিলেন: “কতই না খুশির কথা যে ৮০ বছরের বেশি সময় ধরে আমি যিহোবার সেবা করতে পেরেছি আর এর জন্য আমার কোনো আক্ষেপ নেই! আবার যদি আমি নতুন জীবন পাই, তা হলে আবারও আমি এই জীবনই বেছে নেব কারণ ‘ঈশ্বরের দয়া জীবন হইতেও উত্তম।’” (গীত. ৬৩:৩) আমরাও যেন ঈশ্বরের কাছ থেকে এই মূল্যবান সুযোগের—রাজ্যের প্রচার কাজের—প্রতি কৃতজ্ঞতা দেখাই।