আপনার সন্তানদের যিহোবার প্রশংসা করতে শিক্ষা দিন
১ গীতসংহিতা ১৪৮:১২, ১৩ পদ বালক-বালিকাদের “সদাপ্রভুর [“যিহোবার,” NW] নামের প্রশংসা” করতে উৎসাহিত করে। শাস্ত্রে ছোট ছেলেমেয়েদের সম্বন্ধে অসংখ্য উদাহরণ রয়েছে, যারা তা করেছিল। উদাহরণস্বরূপ, “বালক শমূয়েল . . . সদাপ্রভুর [“যিহোবার,” NW] সম্মুখে পরিচর্য্যা করিতেন।” (১ শমূ. ২:১৮) ‘একটী ছোট বালিকাই’ নামানের স্ত্রীকে বলেছিল যে, ইস্রায়েলে যিহোবার ভাববাদী নামানকে তার কুষ্ঠরোগ থেকে সুস্থ করতে পারেন। (২ রাজা. ৫:১-৩) যিশু যখন মন্দিরে প্রবেশ করেছিলেন এবং পরাক্রম কাজগুলো সম্পাদন করেছিলেন, তখন সেখানকার ‘বালকেরাই’ চিৎকার করে বলেছিল: “হোশান্না দায়ূদ-সন্তান।” (মথি ২১:১৫) বাবামায়েরা কীভাবে তাদের সন্তানদের যিহোবার প্রশংসা করতে শিক্ষা দিতে পারে?
২ উদাহরণ: সন্তানদের হৃদয়ে সত্য যত্নপূর্বক শিক্ষা দেওয়ার পূর্বে প্রথমে ইস্রায়েলীয় বাবাদের যিহোবাকে ভালবাসতে এবং তাদের নিজেদের হৃদয়ে তাঁর আজ্ঞাগুলো ধরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। (দ্বিতী. ৬:৫-৯) আপনি যদি পরিচর্যা সম্বন্ধে ইতিবাচক কথা বলেন এবং এটাকে আপনার সাপ্তাহিক তালিকার অংশ করে তোলেন, তা হলে আপনার সন্তানরা পরিচর্যাকে গুরুত্বপূর্ণ ও পরিতৃপ্তিদায়ক বিষয় বলে দেখতে পরিচালিত হবে।
৩ একজন বোন আনন্দের সঙ্গে স্মরণ করেন: “আমি যখন বড় হয়ে উঠছিলাম, তখন আমাদের পারিবারিক তালিকার অন্তর্ভুক্ত ছিল প্রত্যেক শনি-রবিবার পরিচর্যায় অংশগ্রহণ করা। আমি দেখতে পেয়েছিলাম যে, আমার বাবামা প্রচার করাকে সত্যিই উপভোগ করত। পরিচর্যাকে আনন্দদায়ক বিষয় হিসেবে দেখেই আমরা বড় হয়ে উঠেছিলাম।” এই বোন সাত বছর বয়সে একজন অবাপ্তাইজিত প্রকাশক হয়েছিলেন এবং ৩২ বছরেরও বেশি সময় ধরে পূর্ণসময়ের পরিচর্যায় রত আছেন।
৪ উন্নতিশীল প্রশিক্ষণ: আপনি যখন পরিচর্যায় অংশগ্রহণ করেন, তখন আপনার সন্তানদেরকে তাতে অন্তর্ভুক্ত করুন। তারা হয়তো কলিংবেল বাজাতে পারে, গৃহকর্তার হাতে একটা ট্র্যাক্ট দিতে পারে অথবা একটা শাস্ত্রপদ পড়তে পারে। এটা তাদের আনন্দকে বৃদ্ধি করবে এবং রাজ্যের বার্তা জানানোর জন্য তাদের দক্ষতার ক্ষেত্রে আস্থা অর্জন করতে তাদেরকে সাহায্য করবে। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে, পরিচর্যায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া উচিত। তাই, তাদেরকে উন্নতি করে চলতে এবং আধ্যাত্মিক লক্ষ্যগুলোর বিষয়ে চিন্তা করতে সাহায্য করুন।
৫ আপনি যখন মনে করেন যে, আপনার সন্তানরা অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য এবং তারা যখন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার কথা প্রকাশ করে, তখন দেরি না করে সেই বিষয়ে প্রাচীনদের সঙ্গে কথা বলুন। একজন প্রকাশক হওয়া তাদেরকে যিহোবার প্রশংসা করার জন্য তাদের ব্যক্তিগত দায়িত্বের বিষয় মনে করিয়ে দেবে। মনে রাখবেন যে, একজন সন্তানের প্রকাশক হিসেবে যোগ্য হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক বাপ্তাইজিত ব্যক্তিদের মতো সমপরিমাণ জানতেই হবে এমন নয়। আপনার সন্তান কি বাইবেলের মৌলিক শিক্ষাগুলো বোঝে? সে কি বাইবেলের নৈতিক মানগুলোকে পালন করে? সে কি পরিচর্যায় অংশগ্রহণ করতে এবং যিহোবার সাক্ষিদের একজন বলে পরিচিত হতে চায়? যদি চায়, তা হলে প্রাচীনরা হয়তো নির্ধারণ করতে পারে যে, সে একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য কি না।—২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটি দেখুন।
৬ সন্তানদেরকে তাদের হৃদয় থেকে যিহোবার প্রশংসা করতে শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টার দরকার। কিন্তু তাদের সন্তানরা আধ্যাত্মিক উন্নতি করছে, তা দেখার চেয়ে আর অন্য কোনো বিষয় খুব কমই তাদেরকে এতটা আনন্দ দেয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, সন্তানরা যখন যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে প্রচার করে, তখন তিনি তাতে খুশি হন।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. ছোট ছেলেমেয়েরা কি যিহোবার প্রশংসা করতে পারে?
২. সন্তানদের সামনে এক উত্তম উদাহরণ স্থাপন করা বাবামাদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
৩. একজন বোন কীভাবে তার বাবামার উদাহরণ থেকে উপকার লাভ করেছিলেন?
৪. সন্তানদের উন্নতিশীলভাবে প্রশিক্ষণ দেওয়ার অর্থ কী?
৫. একজন সন্তানের অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে যোগ্য হতে কীসের প্রয়োজন?
৬. তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া বাবামাদের জন্য কেন যথার্থ?