যিহোবার ভালবাসার প্রতি কৃতজ্ঞতা দেখানোর ফলে যে আশীর্বাদগুলো পাওয়া যায় —ভাগ ২
১ এই বিষয়ের ওপর গত মাসের ১ম ভাগে, পরিচর্যায় যে চারটে উপায়ে আমরা যিহোবার ভালবাসার প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি, সেটা আলোচনা করেছিলাম। (১ যোহন ৪:৯-১১) সেটা দেখানোর জন্য এখানে আমরা আরও পাঁচটা উপায়ের কথা বলব। যখন আমরা অন্যদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য পুরোপুরিভাবে অংশ নিই, তখন আমরা আশীর্বাদ পাই।
২ রীতিবহির্ভূত সাক্ষ্যদান: যে লোকেরা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত তাদেরকে খুঁজে বের করা এবং তাদের কাছে সাহায্যকারী সাহিত্য অর্পণ করা, উভয় ক্ষেত্রেই এটা একটা কার্যকারী উপায়। ‘সুযোগ কিনিয়া লওয়া’ এবং প্রতিটা সুযোগে ও যার সঙ্গেই আমাদের দেখা হয়, তার কাছে সাক্ষ্য দেওয়া উপকারজনক। (ইফি. ৫:১৬) এভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের হয়তো সাহসের দরকার কিন্তু আমরা যদি ঈশ্বরের ভালবাসা এবং লোকেদের প্রয়োজনগুলোকে উপলব্ধি করি, তাহলে প্রতিটা সুযোগে আমরা সাক্ষ্য দেব।—২ তীম. ১:৭, ৮.
৩ একজন পূর্ণ-সময়ের পরিচারক একটা ট্যাক্সিতে তার পাশের যাত্রীর কাছে সাক্ষ্য দিয়ে অনেক ভাল ফল পেয়েছিলেন। লোকটা আগ্রহ দেখিয়েছিলেন। পুনর্সাক্ষাৎ করা হয়েছিল এবং পরে বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। সেই লোকটা সত্যে আসেন এবং এতটাই উন্নতি করেন যে তিনি মণ্ডলীর একজন প্রাচীন হন!
৪ চিঠি লেখা: শারীরিক দুর্বলতা অথবা ঝড়ো আবহাওয়ার কারণে আমরা হয়তো ঘরে-ঘরে প্রচারে যেতে পারি না। মৃত্যুতে প্রিয়জনদের হারিয়েছেন, এমন যে লোকেদেরকে আমরা জানি অথবা যাদেরকে বাড়িতে পাওয়া যায়নি তাদেরকে অল্পকথায় সাক্ষ্য দিয়ে আমরা চিঠি লিখতে পারি। চিঠির সঙ্গে আমরা আমাদের সময়োপযোগী ট্র্যাক্টগুলোর কোন একটা দিতে পারি, যেটাতে বাইবেল-ভিত্তিক আকর্ষণীয় বার্তা রয়েছে এবং যার কাছে লিখছি তার কোন প্রশ্ন থাকলে তা লিখে জানানোর জন্য উৎসাহ দিতে পারি। আপনার ব্যক্তিগত ঠিকানা অথবা কিংডম হলের ঠিকানা ব্যবহার করুন; দয়া করে শাখা অফিসের ঠিকানা ব্যবহার করবেন না।
৫ টেলিফোনে সাক্ষ্যদান: ঘরে-ঘরে প্রচার কাজে আমরা যে লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না তাদের কাছে পৌঁছানোর জন্য এটা হল একটা চমৎকার উপায়। আমরা যদি তা বিচক্ষণতার সঙ্গে, সদয়ভাবে, কৌশলে এবং দক্ষতার সঙ্গে করি, তাহলে আমরা হয়তো খুব ভাল সাড়া পেতে পারি। কীভাবে সবচেয়ে ভাল ফল পাওয়া যেতে পারে, সে বিষয়ে ২০০১ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫-৬ পৃষ্ঠায় বাস্তবধর্মী কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
৬ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময় একজন বোন, এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে, তার ও তার পরিবারের জন্য কী ভবিষ্যৎ রয়েছে সে বিষয়ে তিনি গুরুত্বের সঙ্গে ভেবে দেখেছেন কি না। ভদ্রমহিলা বলেছিলেন যে তিনি ভেবে দেখেছেন। তিনি জানিয়েছিলেন যে হতাশার কারণে বাড়িতে তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এই বোনের সত্যিকারের চিন্তা দেখে মুগ্ধ হয়ে, ভদ্রমহিলা কাছাকাছি একটা বাজারে তার সঙ্গে দেখা করতে রাজি হন। ফলে, ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি হন!
৭ অপরিচিতদের সাদর অভ্যর্থনা জানানো: আমরা যদি আমাদের প্রতিবেশীদের ভালবাসি, তাহলে কোন অপরিচিত ব্যক্তি আমাদের সভায় এসেছেন কি না, সেই বিষয়ে আমরা খেয়াল রাখব এবং তাকে অভ্যর্থনা জানাব। (রোমীয় ১৫:৭) তাকে বুঝতে দিন যে তিনি তাদের মধ্যে আছেন, যারা তার আধ্যাত্মিক মঙ্গলের বিষয়ে আন্তরিকভাবে আগ্রহী। আমাদের সত্যিকারের চিন্তা এবং আমাদের ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের প্রস্তাব হয়তো তাকে আমাদের সাহায্য গ্রহণ করতে পরিচালিত করতে পারে।
৮ আমাদের উত্তম আচরণ: আমাদের উত্তম আচরণের দ্বারা আমরা সত্যকে ভূষিত করি। (তীত ২:১০) জগতের লোকেরা যিহোবার সাক্ষি হিসেবে যখন আমাদের প্রশংসা করেন, তখন তারা আসলে আমাদের ঈশ্বরের সম্মান নিয়ে আসেন। (১ পিতর ২:১২) এটাও অন্যদেরকে জীবনের পথে চলা শুরু করতে সাহায্য করতে পারে।
৯ আমাদের জন্য যিহোবার মহান প্রেমের প্রতি কৃতজ্ঞতা দেখাতে এই পাঁচটা উপায়কে পুনরালোচনা করুন না কেন এবং সেগুলোকে কাজে লাগান না কেন? (১ যোহন ৪:১৬) যদি তা করেন, তাহলে আপনি প্রচুর আশীর্বাদ পাবেন।