ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০১ পৃষ্ঠা ১
  • শস্য কাটার কাজে পুরোপুরি অংশ নিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শস্য কাটার কাজে পুরোপুরি অংশ নিন
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের শস্য এখনই কাটবার মতো শ্বেতবর্ণ হয়েছে
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আনন্দিত শস্যচ্ছেদনকারী হোন!
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শস্যচ্ছেদনের কাজ চালিয়ে যান!
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ব্যাপক আধ্যাত্মিক শস্যচ্ছেদনের কাজে পূর্ণরূপে অংশ নিন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০১ পৃষ্ঠা ১

শস্য কাটার কাজে পুরোপুরি অংশ নিন

১ যিহোবার প্রাচীনকালের ভাববাদীরা ও সেইসঙ্গে যীশু খ্রীষ্ট নিজে একত্রীকরণের কাজের কথা বলেছিলেন। (যিশা. ৫৬:৮; যিহি. ৩৪:১১; যোহন ১০:১৬) রাজ্যের সুসমাচার সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে আর এর ফলে এই একত্রীকরণের কাজ এখন করা হচ্ছে। (মথি ২৪:১৪) যারা ঈশ্বরকে সেবা করছেন ও যারা তাঁকে সেবা করছে না, তাদের মধ্যে পার্থক্য খুবই স্পষ্ট হয়ে উঠছে। (মালাখি ৩:১৮) আমাদের জন্য এর অর্থ কী?

২ ব্যক্তিগত দায়িত্ব: আমরা পৌলের উদাহরণ থেকে শিখতে পারি, যিনি খ্রীষ্টীয় পরিচর্যাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে লেগে ছিলেন। প্রচার করাকে তিনি ঋণ শোধ করার মতো বাধ্যতামূলক দায়িত্ব বলে মনে করেছিলেন, যাতে সমস্ত লোকেরা সুসমাচার শোনার ও রক্ষা পাওয়ার সুযোগ পায়। এটাই তাকে লোকেদের জন্য দিনরাত পরিশ্রম করে যেতে প্রেরণা দিয়েছিল। (রোমীয় ১:​১৪-১৭) আজকে মানবজাতি যে বিপদজনক পরিস্থিতির মধ্যে রয়েছে সে কথা মাথার রেখে আমরা কি আমাদের এলাকায় আরও বেশি করে প্রচার করব না?​—⁠১ করি. ৯:⁠১৬.

৩ জরুরি পদক্ষেপ নেওয়ার সময়: প্রচার কাজকে একটা উদ্ধারকারী দলের সঙ্গে তুলনা করা যেতে পারে, যারা লোকেদেরকে খুঁজে বের করে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই লোকেদেরকে খুঁজে বের করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া জরুরি। সময় খুবই কম। লোকেদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে! আর এইজন্যই যীশু তাঁর শিষ্যদেরকে বলেছিলেন “শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।”​—⁠মথি ৯:⁠৩৮.

৪ আজকের জরুরি অবস্থার কথা বুঝতে পেরে, রাজ্যের অনেক প্রচারকরা জীবন বাঁচানোর এই কাজে আরও বেশি করে অংশ নিচ্ছেন। হিরোহিসা নামে এক কিশোর তার মা ও চারটে ছোট ভাইবোনের সঙ্গে থাকত। পরিবারের ভরণপোষণের জন্য সে ভোর তিনটের সময় উঠে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করত। কিন্তু তারপরও হিরোহিসা প্রচার কাজে আরও বেশি সময় দিতে চেয়েছিল, তাই সে নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করে। যে কাজ আর কখনও করা হবে না সেই কাজ যাতে আপনি আরও বেশি করে করতে পারেন, তার কোন উপায় কি আছে?

৫ “সময় সঙ্কুচিত।” (১ করি. ৭:২৯) তাই, আজকে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে সেই রাজ্যের সুসমাচার প্রচার ও শিষ্য তৈরির কাজে আমরা যেন আমাদের যথাসাধ্য করে চলি। যীশু এই পরিচর্যাকে শস্য কাটার কাজের সঙ্গে তুলনা করেছিলেন। (মথি ৯:​৩৫-৩৮) শস্য কাটার কাজে পুরোপুরি অংশ নিয়ে আমরা আমাদের পরিশ্রমের ফল হিসেবে প্রকাশিত বাক্য ৭:​৯, ১০ পদে বলা উপাসকদের বিস্তর লোকের অংশ হতে কাউকে সাহায্য করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার