বাইবেলের ক্ষমতা দেখুন!
কিন্তু কীভাবে? বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা (ইংরেজি) নামক ভিডিওটা দেখে। এটা বাইবেল—সত্য ঘটনা এবং ভবিষ্যদ্বাণীর বই (ইংরেজি) নামের ভিডিও ক্যাসেটের তৃতীয় খণ্ড।
আপনি কি বিবাহিত জীবনে সফল হতে চান? এই সংকটপূর্ণ সময়ে বেঁচে থাকার জন্য আপনার কি সাহায্যের প্রয়োজন? যুবক-যুবতীরা কীভাবে দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে? এই ভিডিওটাতে যেমন দেখান হয়েছে বাইবেল আমাদের এই সব ব্যাপারে সাহায্য করতে পারে। বাইবেল যে লোকেদের জীবনে ভাল প্রভাব ফেলেছে সেই সম্বন্ধে তারা কী বলে শুনুন। আর শুনুন যে আজকের সমস্যাগুলোকে মোকাবিলা করতে বাইবেলের নীতিগুলো কীভাবে তাদেরকে সাহায্য করছে।
এই ক্যাসেট নতুন আগ্রহী ব্যক্তিদের খুব ভালভাবে দেখাবে যে জীবনে ঈশ্বরের বাক্যের নির্দেশনা মেনে চলা কেন উপকারি। সোসাইটির কাছে এখন বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা ভিডিওটা আছে। মণ্ডলীর যে ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন তার মাধ্যমে আপনিও একটা কপি চাইতে পারেন।