ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০১ পৃষ্ঠা ৫
  • ‘শুনুন ও শিক্ষায় বৃদ্ধি পান’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘শুনুন ও শিক্ষায় বৃদ্ধি পান’
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের বচনকলাপ মন দিয়ে শুনুন
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • শুনুন ও শিখুন
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হওয়া
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০১ পৃষ্ঠা ৫

‘শুনুন ও শিক্ষায় বৃদ্ধি পান’

১ হিতোপদেশের বই প্রজ্ঞা সম্বন্ধে এই বলে বর্ণনা দেয়: “শুন, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার ওষ্ঠাধরের বিকাশ ন্যায়-সঙ্গত। পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার, . . . আমার কথা শুন; কেননা তাহারা ধন্য, যাহারা আমার পথে চলে। কেননা যে আমাকে পায়, সে জীবন পায়, এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে।” (হিতো. ৮:​৬, ১৪, ৩২, ৩৫) এই কথাগুলো দেখায় যে, কীধরনের শিক্ষা “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে আমাদের জন্য অপেক্ষা করছে।

২ সারা পৃথিবীতে যে ভ্রাতৃবর্গ রয়েছে, তাদের প্রয়োজনীয়তাগুলোকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে আর সেই প্রয়োজনীয়তাগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশে সম্মেলনের কার্যক্রম প্রস্তুত করা হয়েছে। যে আধ্যাত্মিক ও ব্যবহারিক পরামর্শগুলো দেওয়া হবে, সেগুলো আমাদেরকে সুখী হতে, যিহোবার সঙ্গে এক ভাল সম্পর্ক বজায় রাখতে এবং অনন্ত জীবনের পথে থাকতে সাহায্য করতে পারে, যদি কি না সেগুলোকে আমরা কাজে লাগাই। নিঃসন্দেহে, ‘শোনার ও পাণ্ডিত্যে [“শিক্ষায়,” NW] বৃদ্ধি পাওয়ার’ যথার্থ কারণ আমাদের রয়েছে।​—⁠হিতো. ১:⁠৫.

৩ কার্যক্রমের আগে: যা আলোচনা করা হবে তা থেকে পুরোপুরি উপকার পেতে হলে, কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে আমরা যেন নিজেদের আসনে বসে থাকি এবং কার্যক্রম শোনার জন্য তৈরি থাকি। এর জন্য নিজেকে কিছু করা দরকার। আপনার সব কাজ একটু তাড়াতাড়ি শুরু করা জরুরি। আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যান। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, যাতে আপনার দলের সকলেই তৈরি হতে ও কিছু খাওয়ার সময় পান। সম্মেলন হলে একটু আগে পৌঁছান, যাতে কার্যক্রম শুরু হওয়ার আগে আপনি বসার জায়গা পেতে পারেন এবং অন্যান্য দরকারি কাজগুলো সেরে ফেলতে পারেন। প্রতিদিন সকাল ৮·০০টায় হলের দরজা খুলে দেওয়া হবে আর ৯·৩০-এ কার্যক্রম শুরু হবে।

৪ যেহেতু এই সমাবেশের আসল উদ্দেশ্য হল “মণ্ডলীগণের মধ্যে” যিহোবার প্রশংসা করা, তাই প্রতিটা পর্ব এমনভাবে শুরু করা দরকার, যা আমাদের ঈশ্বরকে মহিমান্বিত করে। (গীত. ২৬:১২) তাই, সকলকে উৎসাহিত করা হচ্ছে, তারা যেন কার্যক্রমের প্রথম গানের কথা ঘোষণা করার আগেই তাদের আসনে বসেন। এই শাস্ত্রীয় উপদেশের সঙ্গে এর মিল আছে: “সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা হউক।” (১ করি. ১৪:৪০) আমাদের প্রত্যেকের জন্য এটা কী বোঝায়? যন্ত্রসংগীত চলার সময় আপনি যখন সভাপতিকে প্ল্যাটফর্মে বসে থাকতে দেখেন, তখন সঙ্গে সঙ্গে আপনিও আপনার আসনে বসে পড়ুন। এটা আপনাকে প্রত্যেকটা পর্ব যে গান দিয়ে শুরু হয় সেটা প্রাণখুলে গাইতে, উচ্চরবে যিহোবার প্রশংসা করতে সাহায্য করবে।​—⁠গীত. ১৪৯:⁠১.

৫ কার্যক্রমের সময়: ইষ্রা “সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন . . . করিতে, . . . আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন।” (ইষ্রা ৭:১০) যিহোবা যে শিক্ষা জোগান, তা পাওয়ার জন্য আমরা কীভাবে আমাদের অন্তঃকরণকে সুস্থির করতে পারি? ছাপানো কার্যক্রমে দেওয়া বিভিন্ন বক্তৃতার শিরোনামগুলোর ওপর চোখ বোলানোর সময় নিজেকে জিজ্ঞেস করুন, ‘এই কার্যক্রমের মাধ্যমে যিহোবা আমাকে কী বলছেন? আমি কীভাবে এই বিষয়গুলোকে নিজের ও আমার পরিবারের উপকারার্থে কাজে লাগাতে পারি?’ (যিশা. ৩০:২১; ইফি. ৫:১৭) পুরো সম্মেলনে সবসময় এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন। যে বিষয়গুলোকে আপনি কাজে লাগানোর পরিকল্পনা করেছেন সেগুলোর নোট নিন। প্রতিদিন সম্মেলন শেষে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সময় করে নিন। এটা আপনাকে বিষয়গুলো মনে রাখতে ও কাজে লাগাতে সাহায্য করবে।

৬ বেশ কিছু ঘন্টা একনাগাড় মনোযোগ দেওয়া মুশকিল হতে পারে। অন্যমনস্ক হওয়ার প্রবণতাকে প্রতিরোধ করার জন্য কী আমাদেরকে সাহায্য করতে পারে? দেখার ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগান। বেশির ভাগ ক্ষেত্রে, আমরা যা দেখি সেটার ওপরই আমাদের ধ্যান থাকে। (মথি ৬:২২) তাই, কোন আওয়াজ শুনে অথবা কাউকে চলাফেরা করতে দেখে, আপনার মাথা ঘুরিয়ে দেখার যে প্রবণতা থাকে তা এড়িয়ে চলুন। বক্তার দিকে স্থির দৃষ্টি রাখুন। যখন কোন শাস্ত্রপদ পড়া হয়, তখন আপনার বাইবেল থেকে তা খুলে দেখুন আর শাস্ত্রপদটা আলোচনা করার সময় আপনার বাইবেলটা খুলে রাখুন।

৭ কার্যক্রম চলার সময় অন্যদের ব্যাঘাত জন্মানো এড়িয়ে চলতে খ্রীষ্টীয় প্রেম আমাদেরকে পরিচালিত করবে। (১ করি. ১৩:⁠৫) এটা হল “নীরব থাকিবার” এবং শোনার “কাল।” (উপ. ৩:⁠৭) সেইজন্য, অহেতুক কথা বলা এবং এদিক-ওদিক চলাফেরা করা এড়িয়ে চলুন। আগে থেকে পরিকল্পনা করে ঘন ঘন টয়লেটে যাওয়া কমান। কোন গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যদি না থাকে, তাহলে খাওয়ার সময় না হওয়া পর্যন্ত কিছু খাবেন না অথবা পান করবেন না। যারা সেলুলার ফোন, পেজার, ক্যামকোডার এবং ক্যামেরা নিয়ে আসেন, তাদের সেগুলোকে এমনভাবে ব্যবহার করা উচিত নয় যাতে অন্যদের ব্যাঘাত ঘটে। বাবামায়েরা তাদের কিশোর-কিশোরী ছেলেমেয়ে সহ পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে বসার ব্যবস্থা করবেন, যাতে তারা তাদের ছেলেমেয়েদেরর ওপর ঠিকমতো নজর রাখতে পারেন।​—⁠হিতো. ২৯:⁠১৫.

৮ অনেক দশক ধরে সম্মেলনগুলোতে যোগ দিয়ে আসছেন এমন একজন প্রাচীন গত বছরের সম্মেলনের বিষয়ে বলেছিলেন: “আমি মনে করি যে আরেকটা কারণের জন্য এই সম্মেলন উল্লেখযোগ্য। ছোট বাচ্চারা সহ শ্রোতাদের প্রায় সকলেই নোট নিচ্ছিলেন। এটা দেখা আনন্দের ছিল। বক্তারা যখন শ্রোতাদেরকে বাইবেলের পদগুলো খুলে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তারা তা করে বাইবেলকে ভালভাবে ব্যবহার করেছিলেন।” এভাবে মনোযোগ দিয়ে শোনা সত্যিই প্রশংসনীয়। এটা কেবল আমাদের এবং সম্মেলনে উপস্থিত আমাদের সহ ভাইবোনদের জন্যই উপকার আনে না কিন্তু সর্বোপরি, তা আমাদের সর্বমহান শিক্ষক যিহোবা ঈশ্বরেরও গৌরব নিয়ে আসে।​—⁠যিশা. ৩০:⁠২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার