বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা (ইংরেজি) নামক ভিডিও সম্বন্ধে আপনার অনুভূতি
নিচের প্রশ্নগুলোর উত্তরে, আপনি এই ভিডিওতে দেওয়া সংবাদের প্রতি আপনার আন্তরিক অনুভূতি প্রকাশ করুন। (১ক) লক্ষ লক্ষ লোকেরা তাদের জীবন পরিবর্তন করার জন্য কোথা থেকে শক্তি পেয়েছেন? (ইব্রীয় ৪:১২) (১খ) এই শক্তি পাওয়ার ও একজনের জীবনে এটাকে কাজে লাগানোর জন্য কী দরকার? (২) বিবাহিত সাথিদের (ক) ভাববিনিময় আরও ভাল করার এবং (খ) রাগ সংযত করার জন্য তাদেরকে সাহায্য করতে বাইবেলের কোন্ পদগুলো উদ্ধৃত করা হয়েছিল? (৩) বিবাহ সম্বন্ধে খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গি কীভাবে পারিবারিক জীবনকে আরও ভাল করে তোলে? (ইফি. ৫:২৮, ২৯) (৪) সন্তানেরা যে তিনটে জিনিস চায় ও যেগুলো তাদের প্রয়োজন তা দেওয়ার ক্ষেত্রে যিহোবা ঈশ্বর কীভাবে এক নিখুঁত উদাহরণ রেখেছেন এবং আজকে বাবামায়েরা কীভাবে ঠিক একই জিনিস করতে পারেন? (মার্ক ১:৯-১১) (৫) কেন বাবামায়েরা ব্যক্তিগতভাবে তাদের ছেলেমেয়েদের বাইবেল শেখাবেন এবং কী দেখায় যে এটা নিয়মিত করে যাওয়া দরকার? (দ্বিতী. ৬:৬, ৭) (৬) বাবামায়েরা কীভাবে পারিবারিক অধ্যয়নকে আগ্রহজনক করে তুলতে পারেন? (৭) বাইবেল অধ্যয়ন ছাড়াও, ঈশ্বরের বাক্য বাবামায়েদেরকে তাদের ছেলেমেয়েদের জন্য আরও কী কী করতে উৎসাহ দেয়? (৮) বাইবেলের পরামর্শ কীভাবে পরিবারগুলোকে টাকাপয়সা ঠিকভাবে ব্যবহার করার জন্য সাহায্য করতে পারে? (৯) কোন্ শাস্ত্রীয় নীতিগুলোকে কাজে লাগালে, শারীরিক অসুস্থতা কমানো যায়? (১০) ঈশ্বরের বাক্যে দেওয়া নীতিগুলো কীভাবে আপনার নিজের জীবনে পরিবর্তন এনেছে? (১১) প্রচারে কাউকে এই ভিডিও দেখালে কেন তাকে এটা বাইবেল অধ্যয়ন করার জন্য রাজি হতে উৎসাহিত করতে পারে?