ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০১ পৃষ্ঠা ৬
  • ভাল আচরণ করুন ও প্রশংসিত হোন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভাল আচরণ করুন ও প্রশংসিত হোন!
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ”
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যে-আচরণ ঈশ্বরের গৌরব নিয়ে আসে
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের জেলা সম্মেলনগুলো—সত্যের পক্ষে এক জোরালো প্রমাণ
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০১ পৃষ্ঠা ৬

ভাল আচরণ করুন ও প্রশংসিত হোন!

১ “তারা খুবই শান্ত প্রকৃতির, যা আমি অন্য লোকেদের মধ্যে আর কখনও দেখিনি।” “এইরকম লোকেদের পাওয়া আনন্দের বিষয়।” গত বছর জেলা সম্মেলনগুলো হওয়ার পর, যারা আমাদের দেখছেন তাদের কাছ থেকে এইধরনের ইতিবাচক মন্তব্যগুলো পাওয়া গিয়েছিল, যা একটা সংগঠন হিসেবে আমাদের যে সুনাম রয়েছে তার ওপর জোর দিয়েছিল। (হিতো. ২৭:২; ১ করি. ৪:⁠৯) মূলত, এইরকম প্রশংসা যিহোবার কাছেই যায়। (মথি ৫:১৬) আমাদের সামনে এই বছরের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে ঈশ্বরের প্রশংসা করার আরেকটা অপূর্ব সুযোগ রয়েছে।

২ সম্মেলনে ভাল আচারব্যবহার করার বিষয়ে আমাদেরকে প্রত্যেক বছর মনে করিয়ে দেওয়া হয়। কেন? কারণ জগতের মনোভাব, পোশাকআশাক এবং আচারব্যবহার ক্রমশ নিচে নেমে যাচ্ছে আর আমরা সেগুলোকে নকল করতে চাই না। আমরা চাই না যে আমাদের সুনাম নষ্ট হোক। (ইফি. ২:২; ৪:১৭) আসুন আমরা নিচে দেওয়া সতর্কবাণীগুলো মনে রাখি।

৩ হোটেলগুলোতে ভাল আচরণ করুন: আমরা সৎ লোক বলে পরিচিত। (ইব্রীয় ১৩:১৮) তাই, হোটেলের রুমে আমরা কতজন থাকছি সে বিষয়ে সত্যি কথা বলা উচিত। অনুমতি না থাকলে হোটেলের রুমে আমাদের কখনোই রান্না করা উচিত নয়। একজন ম্যানেজার বলেছিলেন যে, যিহোবার সাক্ষিদের জন্য তিনি ঘরের ভাড়া কমিয়ে দিয়েছিলেন কারণ তোয়ালে হারিয়ে যাওয়ায় তাকে কখনও নতুন তোয়ালে রাখতে হয়নি। তিনি জানেন যে সবকিছুর ঠিকমতো যত্ন নেওয়া হবে। সত্যিই আমরা হোটেল থেকে “সুভেনিয়ারগুলোকে” নিয়ে যাব না। বরং, যেখানে রীতি রয়েছে, তাদের কাজের প্রতি উপলব্ধি দেখানোর জন্য উপযুক্ত বকশিশ ছেড়ে যান। আর হোটেলের কর্মীদের প্রতি ব্যবহার করার সময় সবসময় বিনয়ী হোন ও ধৈর্য দেখান।

৪ আমাদের ছোট বাচ্চাদের নম্রতা ও বাধ্যতা দেখে বাইরের লোকেরা মুগ্ধ হয়ে যান। (ইফি. ৬:​১, ২) বাবামায়েরা, দয়া করে আপনাদের ছেলেমেয়েদের প্রতি নজর রাখুন যাতে তারা অন্যদের বিরক্তির কারণ না হয়, বিশেষ করে যখন তারা সুইমিং পুল অথবা আমোদপ্রমোদের অন্যান্য স্থানগুলো ব্যবহার করে। প্রত্যেকেরই জোরে শব্দ করে দরজা বন্ধ করা অথবা চিৎকার চ্যাঁচামেচি করা এড়িয়ে চলা উচিত, বিশেষ করে রাতের বেলায় এটা লক্ষ্য রাখা উচিত।

৫ সাক্ষি নন এমন যে ব্যক্তিরা হোটেলের সুবিধাগুলো নিয়ে থাকেন, তাদের প্রতি বিবেচনা দেখিয়ে আমরা ভাল আচরণ করতে পারি। কিছু হোটেল অভিযোগ করে যে, সম্মেলনে যোগদানকারীরা বরফ তৈরির মেশিন থেকে সমস্ত বরফ নিয়ে তাদের কুলারে ভরে রাখে। একইভাবে, পরে খাওয়ার জন্য বিনামূল্যে দেওয়া বিভিন্ন খাবার অথবা কফি নিয়ে যাওয়া ঠিক নয়। আমাদের কখনও এমন মনে করা উচিত নয় যে আমরা হোটেলের নিয়মনীতির বাইরে।

৬ সম্মেলন হলে ভাল আচরণ করুন: দেখা গেছে যে কিছু ভাইবোনেরা পরিচারকদের সঙ্গে সহযোগিতা করতে চাননি, এমনকি তারা তাদের সঙ্গে অখ্রীষ্টীয়ভাবে কথা বলেছেন। ভাইদের নির্দেশনা মেনে না চলার দরুন এবং আইনত যেখানে গাড়ি রাখা উচিত নয় সেখানে তা রাখার জন্য কিছু ভাইবোনদের গাড়ি পুলিশরা টেনে টেনে নিয়ে যান। নিশ্চয়ই, আমিত্ব মনোভাব একজনকে ভাল কার্যকারী বলে শনাক্ত করে না বা যিহোবা ঈশ্বরের প্রশংসাও আনে না। তাই আসুন আমরা প্রেম ও ধৈর্য দেখাই এবং সহযোগিতা করি।​—⁠গালা. ৫:​২২, ২৩, ২৫.

৭ সকাল ৮টায় যখন সম্মেলন হলের দরজা খোলা হয়, তখন কিছু ভাইবোনেদেরকে “ভাল” আসনগুলো পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি এবং ধাক্কাধাক্কি করতে দেখা গেছে। এইধরনের আচরণের ফলে কেউ কেউ আহতও হয়েছেন। আমাদেরকে যেহেতু দুপুরে হালকা খাবার নিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, তাই ভারী খাবার পরিবেশন করা ঠিক নয়। এতে মনে হবে যেন কোন পিকনিক অথবা কোন পার্টি চলছে, যা আমোদপ্রমোদ করার সময় সাধারণত হয়ে থাকে।

৮ পোশাক ও সাজগোজের মাধ্যমে ভাল আচরণ করুন: গত বছরের একটা সম্মেলন সম্বন্ধে, বড় শহরের একটা খবরের কাগজের এক সম্পাদক লিখেছিলেন: “অন্য সমস্ত কিছুর চেয়ে সাক্ষিদের আচরণই ছিল সবচেয়ে লক্ষণীয়। এটা দেখা কতই না উৎসাহের ছিল যে এই লোকেরা সকলেই মার্জিত ও একে অন্যকে সম্মান করেন। তাদের পোশাক সবচেয়ে সুন্দর ছিল, বিভিন্ন বর্ণের ও জাতির শত শত পরিবার শান্তিপূর্ণভাবে স্রোতের মতো সম্মেলনের জায়গায় এসেছিল। এই হলে অন্য যে ব্যক্তিরা আসেন তাদের থেকে এদের আচারব্যবহার একেবারে আলাদা ছিল। সত্যি বলতে কী, সাক্ষিরা সাধারণ লোকেদের থেকে একেবারে আলাদা। লোকেদের রূঢ় ব্যবহার দেখা সবার কাছে খুব সাধারণ হয়ে গেছে। . . . কিন্তু সাক্ষিরা সত্যিই সতেজতাদায়ক।” আমাদের পোশাক ও সাজগোজ অথবা আমাদের আচারব্যবহারের মাধ্যমে আমরা কখনও যেন সম্মেলনের আধ্যাত্মিক পরিবেশে ব্যাঘাত সৃষ্টি না করি।​—⁠ফিলি. ১:১০; ১ তীম. ২:​৯, ১০.

৯ বাপ্তিস্মের সময়ে মার্জিত পোশাক পরুন: বাপ্তিস্ম প্রার্থীরা এই উপলক্ষটাকে যথাসাধ্য মর্যাদার সঙ্গে কাজে লাগাতে চাইবেন। মার্জিত স্নানের পোশাক পরা এই উপলক্ষের পবিত্রতার প্রতি উপলব্ধি প্রকাশ করে। সম্মেলনে যোগ দেওয়ার আগে বাইবেল ছাত্রদের সঙ্গে ১৯৯৫ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ থেকে “পাঠকদের থেকে প্রশ্নসকল” বিষয়টা পুনরালোচনা করা বাইবেল অধ্যয়ন পরিচালকদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে।

১০ আমাদের ভদ্রতা ও ঈশ্বরীয় আচরণ আমাদের খ্রীষ্টীয় বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দেয় এবং সৎহৃদয়ের লোকেদেরকে সত্য চিনতে সহজ করে দেয়। তাই আসুন আমরা, ‘সদাচরণ করে চলি’ এবং “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে যখন উপস্থিত হই, তখন অন্যদের দ্বারা প্রশংসিত হই।​—⁠রোমীয় ১৩:⁠৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার