ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০২ পৃষ্ঠা ৮
  • বাবামারা—সন্তানদেরকে শিশুকাল থেকে শিক্ষা দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাবামারা—সন্তানদেরকে শিশুকাল থেকে শিক্ষা দিন
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পিতামাতারা, আপনাদের সন্তানদের মধ্যে আনন্দ খুঁজে নিন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিচারক হওয়ার জন্য আপনার সন্তানদের প্রশিক্ষণ দিন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসার জন্য প্রশিক্ষণ দিন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০২ পৃষ্ঠা ৮

বাবামারা​—⁠সন্তানদেরকে শিশুকাল থেকে শিক্ষা দিন

১ “বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।” (হিতো. ২২:⁠৬) বাবামারা, আপনারা যদি না চান যে সন্তানরা সত্যের পথ ‘ছাড়িয়া’ যাক, তাহলে কখন থেকে এই শিক্ষা আরম্ভ করা উচিত? একেবারে শিশুকাল থেকে!

২ পৌল যখন বলেছিলেন যে তীমথিয়ের আধ্যাত্মিক শিক্ষা “শিশুকাল অবধি” হয়েছিল, তখন স্পষ্টতই তিনি একেবারে শিশু অবস্থাকে বুঝিয়েছিলেন। (২ তীম. ৩:​১৪, ১৫) ফলে, তীমথিয় একজন উত্তম আধ্যাত্মিক-মনা ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। (ফিলি. ২:​১৯-২২) বাবামারা, আপনাদের সন্তানদের ‘সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিবার’ জন্য যে শিক্ষা দরকার, “শিশুকাল অবধি” তাদেরকে সেই শিক্ষা দিন।​—⁠১ শমূ. ২:⁠২১.

৩ বেড়ে ওঠার জন্য তাদের যে জলের দরকার তা সরবরাহ করুন: চারাগাছ বেড়ে উঠে শক্ত গাছে পরিণত হতে যেমন অবিরত জল সরবরাহ করা দরকার, ঠিক তেমনই ঈশ্বরের পরিপক্ব দাসে পরিণত হওয়ার জন্য সব বয়সের ছেলেমেয়েদের বাইবেলের সত্যের জলে পুষ্ট হওয়া দরকার। ছেলেমেয়েদেরকে সত্য শেখানোর ও যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তাদেরকে সাহায্য করার প্রধান উপায় হল, নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন করা। তবে বাবামারা, প্রত্যেক সন্তানের মনোযোগ দেওয়ার ক্ষমতা কতখানি তা খেয়াল রাখুন। ছোট বাচ্চাদের জন্য, সম্ভবত দীর্ঘ আলোচনার বদলে বারবার অল্প সময় নিয়ে নির্দেশনা দিলে তা আরও কার্যকারী হয়।​—⁠দ্বিতী. ১১:​১৮, ১৯.

৪ সন্তানদের শেখার ক্ষমতাকে কখনও হালকা করে নেবেন না। তাদেরকে বাইবেলের বিভিন্ন ব্যক্তির গল্প বলুন। তাদেরকে বাইবেলের বিভিন্ন ঘটনার ছবি আঁকতে দিন কিংবা অভিনয় করে দেখাতে বলুন। বাইবেলের নাটকগুলো সহ আমাদের ভিডিও এবং অডিও ক্যাসেটগুলো ভাল করে কাজে লাগান। বয়স ও ছেলেমেয়েদের শেখার ক্ষমতা অনুসারে পারিবারিক অধ্যয়নকে খাপ খাইয়ে নিন। শুরুর শিক্ষাগুলো হবে একেবারে মৌলিক, খুব অল্প; কিন্তু সন্তান যত বড় হতে থাকে, তার শিক্ষা আরও বাড়ানো ও দিন-দিন তাতে উন্নতি করা উচিত। বাইবেলের শিক্ষাকে জীবন্ত করে তুলুন ও বিভিন্নভাবে বলুন। আপনি চান আপনার সন্তান যেন বাক্যের জন্য “লালসা” করে, তাই যতটা পারেন অধ্যয়নকে আগ্রহজনক করে তুলুন।​—⁠১ পিতর ২:⁠২.

৫ মণ্ডলীর বিভিন্ন বিষয়ে তাদেরকে জড়িত করুন: আপনার ছেলেমেয়েদের জন্য উন্নতি করার লক্ষ্যগুলো রাখুন, যাতে তারা মণ্ডলীতে পুরোপুরি জড়িত থাকে। তাদের প্রথম লক্ষ্য কী হতে পারে? দুই অল্পবয়স্ক সন্তানের বাবামা বলেছিলেন: “দুই সন্তানই কিংডম হলে শান্তভাবে বসার জন্য প্রশিক্ষণ পেয়েছিল।” পরে, ছেলেমেয়েদেরকে সভাগুলোতে নিজের ভাষায় উত্তর দিতে এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম লেখানোর লক্ষ্য রাখতে সাহায্য করুন। ক্ষেত্রের পরিচর্যায়, অর্জন করার মতো ভাল লক্ষ্যগুলো হল দরজায় একটা ট্র্যাক্ট অর্পণ করা, একটা শাস্ত্রপদ পড়া, একটা পত্রিকা অর্পণ করার জন্য ভূমিকা করা এবং অর্থপূর্ণ আলোচনায় গৃহকর্তাদের জড়িত করা।

৬ এক উদ্দীপনামূলক উদাহরণ রাখুন: আপনার ছেলেমেয়েরা কি আপনাকে প্রতিদিন যিহোবার সম্বন্ধে কথা বলতে এবং তাঁর কাছে প্রার্থনা করতে শোনে এবং আপনাকে তাঁর বাক্য অধ্যয়ন করতে, সভাগুলোতে যোগদান করতে, ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিতে এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে আনন্দ পেতে দেখে? (গীত. ৪০:⁠৮) এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা যেন দেখে যে আপনারা সেগুলো একসঙ্গে করেন। ছয় সন্তানকে বিশ্বস্ত সাক্ষি হিসেবে গড়ে তুলেছেন, এমন একজন মার সম্বন্ধে তার প্রাপ্তবয়স্কা মেয়ে বলেছিলেন: “যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হল মায়ের নিজের উদাহরণ​—⁠এটা কথার চেয়েও বেশি কার্যকারী ছিল।” চার সন্তানের এক মা বলেছিলেন: “‘যিহোবাকে প্রথম স্থান দেওয়া’ শুধুমাত্র মুখে বলা কথাই ছিল না কিন্তু আমাদের জীবনযাপনে তা আমরা দেখিয়েছিলাম।”

৭ বাবামারা, ঈশ্বরের বাক্য থেকে আপনাদের ছেলেমেয়েদেরকে সত্য শিখিয়ে, উন্নতি করার লক্ষ্যগুলো স্থাপন করে এবং যথাসম্ভব ভাল উদাহরণ রেখে একেবারে শিশুকাল থেকেই তাদের শিক্ষা দিন। আপনি যদি তা করেন, তাহলে আপনি সুখী হবেন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার