ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০১ পৃষ্ঠা ৪
  • “আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি!”
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভিডিওগুলোর প্রভাব এক সাক্ষ্য দেয়
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নির্ভীক বিশ্বস্ততা রক্ষাকারীরা নাৎসি অত্যাচারের মধ্যে জয়ী হন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে হাতিয়ারগুলো শেখায়, হৃদয় ছুঁয়ে যায় ও মজবুত করে
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সাক্ষিরা কি সত্য খ্রিস্টান?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০১ পৃষ্ঠা ৪

“আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি!”

১ এই কথাগুলো ছিল একজন বিশ্বস্ত খ্রীষ্টানের, যিনি নাৎসিদের হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন। তার এই কথাগুলো সেই হাজার হাজার জীবিত ও মৃত সাক্ষিদের দৃঢ়সংকল্পকে প্রতিধ্বনিত করে, যারা নাৎসিদের নিষ্ঠুর অত্যাচারের সামনে নিজেদের বিশ্বাসে দৃঢ় ছিলেন। (ইফি. ৬:​১১, ১৩) শিহরণ জাগানোর মতো তাদের সাহস ও বিজয়ের ঘটনাগুলো সম্বন্ধে নাৎসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকেন (ইংরেজি) নামে ভিডিওতে বলা হয়েছে, যেটা হৃদয়কে নাড়া দেয়। মণ্ডলীর সকলকে এই ভিডিওটা দেখার এবং এটা তাদের ওপর কীরকম ছাপ ফেলেছে ও তাদের কাছে কেমন লেগেছে, তা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

২ এই প্রশ্নগুলো আপনার চিন্তাধারাকে জাগিয়ে তুলুক: (১) কোন্‌ কোন্‌ কারণের জন্য যিহোবার সাক্ষিরা নাৎসিদের বিরুদ্ধে দৃঢ় থেকেছিলেন? (২ক) নাৎসীদের অভিবাদন “হেইল হিটলার” সম্বন্ধে কী ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল এবং কেন? (২খ) এটা সাক্ষি পরিবারগুলোর ওপর কেমন প্রভাব ফেলেছিল? (৩) কতজন সাক্ষিকে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, তাদেরকে সেখানে কীভাবে শনাক্ত করা হতো আর গ্যাসটাপো দল তাদের সঙ্গে কেমন ব্যবহার করত? (৪) আমাদের ভাইয়েরা স্বাধীন হওয়ার জন্য কী ধরনের মূল্য দিতে রাজি হননি? (৫ক) কীভাবে ও কখন যিহোবার সাক্ষিরা হিটলারের নিষ্ঠুরতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন? (৫খ) হিটলার কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? (৬) যিহোবার লোকেদের মধ্যে একতা কীভাবে শারীরিক ও আধ্যাত্মিকভাবে তাদের এবং অন্যদের জীবনকে রক্ষা করেছিল? (৭) একটা কনসেনট্রেশন ক্যাম্পে রাজ্যের কোন্‌ গানটা লেখা হয়েছিল? (৮) যাই ঘটুক না কেন, যিহোবার প্রতি আপনার বিশ্বস্ততাকে বজায় রাখার জন্য বিশ্বস্ত পুরুষ, নারী ও যুবক-যুবতীদের কোন্‌ উদাহরণগুলো আপনাকে প্রেরণা দেয়? (এছাড়া ১৯৯৯ সালের বর্ষপুস্তক এর ১৪৪-৭ পৃষ্ঠাও দেখুন।) (৯) একজন যিহোবার সাক্ষি হিসেবে, জগতের অংশ না হওয়ার ব্যাপারে এই ভিডিওটা কীভাবে আপনাকে অনুপ্রাণিত করে?

৩ দৃঢ় থাকেন এই ভিডিওতে বর্ণিত যিহোবার সাক্ষিদের সাহস ও উৎসাহজনক উদাহরণ যুবক-যুবতীদের, এমনকি যারা সাক্ষি নয় তাদেরকেও অসহিষ্ণুতা, বন্ধুবান্ধবদের চাপ এবং বিবেককে শুদ্ধ রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। তুমি যদি মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া কোন যুবক বা যুবতী হও, তাহলে তুমি তোমার ক্লাসে এই ভিডিওটা দেখানোর জন্য কি শিক্ষকদেরকে সুযোগ দিতে পার? তাদেরকে হয়তো তুমি এই ভিডিওর একটা কপি ধার দিতে পার আর বলে দাও এটাতে যে ইতিহাস রয়েছে তা খুব কম লোকই জানে অথবা এটা বাস্তব ঘটনার ওপর তৈরি করা একটা চলচ্চিত্র, যেটাতে নৈতিক শিক্ষা পাওয়া যায়।

৪ যা সঠিক তার প্রতি দৃঢ় থেকে ঈশ্বরকে খুশি করার জন্য কীভাবে ঐশিক শিক্ষা আমাদেরকে আধ্যাত্মিক শক্তি দান করে, তা দেখানোর জন্য দৃঢ় থাকেন ভিডিওটা এক চমৎকার হাতিয়ার। (১ করি. ১৬:১৩) সত্যের প্রতি যারা আগ্রহী তাদের সকলকে এটা দেখান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার