সহজ করে কথা বলা হল সবচেয়ে ভাল উপায়
১ কেন অল্পবয়স্ক প্রকাশকেরা সেই লোকেদের মনোযোগকে ধরে রাখতে পারে যাদের কাছে তারা রাজ্যের সুসমাচার প্রচার করে? একটা কারণ হল যে তারা যে কথাগুলো বলে তা খুব সহজ। কোন কোন প্রকাশকেরা মনে করেন যে ভালকরে সাক্ষ্য দেওয়ার জন্য বাক্পটু হওয়া দরকার। কিন্তু অভিজ্ঞতা দেখায় যে একটা সহজ ও স্পষ্টভাবে করা উপস্থাপনাই সবচেয়ে ভাল।
২ যীশু ঈশ্বরের রাজ্যকে সহজ, স্পষ্ট কথায় ঘোষণা করেছিলেন এবং তাঁর শিষ্যদেরও তাই-ই করতে শিক্ষা দিয়েছিলেন। (মথি ৪:১৭; ১০:৫-৭; লূক ১০:১, ৯) তিনি সহজভাবে কথা শুরু করতেন, প্রশ্ন ও দৃষ্টান্ত ব্যবহার করতেন যাতে তাঁর শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে ও তাদের হৃদয়ে পৌঁছাতে পারেন। (যোহন ৪:৭-১৪) আমাদের তাঁর উদাহরণ অনুকরণ করা এবং সহজেই বোঝা যায় এমন উপস্থাপনাগুলো করা দরকার।
৩ ‘রাজ্যের সুসমাচার’ আমাদের প্রচার করতে হবে। (মথি ২৪:১৪) রাজ্যকে মূল বিষয় হিসেবে ব্যবহার করা আপনার উপস্থাপনাকে সহজ করে দেবে। আপনার শ্রোতারা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত সেগুলো নিয়ে কথা বলুন। মহিলারা প্রায়ই রাজনৈতিক বিষয়ের চেয়ে নিজেদের পরিবারের বিষয়ে বেশি আগ্রহী। একজন বাবা তার চাকরি ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। অল্পবয়স্কেরা তাদের ভবিষ্যতের বিষয়ে এবং বয়স্ক ব্যক্তিরা ভাল স্বাস্থ্য ও তাদের নিরাপত্তার বিষয়ে আগ্রহী। লোকেরা সাধারণত দেশের বাইরে কী ঘটছে তার চেয়ে নিজেদের এলাকায় কী ঘটছে তা নিয়ে বেশি চিন্তিত। যে বিষয়গুলোর প্রতি সবাই আগ্রহী সেই বিষয়গুলো নিয়ে কথা বলার পর ঈশ্বরের রাজ্যের শাসনের অধীনে বাধ্য মানবজাতি যে সকল আশীর্বাদগুলো উপভোগ করবে সেগুলোর কথা বলুন। আপনার শ্রোতার আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য সবচেয়ে ভাল উপায় হল সহজ ও মিষ্টি করে দুএকটা কথা বলে একটা শাস্ত্রপদ খুলে দেখানো।
৪ আপনি এভাবে কথা শুরু করতে পারেন:
▪ “আপনি নিশ্চয়ই একমত হবেন যে মানবজাতির মধ্যে এমন অনেক রোগ মহামারীর আকারে দেখা দিয়েছে যেগুলোর কোন চিকিৎসা নেই। কিন্তু আপনি কি জানেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি সবরকমের রোগ আর এমনকি মৃত্যুকেও দূর করবেন?” উত্তর দেওয়ার জন্য সময় দিন আর তারপর প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।
৫ স্পষ্ট ও সহজ উপস্থাপনা করে আপনি আপনার এলাকার আরও বেশি লোকেদের হৃদয় ও মনে পৌঁছান এবং তাদেরকে যিহোবা ও অনন্ত জীবন পাওয়ার আশা সম্বন্ধে শিখতে সাহায্য করুন।—যোহন ১৭:৩.