‘আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের উচ্চপ্রশংসা করি’
১ “আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্ত্তন কর; আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের প্রতিষ্ঠা” বা উচ্চপ্রশংসা “করি।” (গীত. ৩৪:৩) “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” আসন্ন জেলা সম্মেলন আমাদেরকে অনেক মণ্ডলী থেকে আসা আমাদের ভাই ও বোনেদের সঙ্গে একত্রে যিহোবার নামের উচ্চপ্রশংসা করার সুযোগ দেবে। আপনি কি আপনার থাকার, যাতায়াতের এবং কাজের জায়গা থেকে ছুটির ব্যবস্থা করেছেন? আগে থেকে এই বিষয়গুলো করা আমাদের জন্য বিজ্ঞতার কাজ।—হিতো. ২১:৫.
২ সম্মেলনস্থলে পৌঁছানো: সম্মেলনে যোগদান করার সময় অনেক কিছু করার থাকে। সম্মেলনের উদ্দেশে আগে থেকে রওনা হওয়া আমাদেরকে অপ্রত্যাশিত বিলম্বের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে এবং শুরুর গান ও প্রার্থনায় পূর্ণহৃদয়ে অংশ নিতে আমাদেরকে সময়মতো আমাদের আসনে বসতে সমর্থ করবে। (গীত. ৬৯:৩০) যারা দুলিয়াজান, নিউ দিল্লি, পোর্ট ব্লেয়ার এবং সেকেন্দ্রাবাদ সম্মেলনে যোগদান করছে, তাদেরকে মাতৃভাষায় গানের ব্রোশারটি নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে তারা অন্তর দিয়ে গান গাওয়ায় অংশ নিতে পারে। এই সম্মেলনগুলোর জন্য সমস্ত গানই এই ব্রোশার থেকে বেছে নেওয়া হয়েছে। অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিট আগে, সভাপতি মঞ্চে এসে বসবেন আর তখন ভূমিকামূলক রাজ্যের গানের যন্ত্রসংগীত বাজানো হবে। সেই সময়ে আমাদের সকলের আমাদের আসনগুলোতে বসা উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। (১ করি. ১৪:৩৩, ৪০) দুলিয়াজান ও আইজল সম্মেলনে সমস্ত দিনই সকাল ৮:৩০ মিনিটে কার্যক্রম শুরু হবে। এটা অভ্যাগতদেরকে অন্ধকার হওয়ার আগেই তাদের থাকার জায়গায় পৌঁছাতে সাহায্য করবে।
৩ এই বছর ভারতে সম্মেলনের সংখ্যা হ্রাস করা হয়েছে। উদ্দেশ্য হল আমাদের সমাবেশগুলোকে বড় করা। কারও কারও জন্য এর মানে হবে, দীর্ঘ যাত্রা এবং খরচ। কিন্তু, আমরা আরও বেশি ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাব এবং আরও উচ্চ মানের কার্যক্রম উপভোগ করব। এ ছাড়া, এই ধরনের বড় সমাবেশগুলো সমাজের কাছে এক উত্তম সাক্ষ্য দেবে। তাই, যিহোবার আশীর্বাদগুলোর জন্য তাঁর কাছে প্রার্থনা করুন, দৃঢ়সংকল্পবদ্ধ প্রচেষ্টা করুন এবং তিন দিনই যোগদান করার জন্য টাকাপয়সা ও ছুটি জমান।
৪ ঈশ্বরের বাক্য আমাদেরকে ‘আমাদের সকল কার্য্য প্রেমে করিবার’ উপদেশ দেয়। (১ করি. ১৬:১৪) সকাল ৮:০০টায় যখন দরজা খোলা হয়, তখন অন্যদের প্রতি বিবেচনা আমাদেরকে নিজেদের পছন্দমতো আসন পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো, এবং ধাক্কাধাক্কি করা থেকে বিরত করবে। যারা আপনার সঙ্গে একই বাড়িতে থাকে, তাদের জন্য অথবা আপনার বাইবেল ছাত্রদের জন্যই কেবল আসন সংরক্ষণ করা যেতে পারে।—১ করি. ১৩:৫; ফিলি. ২:৪.
৫ দুপুরের বিরতির সময়, খাবার সংগ্রহের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং দয়া করে সাধারণ খাবার নিয়ে আসুন। এটা সকলকে গঠনমূলক মেলামেশা উপভোগ করতে এবং দুপুরের অধিবেশনে একেবারে শুরুতেই উপস্থিত থাকতে সুযোগ দেবে। পরিবারের সদস্য এবং অন্যদের এইরকম আশা করা প্রেমময় নয় যে, সম্মেলনে নিয়ে আসার জন্য বোনেরা বাড়িতে নানারকমের খাবারদাবার তৈরি করবে। এর ফলে বোনেরা যখন সম্মেলনে পৌঁছায়, তখন তারা ক্লান্ত হয়ে পড়ে আর এইভাবে কার্যক্রমে মনোযোগ কেন্দ্রীভূত করা তাদের জন্য কঠিন হয়ে ওঠে। সম্মেলন হলে মদ্য জাতীয় পানীয় নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়।
৬ আমাদের জন্য এক আধ্যাত্মিক ভোজ অপেক্ষা করে আছে: রাজা যিহোশাফট ছিলেন এমন একজন, যিনি “ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য [তাহার] অন্তঃকরণ সুস্থির [“প্রস্তুত,” NW] করিয়াছেন।” (২ বংশা. ১৯:৩) সম্মেলনের আগে আমরা কীভাবে আমাদের হৃদয় প্রস্তুত করতে পারি? অক্টোবর - ডিসেম্বর সংখ্যার সচেতন থাক! পত্রিকার পিছনের পৃষ্ঠার প্রবন্ধটি, যে-আধ্যাত্মিক ভোজ পরিবেশিত হবে, সেই সম্বন্ধে পূর্বাভাস জোগায়। সেই প্রবন্ধটির ওপর গভীরভাবে চিন্তা করার জন্য এবং যিহোবা আমাদের জন্য যা সঞ্চিত করে রেখেছেন, তার জন্য আকাঙ্ক্ষা গড়ে তুলতে একটু সময় করে নিন না কেন? এ ছাড়া, আমাদের হৃদয়কে প্রস্তুত করার সঙ্গে আমরা যে-নির্দেশনা লাভ করব সেটার অর্থ বুঝতে ও তা প্রয়োগ করতে আমাদেরকে সাহায্য করার জন্য যিহোবার সাহায্য চাওয়া জড়িত।—গীত. ২৫:৪, ৫.
৭ ঈশ্বরের বাক্য থেকে আরও শেখার জন্য আমরা সকলেই এটা উপলব্ধি করে আকুল আকাঙ্ক্ষা করে আছিযে, এটার মাধ্যমেই আমরা পরিত্রাণের জন্য বৃদ্ধি পেতে পারি। (১ পিতর ২:২) তাই, আসুন আমরা আমাদের “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” জেলা সম্মেলনে উপস্থিত থাকি এবং ‘একসঙ্গে যিহোবার নামের উচ্চপ্রশংসা করি।’—গীত. ৩৪:৩.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. একত্রে ঈশ্বরের নামের উচ্চপ্রশংসা করার কোন সুযোগ আমাদের হবে এবং প্রস্তুতি নিতে এখনই আমরা কী করতে পারি?
২. সম্মেলনস্থলে আগে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা কেন উপকারী?
৩. এই বছর কেন বড় সম্মেলনগুলোর জন্য পরিকল্পনা করা হয়েছে?
৪. আসন খোঁজার সময় কীভাবে আমরা অন্যদের জন্য বিবেচনা দেখাতে পারি?
৫. দুপুরের বিরতির জন্য ব্যবস্থাগুলো কী এবং কীভাবে এটা উপকারী?
৬. আমরা যে-নির্দেশনা লাভ করব, সেটার জন্য আমরা কীভাবে আমাদের হৃদয় প্রস্তুত করতে পারি?
৭. আমাদের আকাঙ্ক্ষা কী এবং কেন?
[৩ পৃষ্ঠার বাক্স]
ঈশ্বরের নামের উচ্চপ্রশংসা করার উপায়গুলো
▪ আগে থেকে পরিকল্পনা করা
▪ অন্যদের জন্য ভালবাসা দেখান
▪ আপনার হৃদয় প্রস্তুত করুন