ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৩ পৃষ্ঠা ৩
  • যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হওয়া
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মহাসমাজের মধ্যে যিহোবার স্তব করুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৯ সালের “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনগুলো
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে ভোজন ও আনন্দ করার এক উপলক্ষ
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের উচ্চপ্রশংসা করি’
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৩ পৃষ্ঠা ৩

যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হওয়া

১ যিহোবা ক্ষমতায় সর্বশক্তিমান, প্রজ্ঞায় অগাধ, ন্যায়বিচারে নিখুঁত এবং প্রেমের মূর্ত প্রতীক। সৃষ্টিকর্তা, জীবনদাতা এবং নিখিলবিশ্বের সার্বভৌম ব্যক্তি হিসেবে তিনিই একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য। (গীত. ৩৬:৯; প্রকা. ৪:১১; ১৫:​৩, ৪) এই বছরের “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলন, তাঁকে একমাত্র সত্য ঈশ্বর হিসেবে প্রশংসা করতে আমাদের দৃঢ়সংকল্পকে শক্তিশালী করবে।​—⁠গীত. ৮৬:​৮-১০.

২ উত্তম পরিকল্পনা দরকার: আমাদের জন্য যিহোবা যে-আধ্যাত্মিক ভোজ সঞ্চয় করে রেখেছেন, সেটা থেকে পুরোপুরি উপকার লাভ করতে হলে উত্তম পরিকল্পনা অত্যাবশ্যক। (ইফি. ৫:​১৫, ১৬) আপনি কি আপনার থাকার, যাতায়াতের এবং কাজের জায়গা বা স্কুল থেকে ছুটির ব্যবস্থা করেছেন? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ মুহূর্তে করার জন্য ফেলে রাখবেন না। যদি আপনি ছুটি চাইতে দেরি করেন, তা হলে আপনি হয়তো এই আনন্দদায়ক অনুষ্ঠানের কোনো একটা অংশ হারাতে পারেন। আমাদের সকলের প্রতিটা পর্বে উপস্থিত থাকা দরকার।

৩ প্রতিদিন সম্মেলন হলে একটু আগে পৌঁছানোকে আপনার লক্ষ্য হিসেবে রাখুন। এটা আপনাকে শুরুর গানের আগেই নিজের আসনে বসতে সক্ষম করবে এবং যে-শিক্ষাগুলো তুলে ধরা হবে, সেগুলো গ্রহণ করার জন্য সঠিক মনোভাব রাখতে সাহায্য করবে। প্রতিদিন সকাল ৮·০০টায় হলের দরজা খুলে দেওয়া হবে। দয়া করে আপনার পরিবারের সদস্য বা যারা আপনার সঙ্গে এসেছেন, তাদের ছাড়া অন্যদের জন্য আসন সংরক্ষণ করে রাখবেন না।

৪ অনুরোধ করা হচ্ছে যেন সকলে বিরতির সময়ে খাবার সংগ্রহ করার জন্য সম্মেলনের স্থান ত্যাগ না করে বরং দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে আসে। এই বিষয়ে আপনার সহযোগিতা এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখে এবং সহ বিশ্বাসীদের সঙ্গে আরও বেশি সময় মেলামেশা করার সুযোগ করে দেয়। (গীত. ১৩৩:​১-৩) দয়া করে মনে রাখবেন যে, কাঁচের পাত্র এবং মদ্য জাতীয় পানীয় সম্মেলনের জায়গাগুলোতে নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়।

৫ শুনুন এবং শিখুন: ইষ্রা ঈশ্বরের বাক্য গ্রহণ করার জন্য প্রার্থনাপূর্বক তার হৃদয়কে তৈরি করেছিলেন। (ইষ্রা ৭:​১০, NW) তিনি যিহোবার শিক্ষায় মনোনিবেশ করেছিলেন। (হিতো. ২:⁠২) আমরা ঘর থেকে বের হওয়ার আগেই সম্মেলনের মূল বিষয় নিয়ে ধ্যান করে এবং আমাদের পরিবারের সঙ্গে তা আলোচনা করে সম্মেলনের জন্য আমাদের হৃদয়কে তৈরি করা আরম্ভ করতে পারি।

৬ একটা বড় অডিটোরিয়ামের চারপাশের অনেক আকর্ষণীয় বিষয় এবং শব্দ আমাদের মনোযোগকে বিক্ষিপ্ত করতে পারে। এই বিক্ষেপগুলো সহজেই বক্তার কাছ থেকে আমাদের মনোযোগ সরিয়ে ফেলতে পারে। এইরকম হলে আমরা মূল্যবান তথ্য হারাতে পারি। সঙ্গে দেওয়া বাক্সের পরামর্শগুলো আমাদের মনোযোগ দেওয়ার ক্ষেত্রে উন্নতি করায় সাহায্য করতে পারে।

৭ অন্যদের জন্য বিবেচনা দেখান: কার্যক্রম চালকালে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করা যেতে পারে কিন্তু অন্যদের বিক্ষিপ্ত করা এড়িয়ে চলতে শুধুমাত্র আপনার আসন থেকেই তা ব্যবহার করুন। সেল ফোন এবং পেজার অবশ্যই এমনভাবে সেট করা উচিত, যাতে এগুলো অন্যদের বিঘ্ন সৃষ্টি না করে। তা সত্ত্বেও, কিছু জায়গায় পর্ব চলাকালে কেউ কেউ সম্মেলন স্থলে যত্রতত্র ঘোরাঘুরি করে অন্যদের বিক্ষিপ্ত করেছে। এ ছাড়া, অন্যেরা দেরি করে আসে আর এটা ভাইবোনদেরকে কার্যক্রম শুরুর প্রথম কয়েক মিনিট শোনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। দয়া করে পরিচারকদের সঙ্গে সহযোগিতা করুন এবং সভাপতি যখন আমাদের আসনে বসার জন্য আমন্ত্রণ জানান, তখন বসুন।

৮ যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হতে আমরা কত অধীর আগ্রহ নিয়েই না অপেক্ষা করে আছি! প্রত্যেকটা পর্বে উপস্থিত হয়ে, মনোযোগের সঙ্গে শুনে এবং সেগুলো কাজে লাগিয়ে আমরা যেন তাঁকে গৌববান্বিত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হই।​—⁠দ্বিতী. ৩১:⁠১২.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. সম্মেলনের বিষয়বস্তু কী আর কেন যিহোবা আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য?

২, ৩. কীভাবে উত্তম পরিকল্পনা করা আমাদের পুরোপুরি উপকার পেতে সক্ষম করবে?

৪. কেন আমাদের সকলকে সম্মেলনে দুপুরের খাবার নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে?

৫. সম্মেলনের জন্য কীভাবে আমরা আমাদের হৃদয়কে তৈরি করতে পারি?

৬. কী আমাদেরকে কার্যক্রমে মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করতে পারে? (বাক্স দেখুন।)

৭, ৮. কীভাবে আমরা অন্যদের জন্য বিবেচনা দেখাতে পারি আর আমাদের দৃঢ়সংকল্প কী হওয়া উচিত?

[৩ পৃষ্ঠার বাক্স]

সম্মেলনে মনোযোগ দিয়ে শোনা

▪ বক্তৃতার শিরোনামগুলো নিয়ে চিন্তা করুন

▪ শাস্ত্রপদগুলো দেখুন

▪ সংক্ষিপ্ত নোট নিন

▪ কাজে লাগাবেন এমন বিষয়গুলো আলাদা রাখুন

▪ যা শেখেন সেগুলো পুনরালোচনা করুন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার