ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ২১শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৮শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ৪ঠা আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

নোট: সম্মেলনের মাসগুলোতে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রত্যেক সপ্তাহের জন্য একটা পরিচর্যা সভা থাকবে। “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য মণ্ডলীগুলোকে হয়তো প্রয়োজনীয় কিছু রদবদল করতে হতে পারে। যেখানে উপযুক্ত, সম্মেলনে যোগ দেওয়ার আগে শেষ পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে কিছু জরুরি পরামর্শ আবার তুলে ধরুন, যেটা স্থানীয়ভাবে প্রযোজ্য। জানুয়ারি মাসে, সবকটা পরিচর্যা সভায় সম্মেলনের মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করার জন্য ব্যবস্থা করা হবে। এই আলোচনার জন্য তৈরি হতে, আমরা সকলেই সম্মেলনে অর্থপূর্ণ নোট নিতে পারি, যেগুলোর মধ্যে সেই বিষয়গুলোর একটা তালিকা থাকবে, যেগুলোকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজের জীবনে ও পরিচর্যায় কাজে লাগাতে চাই। তা হলেই আমরা সম্মেলনে যোগ দিয়ে কীভাবে সেই পরামর্শগুলোকে কাজে লাগিয়েছি, তা অন্যদের কাছে বলে তাদের উৎসাহিত করতে পারব।

১৪ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই জুলাই প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো বাস্তবসম্মত নমুনা দেখান, যা হয়তো মণ্ডলীর এলাকায় তুলে ধরা যেতে পারে। প্রতিটা ক্ষেত্রে যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।

১৫ মি: “যিহোবার প্রশংসা করার জন্য একত্রে মিলিত হওয়া।”a যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। প্রথম দিনের সকাল থেকে তৃতীয় দিনের বিকাল পর্যন্ত প্রত্যেকটা পর্বে উপস্থিত থাকতে সকলকে উৎসাহ দিন। শুধুমাত্র শোনার চাইতে আমরা যা শিখেছি, সেটা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিন। জেলা সম্মেলনের মূল বিষয়গুলো নিয়ে পুনরালোচনা করতে জানুয়ারি মাসে পরিচর্যা সভার জন্য যা পরিকল্পনা করা হয়েছে, সেই বিষয়ে ওপরের নোটটা আলোচনা করুন। সকলকে নোট নিতে উৎসাহ দিন।

২০ মি: “ঈশ্বরের করুণার প্রতি কৃতজ্ঞতা।”b অনুচ্ছেদ ৩ আলোচনা করার সময়, ১৯৯৮ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একটা পত্রিকা রুট চালু করার প্রস্তাব দিন। এক বা দুজন যোগ্য প্রকাশককে জিজ্ঞেস করুন যে, বাইবেল অধ্যয়ন শুরু করতে কোন পদ্ধতিকে তারা কার্যকর হিসেবে দেখেছে। একটা বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করাকে তাদের লক্ষ্য করার জন্য সকলকে উৎসাহ দিন।​—⁠om পৃ. ৯১.

গান ১৭৬ এবং শেষ প্রার্থনা।

২১শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৮৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “সৎক্রিয়ায় আদর্শ হোন।”c যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। আমাদের উপকারের জন্য রুমের যে-ব্যবস্থাদি করা হয়েছে, সেটা মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিন। পুরো সম্মেলনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ, সেটা উপলব্ধি করতে সকলকে সাহায্য করুন। প্রত্যেকের উত্তম আচরণ থাকা কেন আবশ্যক, তা আলোচনা করুন।

২০ মি: প্রচারে তাদের সাহস অনুকরণ করুন। ঈশ্বরের উপাসনা করুন বইয়ের ১৭০-১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। ৭ অনুচ্ছেদে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে শ্রোতাদের আমন্ত্রণ জানান আর তাদের মন্তব্যে উল্লেখিত শাস্ত্রপদগুলো যুক্ত করতে বলুন। বাছাই করা কিছু শাস্ত্রপদ পড়ুন। এই বিবরণগুলো থেকে আমরা যে-শিক্ষা পাই এবং সেগুলো আমাদের প্রচারের কার্যভারের বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে যেভাবে সাহায্য করে, তা তুলে ধরুন।

গান ২০১ এবং শেষ প্রার্থনা।

২৮শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৫

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! [পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা] এবং ১লা আগস্ট প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রতিটা ক্ষেত্রে যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। একটা উপস্থানায় দেখান যে, প্রকাশক রীতিবহির্ভূত সাক্ষ্য দিচ্ছেন।

১৫ মি: “পরিপাটি পোশাক-আশাক ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে।”d একজন প্রাচীন বিষয়টা পরিচালনা করবেন। যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। ভাল পড়তে পারেন এমন একজন ভাইকে প্রত্যেকটা অনুচ্ছেদ জোরে জোরে পড়তে বলুন।

২০ মি: “দলগত সাক্ষ্যদান আনন্দ নিয়ে আসে।”e অনুচ্ছেদ ৩ আলোচনা করার সময় ২০০১ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্য়া-র প্রশ্ন বাক্সের মন্তব্য অন্তর্ভুক্ত করুন। মণ্ডলীর একজন বই অধ্যয়ন অধ্যক্ষের সংক্ষেপে সাক্ষাৎকার নিন। তিনি তার বই অধ্যয়ন দলের জন্য ক্ষেত্রের পরিচর্যার যে-ব্যবস্থা করেছেন এবং দল কীভাবে একত্রে সাক্ষ্য দিয়ে উপকৃত হয়, সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করুন।

গান ৩৬ এবং শেষ প্রার্থনা।

৪ঠা আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। এই মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন। একটা বা দুটো সংক্ষিপ্ত নমুনা দেখান, যা ব্যবহার করা যেতে পারে।

২০ মি: “বহুভাষী এলাকায় সাহিত্য অর্পণ করা।”f যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। অনুচ্ছেদ ৩ আলোচনা করার সময় অন্য ভাষায় একটা সহজ নমুনা দেখান, যেটা স্থানীয় এলাকায় বলা হয় কিন্তু সেই ভাষার কোনো মণ্ডলী নেই।

১৫ মি: “অক্ষম​—⁠অথচ ফলপ্রসূ।”g অন্যেরা যেভাবে সাহায্য করতে পারে, সেই বিষয়ে ১৯৯০ সালের ২২শে আগস্ট সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২২-৩ পৃষ্ঠায় দেওয়া “কী করা যেতে পারে?” উপশিরোনামের ওপর ভিত্তি করে দেওয়া মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।

গান ৪৯ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

f এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

g এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার