নতুন জগৎ সমাজ কার্যকর (ইংরেজি) এর এক ঐতিহাসিক পুনরালোচনা
১৯৫৪ সালের ফিল্মটা ভিডিওতে দেখার সময় এই প্রশ্নগুলোর উত্তরের বিষয় ভেবে দেখুন: (১) কেন এই ফিল্মটা আসলে তৈরি করা হয়েছিল আর এটা কী সম্পাদন করেছে? (২) যিহোবার সাক্ষিরা কোন্ কোন্ প্রকাশনাদি ছাপিয়ে থাকেন, কাদের জন্য ও কেন? (৩) ১৯৫৪ সালের সঙ্গে আজকে প্রহরীদুর্গ পত্রিকা ছাপানোর সংখ্যাকে তুলনা করলে কী দেখা যায়? (৪) সাম্প্রতিক বছরগুলোতে, আমাদের ছাপানোর কাজ কীভাবে আরও আধুনিক হয়েছে? (৫) ১৯৫৩ সালে ইয়াংকি স্টেডিয়ামে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার কোন্ বিষয়টা আপনার ওপর ছাপ ফেলেছে? (৬) ট্রেইলর সিটি কী ছিল আর এর সম্বন্ধে কোন্ উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি লক্ষ্য করেছেন? (৭) কী দেখায় যে আমাদের কাজ কেবল একটা জাতি, রাষ্ট্র অথবা সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়? (৮) আপনি কোন্ কোন্ উপায়ে বুঝতে পেরেছেন যে, যিহোবার সংগঠন প্রেমময় আত্মার দ্বারা কাজ করে? (গীত. ১৩৩:১) (৯) ১৯৫০ দশকে নতুন জগৎ সমাজের কাজকর্ম সম্বন্ধে কারা এই ঐতিহাসিক পুনরালোচনার ভিডিওটা দেখতে আগ্রহী হবেন বলে আপনি মনে করেন?