রাজ্যের প্রচার জীবন বাঁচাতে সাহায্য করে!
১ এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা এই সময়ে পৃথিবীতে হয়ে চলেছে। যিহোবা ঈশ্বর, যীশু খ্রীষ্ট এবং অযুত অযুত দূত এই কাজের ওপর তাঁদের দৃষ্টি রেখেছেন। এই কাজটা কী আর কেন এটা এত জরুরি? এটা হল রাজ্যের প্রচার আর এটা জীবন বাঁচাতে সাহায্য করে!—রোমীয় ১:১৬; ১০:১৩, ১৪.
২ কেউ কেউ হয়তো মনে করতে পারে যে, আমরা যদি আমাদের চারপাশের জগৎকে উন্নত করার চেষ্টা করি, তা হলে আমরা আরও ভালভাবে অন্যদের সাহায্য করতে পারব। অনেকেই শান্তি আনার, রোগব্যাধি নিরাময় করার অথবা অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নত করার চেষ্টায় লেগে আছেন। কিন্তু কী লোকেদের সাহায্য করবে?
৩ এক অসাধারণ কাজ: কেবল রাজ্যের বার্তাই জীবনের উদ্দেশ্য, মানুষের দুঃখকষ্টের কারণ এবং ভবিষ্যতের জন্য একমাত্র নির্ভরযোগ্য আশা সম্বন্ধে জানায়। সুসমাচার লোকেদের যিহোবার বন্ধু হতে আর এভাবে “সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি,” তা পেতে সাহায্য করে। (ফিলি. ৪:৭) একমাত্র রাজ্যের বার্তাই লোকেদের এখন জীবনের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য ব্যবহারিক নির্দেশনা জোগায় এবং জানায় যে, ভবিষ্যতে যখন দুষ্ট জগৎ ধ্বংস হবে, তখন কীভাবে রক্ষা পাওয়া যায়। (১ যোহন ২:১৭) তাই, রাজ্যের প্রচারে আমাদের যথাসাধ্য চেষ্টা করার কি কোন মূল্য নেই?
৪ উদাহরণ হিসেবে: একটা গ্রামের ঘুমন্ত বাসিন্দাদের, যাদের শীঘ্রিই ভেঙে যাবে এমন এক বাঁধের দ্বারা ভেসে যাওয়ার ঝুঁকি রয়েছে তাদেরকে সাহায্য করার সবচেয়ে ভাল উপায় কোন্টা? দুর্বল বাঁধ থেকে জলসেচ করা? নাকি বিপদগ্রস্ত গ্রামকে সৌন্দর্যমণ্ডিত করা? না! গ্রামবাসীদের জাগাতে হবে, আসন্ন ধ্বংস সম্বন্ধে সাবধান করতে হবে এবং পালানোর জন্য সাহায্য করতে হবে! আজকে যারা আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে আছে, তারা খুবই বিপদের মধ্যে রয়েছে। (লূক ২১:৩৪-৩৬) এই বিধিব্যবস্থা যেহেতু খুব শীঘ্রিই ধ্বংস হবে, তাই আসুন আমরা তৎপরতার সঙ্গে সকলের কাছে প্রচার করার জন্য যথাসাধ্য চেষ্টা করি!—২ তীম. ৪:২; ২ পিতর ৩:১১, ১২.
৫ এই কাজে লেগে থাকুন: আসুন আরও বেশি আন্তরিক লোকেদের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার উপায়গুলো বের করি—তাদের বাড়িতে, রাস্তায়, টেলিফোনে এবং রীতিবহির্ভূতভাবে। যিহোবা আমাদের যে-কাজ করতে দিয়েছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা আমরা হয়তো করতে পারি। আমরা যদি উদ্যোগের সঙ্গে এটা করে চলি, তা হলে আমরা ‘নিজেদের ও যাহারা আমাদের কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিব।’—১ তীম. ৪:১৬.