পরিচারক হওয়ার জন্য আপনার সন্তানদের প্রশিক্ষণ দিন
১. গীতসংহিতা ১৪৮:১২, ১৩ পদ, খ্রিস্টান বাবা-মায়েরা কী করুক বলে জোর দেয়?
১ যিহোবা অল্পবয়সিদের তাঁর প্রশংসা করার জন্য আমন্ত্রণ জানান। (গীত. ১৪৮:১২, ১৩) তাই খ্রিস্টান বাবা-মায়েরা তাদের সন্তানদের বাইবেলের সত্য এবং ঈশ্বরের নৈতিক নিয়মগুলোকে শিক্ষা দেওয়ার চেয়ে আরও বেশি কিছু করে। তারা তাদেরকে সুসমাচারের পরিচারক হওয়ার জন্যও প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে তা ক্রমান্বয়ে করা যেতে পারে?
২. কীভাবে একজন বাবা অথবা মায়ের উত্তম উদাহরণ তার সন্তানদেরকে প্রভাবিত করতে পারে?
২ উত্তম উদাহরণ: বিচারকর্তা গিদিয়োন তার ৩০০ জন লোককে বলেছিলেন: “আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কর্ম্ম কর।” (বিচার. ৭:১৭) সন্তানরা সাধারণত বাবা-মাদের দেখে তাদেরকে অনুকরণ করে। একজন বাবা রাতে চাকরি করেন কিন্তু শনিবার সকালে বাড়িতে এসে ঘুমাতে যাওয়ার পরিবর্তে, তিনি তার সন্তানদেরকে পরিচর্যায় নিয়ে যান, এমনকী যদিও তিনি খুব ক্লান্ত থাকেন। কোনো কথা না বলে, তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে, পরিচর্যা হল এক অগ্রাধিকারের বিষয়। (মথি ৬:৩৩) আপনার সন্তানেরা কি আপনাকে প্রার্থনা করা, বাইবেল পাঠ, মন্তব্য করার এবং প্রচার করার মতো উপাসনার বিভিন্ন ক্ষেত্রে আনন্দের সঙ্গে রত থাকতে দেখে? অবশ্য, আপনি এক নিখুঁত উদাহরণ হবেন না। কিন্তু যিহোবাকে সেবা করার ব্যাপারে আপনার সন্তানরা যদি আপনাকে অধ্যবসায়ী হতে দেখে, তাহলে তাঁকে উপাসনা করার জন্য তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার প্রচেষ্টাগুলোর প্রতি তারা আরও বেশি করে সাড়া দেবে।—দ্বিতীয়. ৬:৬, ৭; রোমীয় ২:২১, ২২.
৩. কোন উন্নতিশীল আধ্যাত্মিক লক্ষগুলো স্থাপন করতে ও সেগুলোতে পৌঁছাতে বাবা-মাদের তাদের সন্তানদেরকে সাহায্য করা উচিত?
৩ উন্নতিশীল লক্ষ্যগুলো: বাবা-মায়েরা অক্লান্তভাবে তাদের সন্তানদেরকে হাঁটতে, কথা বলতে, কাপড়-চোপড় পরতে ও আরও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। সন্তানরা যখন বড়ো হওয়ার সময় গুরুত্বপূর্ণ ধাপগুলোতে পৌঁছায়, তখন তাদের সামনে নতুন নতুন লক্ষ রাখা হয়। বাবা-মায়েরা যদি খ্রিস্টান হয়, তাহলে তারা তাদের সন্তানদেরকে তাদের বয়স ও ক্ষমতা অনুসারে আধ্যাত্মিক লক্ষগুলো স্থাপন করতে ও সেগুলোতে পৌঁছাতেও সাহায্য করে। (১ করি. ৯:২৬) আপনারা কি আপনাদের সন্তানদেরকে তাদের নিজেদের ভাষায় মন্তব্যগুলো করতে ও ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ তাদের নিজেদের বক্তৃতাগুলো প্রস্তুত করতে শিক্ষা দিচ্ছেন? (গীত. ৩৫:১৮) আপনারা কি তাদেরকে পরিচর্যার বিভিন্ন ক্ষেত্রে রত থাকতে প্রশিক্ষণ দিচ্ছেন? আপনারা কি তাদের সামনে বাপ্তিস্ম ও পূর্ণসময়ের পরিচর্যার লক্ষ্য স্থাপন করছেন? আপনারা কি তাদেরকে আনন্দিত, উদ্যোগী সুসমাচার প্রচারকদের সঙ্গে মেলামেশা করতে সাহায্য করছেন, যারা তাদেরকে উৎসাহিত করবে?—হিতো. ১৩:২০.
৪. কীভাবে সন্তানরা এমন বাবা-মাকে পেয়ে উপকৃত হয়, যারা তাদেরকে একেবারে অল্পবয়স থেকেই পরিচর্যায় প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে?
৪ গীতরচক বলেছিলেন: “হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ; আর এ পর্য্যন্ত আমি তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করিতেছি।” (গীত. ৭১:১৭) একেবারে অল্পবয়স থেকেই আপনার সন্তানদেরকে পরিচারক হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে শুরু করুন। যে-আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলার জন্য আপনি তাদেরকে সাহায্য করেন, তা নিশ্চিতভাবেই তাদেরকে প্রাপ্তবয়সে উপকৃত করবে!—হিতো. ২২:৬.