যিশাইয়ের ভবিষ্যদ্বাণী অধ্যয়নের জন্য প্রস্তুত হোন!
১ “বিশ্বস্ত উপাসকরা এই আস্থা রাখতে পারেন যে, যিহোবা . . . ন্যায়বিচারের জন্য ঠিক যতদিন দরকার তার চাইতে একদিনও বেশি শয়তানের জগৎকে থাকতে অনুমতি দেবেন না।” এই কথাগুলো কত উৎসাহজনক! কোথা থেকে এই কথাগুলো উদ্ধৃতি করা হয়েছে? যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য জ্যোতি ১ম খণ্ড (ইংরেজি) বই থেকে। যিশাইয়ের ভবিষ্যদ্বাণী আমাদেরকে এইরকম এক উৎসাহজনক উপসংহার করার কি কোন কারণ জোগায়? হ্যাঁ! বাইবেলের এই বইয়ে, পরিত্রাণের মূল বিষয়টাকে জোরালো ও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। (যিশা. ২৫:৯) সেইজন্য মণ্ডলীর বই অধ্যয়নে ঈশ্বরের বাক্যের এই অংশটা অধ্যয়ন করা আমাদের জন্য খুবই উৎসাহের হবে। প্রত্যেক সপ্তায় তা উপভোগ করার জন্য আমরা কি সেখানে উপস্থিত থাকব? কেন আমাদের উপস্থিত থাকা দরকার?
২ যিশাইয় ৩০:২০ (NW) পদে যিহোবাকে আমাদের “মহান শিক্ষক” বলা হয়েছে। যিহোবা যখন তাঁর বাক্য থেকে এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” এর দেওয়া বাইবেল ভিত্তিক প্রকাশনাদির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন, তখন প্রত্যেক খ্রীষ্টানের তা মন দিয়ে শোনা উচিত। (মথি ২৪:৪৫; যিশা. ৪৮:১৭, ১৮) যিশাইয়ের ভবিষ্যদ্বাণী ১ম খণ্ড বইয়ের বেলায় এই কথা একেবারে সত্যি। এই বইটা অধ্যয়ন করে আপনি কীভাবে অনেক উপকার পেতে পারেন?
৩ উত্তর দেওয়ার জন্য তৈরি হোন: বই অধ্যয়নের জন্য তৈরি হতে প্রতি সপ্তায় যথেষ্ঠ সময় আলাদা করে রাখুন। নির্ধারিত অংশের প্রতিটা অনুচ্ছেদ পড়ুন। যে প্রশ্নগুলো দেওয়া আছে, তার প্রত্যেকটা নিয়ে চিন্তা করুন। আপনার বইয়ে উত্তরগুলোতে দাগ দিন। যিশাইয় থেকে যে পদগুলো উদ্ধৃতি করা হয়েছে, সেগুলো মোটা বড় অক্ষরে ছাপানো। সেগুলো ভাল করে পড়ুন। উল্লেখিত অন্যান্য শাস্ত্রপদগুলো খুলে দেখুন যে কীভাবে বিষয়বস্তুর সঙ্গে সেগুলোর মিল রয়েছে। আপনি যা শিখছেন সেগুলো নিয়ে ধ্যান করুন। এরপর, আপনি যা তৈরি করেছেন আপনার বই অধ্যয়নে তা বলুন।
৪ যে ভাই বই অধ্যয়ন পরিচালনা করেন তিনি, সভায় উপস্থিত সকলকে সঠিকভাবে বাইবেল ব্যবহার করতে এবং যে বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে, সেটার ব্যবহারিক মূল্য বুঝতে সাহায্য করবেন। আপনাকে যদি প্রথমে উত্তর দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, তাহলে সহজ ও সরাসরি উত্তর দিন। কেউ যদি ইতিমধ্যে সেই উত্তর দিয়ে ফেলে, তাহলে যেটা আলোচনা হচ্ছে সেটাকে আপনি আরও বুঝিয়ে বলতে পারেন। আপনি হয়তো দেখাতে পারেন যে, কীভাবে একটা মূল শাস্ত্রপদ বিষয়বস্তুটাকে বুঝতে সাহায্য করে। নিজের কথায় উত্তর দেওয়ার চেষ্টা করুন আর আলোচনায় অংশ নেওয়ার আনন্দকে উপভোগ করুন।
৫ আসুন আমরা একসঙ্গে উৎসাহ নিয়ে যিশাইয় বইয়ের মহামূল্যবান বার্তাকে পরীক্ষা করে দেখি। এটা আমাদেরকে প্রতিদিন যিহোবার পরিত্রাণের জন্য আনন্দ নিয়ে প্রতীক্ষা করতে উৎসাহ দেবে।—যিশা. ৩০:১৮.